ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি। বিশ্বের সব সিনেমা নিয়ে রেটিং দেয়ার মুক্তখাতা এই সাইটটি। দর্শকের ভোটেই নির্ধারিত হয় সিনেমাগুলোর অবস্থান। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার থেকে দর্শকের ভোটে নির্বাচিত হওয়া বিশ্বের সেরা ৫ সিনেমা নিয়ে আজকের আয়োজন।
#TheShawshankRedemption
আইএমডিবি তালিকায় ১ নাম্বারে থাকা সিনেমার নাম TheShawshankRedemption ।
গত ১২ বছর ধরে, আইএমডিবির তালিকায় সেরা অবস্থান ধরে রেখেছে এই সিনেমাটি।
বিখ্যাত এই মুভিটি নির্মাণ করেছে ফ্রাংক। সিনেমাটি জেলখানা থেকে ই মুক্তির কাহিনী। এখানে যেন বলা হচ্ছে জীবন থেকে বাঁচো। আশায় বাঁচো।
কখনো হাল ছেড়ে দিও না, সিনেমাটির আইএমডিবি রেটিং ৯ দশমিক ২
#TheGodfather
হলিউডের সেরা কিছু চলচ্চিত্রের নাম বললে সেখানে দ্য গডফাদার থাকবে তাতে কোন সন্দেহ নেই।
আর আইএমডিবি রেটিংয়ে ও সিনেমাটি বিশ্বের সেরা সিনেমার মধ্যে দ্বিতীয়।
সিনেমাটির রেটিং ৯.২ মার্কিন অপরাধজগতের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমার মূল চরিত্র ইতালি থেকে আসা কল লিওনি।
সর্বকালের সেরা সিনেমা এই গডফাদার ইতিহাসের অন্যতম শক্তি শালী চরিত্রগত ধরে অভিনয় করেন মার্লোন ব্র্যান্ডো। আর এই চরিত্রটির জন্য অস্কার জয় করেন তিনি।
#TheDarkKnight
নির্মাতা ক্রিস্টোফার নোলানের। TheDarkKnighttol এর দ্বিতীয় সিনেমা TheDarkKnight
গৎবাঁধা কমিক এর গল্প থেকে সিনেমা টি সম্পূর্ণ আলাদা।
সিনেমাটি আইএমডিবি রেটিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এর রেটিং ৯
২০০৮ সালে মুক্তি পাই #TheDarkKnight সিনেমাটি।
অভিনয় করেন Christian Bale
Batman, Bruce Wayne
জোকার চরিত্র দিয়েই বাজিমাত করেন অভিনেতা Heath Ledger
#TheGodfatherPartII
ইতিহাসের সেরা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে দ্য গডফাদার।
আর তারপর সিনেমার সিকিউল টাও জায়গা করে নেয় সেরা ৫ এর মধ্যে।
এর আইএমডিবি রেটিং ৯
দ্য গডফাদার সিনেমার ধারাবাহিকতাই। ১৯৭৪ সালে মুক্তি পায় দ্য গডফাদার ২।
এই সিনেমায় Michael Corleone চরিত্রে অভিনয় করে Al Pacino
#12AngryMen
একটি কক্ষের ভিতর শাসরুদ্ধ কর এক নাটকীয়তার জন্য বিখ্যাত এই সিনেমাটি।
১২ জন বিচারক একটি কক্ষে একত্রিত হওয়ার অসাধারণ একটি গল্প নিয়ে সিনেমা #12AngryMen
সিনেমাটি আইএমডিবি রেটিং এ সেরা ৫ এর মধ্যে পঞ্চম।
সিনেমাটির রেটিং হলো ৮.৯
সেইসাথে আজকের মত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ঠিক আগামীকাল।
সে পর্যন্ত ট্রিকবিডির সঙ্গেই থাকুন।
The post আইএমডিবি রেটিং এ সেরা ৫-টি সিনেমা | ইতিহাস এর সেরা ৫ সিনেমা- রিভিউ। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xK2sRYp
via IFTTT
No comments:
Post a Comment