আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ share করবো যা আপনার জীবনে কোনো না কোনো সময় দরকার পড়বেই আমি ১০০% গ্যারান্টি সহকারে বলতে পারবো। অ্যাপ টি আসলে এতটাই কার্যকরি যে আপনার মনেই হবেনা এটা কোনো বাঙালির তৈরী একটি অ্যাপ।
বন্ধুরা। ছবি থেকে লেখা বের করা। এই প্রবলেম টায় হয়তো অনেকেই পড়েছেন। অনেকের ই হয়তো কখনো কখনো এই কাজ এর প্রয়োজন পড়ে। এতে আপনারা অনেকেই কাজ টি সমাধান করে থাকেন লিখার মাধ্যমে। অনেকের ই হয়তো ছবি বা স্ক্রীন শট দেখে দেখে লেখার অভ্যাস আছে। কিন্ত আমরা সকলেই জানি যে একটা ছবি থেকে দেখে দেখে লেখা কতোটা কষ্ট সাধ্য ও সময় সাপেক্ষ। তাই সকলেই হয়ত কোনো এক সময় ভেবে নিয়েছেন যে যদি একটি ছবি থেকে লেখা গুলো কপি করা যেত? যদি সেগুলোকে টেক্সট হিসেবে ব্যাবহার করা যেত? তাহলে তো খুবই ভাল হতো। তাইনা বেপার টা? ঠিক এমন ই একটি অ্যাপ নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। উক্ত অ্যাপ এ ছবি থেকে লেখা বের করে কপি, এডিট এমন কি ট্রান্সলেট ও করতে পারবেন।
Bongo Scanner
আপনাদের কাঙ্খিত সেই অ্যাপ টির নাম হচ্ছে bongo scanner. ইহা আমাদের দেশের ই একজন youtuber Jubeyer Hossain এর তৈরী একটি স্ক্যানার অ্যাপ। তার এই অ্যাপ টি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি অ্যাপ টি রিভিউ করতে বাধ্য হলাম।
অ্যাপ টি চালু করলেই প্রথমে এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি উপরের দেখানো অংশে ক্লিক করবেন।
এখন এই জায়গা থেকে আপনি যেকোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে গ্যালারি অপশন টি সিলেক্ট করলাম।
আপনি এখান থেকে যেকোনো একটি টেক্সট যুক্ত ছবি সিলেক্ট করে নিতে পারেন। আমি উক্ত ছবিটি সিলেক্ট করলাম।
এরপর আপনি এখানে scan now বাটন এ ক্লিক করুন।
এবার আপনি ই দেখে নিন। কতটা নির্ভুল ভাবে টেক্সট গুলো স্ক্যান হয়েছে। এরপর আপনি উপরে দেখানো বাটনে ক্লিক করে উক্ত টেক্সট গুলো ট্রান্সলেট করতে পারেন।
ট্রান্সলেট করার জন্য উপরের দেখানো অংশে ক্লিক করে ভাষা পরিবর্তন করতে পারেন।
এরপর উপরের দেখানো অংশে ক্লিক করে এডিট করতে পারেন।
এবং আপনি যদি চান টেক্সট গুলো সংরক্ষণ করে রাখবেন তাহলে উপরে দেখানো save বাটন এ ক্লিক করুন। ক্লিক করে এই পেজ থেকে বেরিয়ে প্রথম পেজ এ আসুন।
এসে উপরের দেখানো বাটনে ক্লিক করুন।
এখন হয়ত আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে ফাইল টা সেভ করেছেন সেটা দেখা যাচ্ছে।
আসলে এতক্ষন যেই অ্যাপ টি সম্পর্কে আপনারা জেনেছেন এই অ্যাপ টা আসলে সম্পুর্ণ ফ্রি নয়। এর কিছু শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে। যেগুলো নীচে উল্লেখ করছি:
শর্ত ও সীমাবদ্ধতাসমূহ
১. ইন্টারনেট প্রয়োজন।
২. ক্রেডিট ব্যাবহার এর মাধ্যমে ব্যাবহারযোগ্য।
৩. অ্যাপ ইন্সটল করলেই আপনি ১০ টি ক্রেডিট পেয়ে যাবেন।
৪. প্রতি এক বার স্ক্যান করলে আপনার একটি ক্রেডিট খরচ হবে।
ক্রেডিট ব্যাবহারের নিয়ম
১. এক নম্বর বৃত্তে আপনার কত ক্রেডিট আছে সেটা দেখতে পারবেন।
২. এখানে আপনি প্রতিদিন কিছু পরিমাণ ক্রেডিট গিফট হিসেবে পাবেন।
৩. এইখানে আপনি পুরো অ্যাপ ব্যাবহারের ইংলিশ টিউটোরিয়াল পেয়ে যাবেন।
৫. এখান থেকে ভিডিও দেখে ক্রেডিট অর্ন করতে পারেন।
৬. এই জায়গা টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এইখানে আপনি ফ্রেন্ড দের অ্যাপ টি রেফার করে প্রতিবার ডাউনলোড থেকে ১৫ ক্রেডিট আর্ন করতে পারবেন।
৭. এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন।
আপনার প্রোফাইলে নীচে buy credit অপশন এ ক্লিক করে আপনি ক্রেডিট কিনতেও পারেন।
উক্ত অ্যাপ টি আপনি নিচের দুটি লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। একটি রেফার করা লিংক আর একটি রেফার বাদে। দুটি লিঙ্ক থেকে ই আপনি ১০ ক্রেডিট করে পাবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেই লিঙ্ক টাই ইউজ করতে পারেন।
আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে।
জিমেইল: marufkhan1215@gmail.com
Twitter: 1215maruf
The post ছবি ও স্ক্রীনশট থেকে লেখা কপি ও এডিট করে নিন। তাও আবার বাংলাদেশী অ্যাপ দিয়ে। সম্পুর্ণ কার্যকর ও বাগ মুক্ত। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/h3X96Rx
via IFTTT
No comments:
Post a Comment