• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, June 18, 2022

    New

    আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

    আপনার বড় ডিসপ্লের ফোন ব্যাবহার করতে আপনাকে দুই হাত ব্যাবহার করতে হয়। যদি আমি বলি আপনার ফোন এক হাতে ব্যবহার করতে পারবেন, মাউস দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন যেভাবে।

    এটা সম্ভব ! বাড়তি কোনো মাউস এর প্রয়োজন নেই, OTG ব্যবহার করার প্রয়োজন নেই, ফোনে OTG সাপোর্ট না করলেও ব্যবহার করতে পারবেন। এক হাতে আপনার বড় স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে এটি কার্সার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার বড় স্মার্টফোনটিকে এক হাতে নিয়ন্ত্রণ করতে কম্পিউটারের মতো কার্সার/পয়েন্টারের মতো ব্যবহার করতে পারবেন।

    মাত্র ২ এমবির একটি ছোট অ্যাপ দিয়ে এটা করতে পারবেন। অফলাইনে ! কোনো ইন্টারনেট ব্যবহার করতে হবে না।

    অ্যাপের নাম:- Smart Cursor : One-Handed Mode ব্যবহার করা সহজ:

    1. স্ক্রিনের নীচের অর্ধেক থেকে বাম বা ডান মার্জিন থেকে সোয়াইপ করতে হবে।

    2. নীচের অর্ধেকের এক হাত ব্যবহার করে ট্র্যাকারটি টেনে কার্সার দিয়ে স্ক্রিনের উপরের অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পারবেন।

    দ্রষ্টব্য: যেসব বোতাম ক্লিক করা যাবে, হাইলাইট করা লেখা বা অপশন এসবে সঠিকভাবে কাজ করবে। রেগুলার ব্যবহার করেন যেসব অ্যাপ সেগুলোতে কাজ করে, গেমে ঠিকভাবে কাজ নাও করতে পারে !

    এবার দেখুন কিভাবে এই অ্যাপ ব্যবহার করবেন :

    অ্যাপ চালু করে প্রথমেই Accessibility পারমিশন দিয়ে দিন। তারপর Settings এ গিয়ে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিন। ফোনের স্ক্রীনের ডানে বা বামে সোয়াইপ করলে কার্সার বের হবে এবং আপনি যদি এটা ব্যবহার না করেন তাহলে ৩ সেকেন্ড পর অটোমেটিক আবার হাইড হয়ে যাবে। কার্সারের সাইজ, রং, ভিসিবিলিটি, ইত্যাদি পছন্দ মতো কাস্টমাইজ করে নিন। সব সেটিং করা শেষ হলে, এভাবে ব্যবহার করতে পারবেন।

    এই অ্যাপ এখন আপনার ব্যবহার করার ইচ্ছা হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

    Smart Cursor: One-Handed Mode

    এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 🙂

    The post OTG ছাড়াই মাউস ব্যবহার করুন। যে কোনো এন্ড্রয়েড ফোনে। ফোনে OTG সাপোর্ট না করলেও হবে। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/JXe90oF
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel