• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, June 22, 2022

    New

    আসসালামুয়ালাইকুম, এভরিওয়ান আমি হৃদয় আজকের পোস্টটি স্পেশালি তাদের জন্য।
    অনেক হেল্পফুল হবে যারা স্পেশালি মিউজিক লাভার আছেন।

    আজকের পোস্টটিতে আপনাদের সাথে মোট তিনটা, মোবাইল অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিব।
    যে তিনটি মোবাইল অ্যাপ আপনাদের অনেক কাজে লাগবে। যারা স্পেশালি প্রচুর মিউজিক শুনে থাকেন স্মার্টফোনের মাধ্যমে।

    এবং এর মধ্যে একটি মোবাইল অ্যাপ আমি অনেকদিন যাবত ব্যবহার করছি, এবং এই অ্যাপটি আই গেস আপনাদের অনেক ভালো লাগবে।

    তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পোস্ট।

    ১। আমাদের লিস্টে প্রথম যে অ্যাপটি রয়েছে সেটির নাম হচ্ছে MUSIC SPEED CHANGER

    এই অ্যাপটি প্লে স্টোরে প্রায় অনেক ডাউনলোড হয়েছে, অলরেডি ১০ মিলিয়ন এর ও বেশি ডাউনলোড হয়ে গেছে।

    অ্যাপটি ওপেন করার পর আপনার পছন্দের মিউজিকটি আপনি প্লে করুন, এবং এই অ্যাপটির মধ্য থেকে সেটির স্পিড স্লো করে শুনতে পারবেন।

    অনেকটাই লোফি মিউজিকের মত এটা কাজ করে,
    আপনারা যারা অনেকেই ইউটিউব এ লফি মিউজিক শুনে থাকেন। তারা এই অ্যাপটিকে অনায়াসে ইউজ করতে পারেন।

    ২। আমাদের লিস্টে পরের অ্যাপটি হচ্ছে MUSICANA

    এটি একটি ক্লিন সুপারফাস্ট ইঞ্জনবল মিউজিক অ্যাপ,
    আপনারা এটিকে অফলাইনে ব্যবহার করতে পারবেন।
    এই মিউজিক অ্যাপ টি আমি গত এক বছর ধরে ব্যবহার করছিলাম।
    এবং আপনারা যদি এই মিউজিক প্লেয়ার অ্যাপটি ব্যবহার করেন, ওটার ইন্টারফেস খুবই ক্লিন এবং মিনিমাল রাখা হয়েছে।

    স্পেশালি এই মিউজিক অ্যাপ টি দেখতে অনেক ভালো লাগে ব্যবহার করতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

    যারা একটু ক্লাসি টাইপের মিউজিক প্লেয়ার পছন্দ করেন। তারা এই মিউজিক প্লেয়ার অ্যাপটি ব্যবহার করতে পারেন।

    একটি সেটিং এ চলে গেলে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন যেমন- স্লিপ টাইমার অপশন পাবেন।
    আপনারা যারা মিউজিক শুনতে শুনতে ঘুমিয়ে যান তারা এই ফিচারটি কে ব্যবহার করতে পারেন।

    এর পাশাপাশি আপনি চাইলে ব্রাকগ্রাউন্ড যেকোনো ইমেজ আপনি সিলেক্ট করতে পারেন, বা এক কথায় সেট করে রাখতে পারেন।

    সেটা আপনার পছন্দের ছবি ও হতে পারে। তোর সবকিছু মিলিয়ে দারুন একটি মিউজিক প্লেয়ার এটি।
    আপনারা চাইলে এই মিউজিক প্লেয়ার অ্যাপটিও ট্রাই করতে পারেন।

    ৩। সর্বশেষ অ্যাপটি হচ্ছে  SHAZAM
    এই অ্যাপটি দিয়ে খুবই ইন্টারেস্টিং কাজ করা যায়।

    টিক টকে আমরা যখন ভিডিও দেখি কিছু কিছু ভিডিও মিউজিক আমাদের খুব ভালো লাগে। এবং সেই মিউজিকগুলো আমাদের ইউটিউবে গিয়ে দেখার ইচ্ছা হয় পুরোটা।

    কিন্তু তারা ক্যাপশনে অনেকে দেখা যায় গানটির ক্রেডিট দেয় না, নাম দেওয়া থাকে না যার কারণে আমরা সেই মিউজিক গুলোকে খুজে বের করতে পারিনা।
    তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই শাজাম অ্যাপ টি অনেকটাই হেল্প করবে।

    আপনি অ্যাপটি কে ওপেন করুন এবং আপনি যে গানটি খুঁজতে চান ওই গানটি ব্যাকগ্রাউন্ড প্লে করুন।
    তারপর দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার সেই কাঙ্খিত গানটি এই অ্যাপটি খুঁজে বের করে দিবে এবং ওই টা কপি করে আপনি ইউটিউবে সার্চ করলে সাথে সাথে পেয়ে যাবেন।

    তো এই দারুন অ্যাপটি আমি প্রায় পাঁচ বছর যাবত ব্যবহার করছি খুবই কাজের একটি অ্যাপ আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন।

    তো এই তিনটি মিউজিক প্লেয়ার এর মধ্যে কোন অ্যাপটি আপনার সবচাইতে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।

    ট্রিকবিডি থেকে আমি হৃদয় আজ এখানে যাচ্ছি দেখা হবে খুব শিগগিরই ইনশাল্লাহ 🥰

    আজকের মত এ পর্যন্তই পরবর্তী পোস্টে দেখা হবে আজকের মত আল্লাহ হাফেজ ❤❤

    The post মিউজিক লাভারদের জন্য পাঁচটি সুপার অ্যাপ | আপনি ব্যবহার করছেন তো? appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/Ftykj7T
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel