আসসালামু আলাইকুম,
স্মার্টফোনের কথা বলতে গেলে বরাবরই গ্রাহক তালিকার পছন্দের শীর্ষে থাকে আইফোন। এই ফোনের দাম লাখ টাকারও বেশি তবুও বিশ্বে আইফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
2021 সালে সারা বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া যে দশটি স্মার্টফোন রয়েছে তার মধ্যে সাতটি অ্যাপলের। আইফোন এখন মানুষের কাছে একটি আভিজাত্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।
অ্যাপল আইফোন নামে এই যুগান্তকারী স্মার্ট ফোন প্রথম সবার সামনে নিয়ে এসেছিলেন Stip jokes.
2007 সালের 9 জানুয়ারি মেক ওয়াল ইভেন্টে ফোনটি প্রকাশ করেন তিনি। যা বিশ্ব বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
কিন্তু আজ থেকে ১৫ বছর আগের আইফোন 1 আর বর্তমান বাজারে রাজত্ব করা আইফোন 13 এর মধ্যে থাকা পার্থক্য গুলো অবাক করবে আপনাকে। প্রথম আইফোনে 2g কানেক্টিভিটি দিয়েছিল অ্যাপল।
টাচস্ক্রিন আই পোটের সঙ্গে এই ডিভাইস ইন্টারনেট কমিউনিকেট এর ও মোবাইল হিসেবে ব্যবহার করা গিয়েছিল। মাত্র 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার হয়েছিল প্রথম আইফোনে।
তাও সে ক্যামেরা ব্যবহার করে শুধুমাত্র ছবি তোলা যেত ভিডিও রেকর্ডিং এর সুযোগ ছিল না। প্রথম আই ফোনে কোন অ্যাপ স্টোর ছিলনা অর্থাৎ ফোন কেনার সময় যে যে অ্যাপ ইনস্টল ছিল তাই ব্যবহার করা যেত।
সেই সময় আইফোনের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ব্ল্যাকবেরি ও নোকিয়া ফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকলেও আইফোন থেকে তা বাদ গিয়েছিল। এমনকি জন্মের পর থেকেই এখনো পর্যন্ত কোন আইফোনে স্টোরিজ বাড়ানোর সুযোগ পাওয়া যায়নি।
আইফোনের প্রথম ফোনে ব্যাটারি খোলার কোনো সুযোগ ছিল না। অথচ তখনকার অন্যান্য সব ফোনে removal battery ব্যবহার করা হয়েছিল। অ্যাপল এখনো তাদের কোন ফোনে রিমুভাল ব্যাটারি ব্যবহার করেনি।
2007 সালে অ্যাপল তাদের প্রথম ফোনের জন্য ব্লুটুথ হেডসেট তৈরি করেছিল। আইফোন এর সঙ্গে কানেক্ট করে এই হেডসেটের মাধ্যমে ভয়েস কল করা ও গান শোনার সুবিধা পাওয়া যেত। আইফোন টিতে ছিল ফোর জিবি স্টোরেজ।
কন্টেক্স, ক্যামেরা, ভয়েস মেমো, স্টক্স, গুগল ম্যাপ, আবহাওয়া সেটিংস সহ মোট 15 টি অ্যাপ ব্যবহার করা যেত এটাতে। শুরুর সময় ফার্স্ট জেনারেশন অ্যাপল আইফোনের দাম ছিল 499 মার্কিন ডলার। বর্তমান সময়ে বাংলাদেশি টাকায় যা প্রায় 45 হাজার 500 টাকা।
গত 14 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্ট্রিমিং ইভেন্টে বাজারে আনুষ্ঠানিকভাবে নতুন চারটি মডেলের আইফোন 13 সিরিজ উন্মুক্ত করা হয়েছে। আইফোনের বর্তমান মোবাইলগুলোতে চমক হিসেবে দ্রুতগতির প্রসেসর এ ফিফটিন বায়োনিক চিপ
ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর ক্যামেরা সিস্টেমে , আইফোন 13 খুব কম আলোতে ও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। 12 মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরার সঙ্গে থাকছে সেনসর্শিপ অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন প্রযুক্তি।
এছাড়াও আইফোন 13 প্র এবং প্রো ম্যাক্স এ থাকছে প্রমোশন ডিসপ্লে । সেইসাথে স্ক্রিনের ব্রাইটনেস বেড়েছে 28 গুণ। উন্নত করা হয়েছে আইফোন 13 সিরিজের ব্যাটারিও। আইফোন টুয়েলভ মিনি চেয়ে 13 মিনি এর ব্যাটারি দেড় ঘন্টা বেশি টিকবে।
গুঞ্জন শোনা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অ্যাপল লঞ্চ করতে পারে অ্যাপল আইফোন 14 সিরিজ। চারটি ভেরিয়েন্ট আসতে পারে এই সিরিজ আইফোন ফর্টিন। আইফোন 14 ম্যাক্স আইফোন 14 প্র এবং আইফোন 14 প্র ম্যাক্স বরাবরের মতো এবারও আসতে পারে বেশ কিছু পরিবর্তন।
অ্যাপল ব্যাপকভাবে মিনি সংস্করণ তৈরি বন্ধ করে দেবে বলে মনে করছেন অনেকে। ধারণা করা হচ্ছে নতুন আইফোন 14 সিরিজের সম্ভাব্য চারটি মডেলই 6 জিবি ram থাকতে পারে। দ্রুত চার্জিং আইফোন 13 প্র সিরিজের দাম লাখ টাকা।
কিন্তু সে তুলনায় চার্জিং পদ্ধতি একদম উন্নত নয় মাত্র 20 ওয়ার্ড চার্জিং সম্ভব। তবে আশা করা যাচ্ছে আইফোন 14 সিরিজ সেই দিকে উন্নত হবে।
প্রিয় দর্শক প্রতিবেদনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
The post অ্যাপেলের প্রথম ফোন আইফোন ১ থেকে কতটা উন্নত আইফোন ১৩ | দেখুন অবাক হবেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3cSb7Gx
via IFTTT
No comments:
Post a Comment