নতুন জন্ম নিবন্ধন আবেদন করার পরবর্তী সময়ে যখন আপনার কাছে জন্ম নিবন্ধন টি চলে আসবে, তখন আপনি যদি জন্ম নিবন্ধনে কোন রকমের ভুল দেখতে পান, তাহলে নিশ্চয়ই সেটি সংশোধন করার প্রয়োজন পড়তে পারে।
আপনি হয়তো ইতিমধ্যে এ সম্পর্কে জানেন যে জন্ম নিবন্ধন সংশোধন করা মোটেও ফ্রী কোন কাজ নয়। সেজন্য আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ফি দিতে হবে।
আর আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, জন্ম নিবন্ধন Fee সম্পর্কে সর্বশেষ।
জন্ম নিবন্ধন ফি কত?
জন্ম নিবন্ধন Fee বাবদ আপনার কত টাকা দিতে হবে, সেটি নির্ভর করবে আপনি কতটি জিনিস সংশোধন করতে চান সেটির উপরে।
কারণ, আপনি যদি শুধুমাত্র আপনার নাম পরিবর্তন করেন, তাহলে এক রকমের ফি প্রদান করতে হবে এবং আপনি যদি অন্য যে কোনো রকমের ডকুমেন্ট পরিবর্তন করেন, তাহলে অন্য রকমের ফি প্রদান করতে হবে।
জন্ম নিবন্ধন সংশোধন ফি বাবদ যে সমস্ত ইনফরমেশন গুলো আপনার জানা দরকার আছে, সেই সমস্ত ইনফরমেশন গুলো একটি টেবিলে তুলে ধরা হলো।
সংশোধনের ধরণ | দেশে | বিদেশে |
তথ্য সংশোধনের জন্য ফি | ১০০ টাকা | ২ ডলার |
জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য | ৫০ টাকা | ১ ডলার |
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ | বিনা ফিসে | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ | ৫০ টাকা | ১ ডলার |
উপরে উল্লেখিত যে ফি দেয়া রয়েছে, সেটি মূলত বাংলাদেশের সরকার কর্তৃক নির্ধারিত। যদি আপনার কাছ থেকে কেউ এর চেয়ে বেশি ফি আদায় করতে চায় তাহলে আপনি রুখে দাঁড়াতে পারেন।
এবং আপনি চাইলে যেকোন রকমের স্টেপ নিতে পারেন।
জন্ম নিবন্ধন ফি সম্পর্কে জেনে নেয়ার একটি অন্যতম কারণ হলো আপনি যখন কোনো একটি দোকানে গিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করতে চান, তখন আপনার কাছ থেকে বেশি ফি নিতে পারে।
এক্ষেত্রে আপনি যদি, পূর্বে থেকে জন্ম নিবন্ধন Fee সম্পর্কে অবগত হয়ে যান, তাহলে কেউ কখনোই আপনি ঠকাতে পারবেনা।
The post জন্ম নিবন্ধন ফি সম্পর্কে জেনে নিন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/npdLJCa
via IFTTT
No comments:
Post a Comment