আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আশা করি মুসলিম ভাইরা রোজা করতেছেন । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম।
টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের পোস্ট এর মূল বিষয় টা কি । আজকের বিষয় টা হলো কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন এ Dynamic partition এ gsi ইন্সটল করবেন ।
Dynamic Partition তৈরি করা যায়, রিসাইজ করা যায়, ডিলিট করা যায় ।
আর Super partition যেখানে মেইন সিস্টেম ফাইল আর কিছু অন্যান্য ফাইল থাকে ।
GSI Rom কি? এবং Custom Rom আর Gsi Rom এর পার্থক্য:-
Gsi এর পূর্ণরূপ হলো Generic System Image. এটি একটি সিস্টেম ইমেজ ফাইল যা ট্রেবল সাপোর্টেড সকল ফোনে ব্যবহার করা যায় ।
আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা এক এক জন এক এক ফোন ব্যবহার করি যেমন Vivo, Xiaomi, Realme, Oppo ইত্যাদি ।
এগুলো ফোনে ডিফল্ট ভাবে একটা রম দেওয়া থাকে, যেমন Funtouch os, MIUI, color os ইত্যাদি। এক একটার ডিজাইন , পারফরমেন্স এক এক রকম ।
আমাদের ইচ্ছে হয় ফোন টা কে একটু নতুন ভাবে করতে । অনেকেই কাস্টম রম ব্যবহার করে , কিন্তু কাস্টম রম তো সব ফোন এর জন্য পাওয়া যায়না । তাই আমরা gsi ব্যবহার করে থাকি , এটি এন্ড্রয়েড ভার্সন ১০+ সকল ফোন এই চলে ।
এটাই মূলত Custom Rom আর Gsi rom এর পার্থক্য । কিন্তু gsi rom এর থেকে কাস্টম রম এ বাগ কম থাকে । এবার আসা যাক ইন্সটল করায়।
যেসব রিকোয়ারমেন্ট লাগবে :-
১। Shizuku অ্যাপ
২। Dsu sideloader অ্যাপ
৩। Treble info অ্যাপ
৪। Gsi rom
৫। Unlocked Bootloader
প্রথমে অ্যাপ ৩ টা ডাউনলোড করে ইন্সটল করে নিন ।
এবার রম ডাউনলোড করা যাক, treble info অ্যাপ টা ওপেন করুন এবং দেখুন আপনার ডিভাইস এর জন্য কোন ধরনের gsi rom ডাউনলোড করতে হবে ।
এবং আপনার ডিভাইস অনুসারে একটা রম ডাউনলোড করে নিন
এবার shizuku ওপেন করুন এবং Wireless Debugging বা adb দিয়ে স্টার্ট করে নিন ।
এবার Dsu sideloader ওপেন করে shizuku আর স্টোরেজ এ একটা ফোল্ডার বানিয়ে পারমিশন দিন ।
এবার ডাউনলোড করা ফাইল টা Extract করলে একটা img ফাইল পাবেন সেটা সিলেক্ট করুন এবং চাইলে Userdata নিজের ইচ্ছে মত দিবেন না চাইলে ঐটা এনাবল করতে হবেনা ।
তারপর install এ ক্লিক করবেন । ইন্সটল শেষ হলে নোটিফিকেশন এ restart button আসবে , সেখানে ক্লিক করলে gsi রম টা বুট হবে , তারপর আবার restart করলে মেইন সিস্টেম এ ফিরে আসতে পারবেন।
আমার করা আছে তাই আমি আর করলাম না । এইভাবে করলে অর্থাৎ Dynamic পার্টিশন এ ইন্সটল করলে ব্রিক হওয়ার বা বুট লুপ হওয়ার রিস্ক নেই ।
Gsi রম টা বুট না হইলে পাওয়ার নতুন চেপে ধরে রিস্টার্ট করলেই আবার মেইন সিস্টেম এ ফিরে যাবে ।
পোস্ট কি পড়ার জন্য ধন্যবাদ, কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।
নেক্সট পোস্ট এ সুপার পার্টিশন এ ইন্সটল করা দেখাবো ইনশাআল্লাহ্ ।
The post যেভাবে নন রুটেড ফোন এ ডাইনামিক পার্টিশন এ GSI Rom ইন্সটল করবেন । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/yv9IwJx
via IFTTT
No comments:
Post a Comment