আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি দেখাবো কিভাবে termux দিয়ে যে কোন লেখাকে speak করাবেন ।মানে বলতে চাচ্ছি যে আপনি termux যা লিখবেন সেটাই সে speak করে বলে দিবে। আমরা speak এর জন্য নরমালি অ্যাপস ব্যবহার করি কিন্তু আমি আজ ভিন্ন ভাবে speak দেখাবো।
Speak কি সেটা সবাই জানি তাই আর কিছু বলছি না চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।
pkg update -y
এখন termuxকে আপগ্রেড করে নিবো।
pkg upgrade -y
আপনাদের অবশ্যই git, clone, python2 package গুলো ডাউনলোড থাকতে হবে। যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেন।
pkg install git
pkg install clone
Pkg install python2
এখন আমরা github থেকে টুলসটি ডাউনলোড করবো।
git clone https://github.com/TechnicalMujeeb/Termux-speak.git
এখন ls দিয়ে ইন্টার করবো। তারপর টুলসটি ভিতরে প্রবেশ করবো।
cd Termux-speak
আমরা এখন সবগুলো টুলস পারমিশন দিবো তাই নিচের কমান্ডটি রান করবো।
chmod +x *
এখন আমরা install.sh package গুলো ডাউনলোড করবো।
sh install.sh
ডাউনলোড হয়ে গেলে আমরা মেইন টুলসটি রান করবো।
python2 t-speak.py
এখন আমরা যেহেতু speak শুনবো তাই ২ সিলেক্ট করবো।
এখন আমরা যা লিখবো সেইটাই আমাকে speak করে শুনাবে। আমাদের লেখা শেষ হলে ইন্টার করবো।
এখন আমাদের pitch সিলেক্ট করে দিবো। আপনি আপনার চয়েস মতো দিয়ে নিবেন। ।
এখন আমরা সিলেক্ট করবো speak টা কতটা ফার্স্ট বলবে সেটা নিধারন করে দিতে হবে আমি বলবো সব সময় ৩ নম্বর টা দিতে। আমি বেশি লিখিনি তাই 1 দিয়ে ইন্টার করবো।
তারপর আপনি ভয়েস টা বা speak টা শুনতে পারবেন।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বি:দ্র : অনেকের সমস্যা হতে পারে ।যদি হয় আমাকে নক করেন আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করবো।
The post Termux দিয়ে কিভাবে যেকোন লেখাকে speak করাবেন দেখে নিন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/SQ5JqMi
via IFTTT
No comments:
Post a Comment