হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো।
আজকের পোস্টে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ChatGPT-4 একদম ফ্রিতে।
তো অনেকেই আছে যারা এমন একটি পোস্ট খুজতে ছিলেন।।
তো আজকের এই পোস্টটি তাদের আশা পূরণ করতে চলেছে।
তো কথা বাড়াবো না আমরা স্টেপ বাই স্টেপ কাজটা শুরু করে ফেলব।
এর জন্য আমাদের যা যা দরকার তা আমি নিচে লিখে দিলাম।
১। ইমেল অথবা ফোন নাম্বার।
২। একটি যেকোনো ভিপিএন।
৩। যেকোনো একটি User script manager
তো এই কয়টা জিনিস হলে আমাদের হয়ে যাবে। মোবাইল ব্যবহারকারীরা এই ট্রিকটি ব্যবহার করার জন্য Kiwi ব্রাউজার ব্যবহার করবেন।
তো আমি আপনাদেরকে পিসি দিয়ে করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ।
স্টেপ ১ঃ আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিব এবং এই লিংকে ক্লিক করে Tampermonkey নামের এক্সটেনশনটি ইন্সটল করে নেব।
আমার ইনস্টল করা শেষ।
স্টেপ ২ঃ এখন আমাদের একটি User script এর দরকার পড়বে। এই লিংকে ক্লিক করে ইন্সটল করে নেবেন।
স্টেপ ৩ঃ এখন আপনাকে আপনার ডিভাইসের মধ্যে একটি ভিপিএন কানেক্ট করতে হবে, ভিপিএন ব্যবহার করার কারণ হচ্ছে এটি আমাদের দেশে সাপোর্ট করে না। পিসি ইউজাররা চাইলে এক্সটেনশনও ইউজ করতে পারেন। এরপরে আপনাকে এই সাইটের মধ্যে যেতে হবে coze.com অথবা coze.cn ।
এবারে গেট স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করুন।
আপনার ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন।
রেজিস্ট্রেশন সফল হয়ে গেলে এখন আমাদের কাজ হবে ইউজার স্ক্রিপ্ট ম্যানেজার এ।
টেম্পারমাংকিতে ক্লিক করুন।
ক্লিক করা হলে, নিচের মত করে স্ক্রিপ্টের উপরের অপশনটাতে ক্লিক করে এনএবল করে নেবেন। যতক্ষণ না বাম পাশে সবুজ বাটন দেখাচ্ছে।
এবার আমাদের কাজ প্রায় শেষ।
এবারে বাম পাশে বট স্টরের মধ্যে ক্লিক করুন।
এখানে আপনারা সবগুলো Bot দেখতে পারবেন। এখান থেকে যেকোনো একটি Chat BOT সিলেক্ট করে নেন।
অবশ্যই সেই বটটি সিলেক্ট করবেন যেটা ChatGPT-4 সাপোর্ট করে।
উদাহরণ হিসেবে আমি নিচের এই বট টি সিলেক্ট করে নিচ্ছি
নিচে স্ক্রিনশটটা দেখুন এটি ChatGPT-4 Supported একটি Bot .
তো এমন অনেকগুলো bot আপনারা পেয়ে যাবেন। তবে এ সাইটটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদেরকে ভি পি এন ব্যবহার করতে হবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিভাবে আমরা ChatGPT-4 একদম ফ্রি তে ব্যবহার করতে পারব।
যদি কারো আমার এই পোস্টটি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টে কমেন্ট করতে ভুলবেন না।
আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতেও ভুলবেন না।
দেখা হচ্ছে অন্য কোন পোস্টে অন্য একদিন ততক্ষণ পর্যন্ত বায় বায়।
The post এখন ফ্রীতেই ChatGPT-4 (Including Turbo) ব্যবহার করুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/JQ4uqwb
via IFTTT
No comments:
Post a Comment