আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, অনেক দিন পর প্রিয় ট্রিকবিডি-তে লিখতে বসলাম। প্রতিদিন না হলেও মাঝে মাঝে ট্রিকবিডি এখনো ভিজিট করা হয়, শুধুমাত্র নতুন কোনো ট্রিকস শেখার আশায়। যদিও আগের মতো এখন তেমন একটা পাই না, তাও ভালো লাগা থেকে বার বার ফিরে আসি।
যাইহোক আজকে আমি একটা টিউটোরিয়াল নিয়ে পোস্ট লিখবো, যা অলরেডি আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। তো আমি মূল টপিকে চলে আসি।
ভালো মানের ওয়েব হোস্টিং:
বর্তমান সময়ে ওয়েবসাইট বানানো যত সহজ, ভালো মানের দেশি হোস্টিং সার্ভিস খুঁজে পাওয়া ততটাই কঠিন। আর বিদেশী হোস্টিং মানেই মোটা অংকের টাকা। আমি নিজেও অনেক হোস্টিং কোম্পানী ট্রাই করেছি, কিন্তু সত্যি বলতে ভালো হোস্টিং সার্ভিস খুব কম পেয়েছি। দীর্ঘদিন Putulhost ব্যবহার করছি। যারা ব্লগার, তাঁরা অনেকে পুতুলহোস্ট চিনে থাকবেন, এর সার্ভিস ভালো হলেও মাঝে মধ্যে সাইট ডাউন পেয়েছি।
যাইহোক Exonhost এর সার্ভিসও আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। তেমনি একটা হোস্টিং কোম্পানি, বর্তমানে যাদের সার্ভিস নিচ্ছি এবং ভালো অভিজ্ঞতা হচ্ছে, তাঁর নাম হচ্ছে NikolaHost. কোম্পানিটা মার্কেটে নতুন হলেও তাঁদের কার্যক্রম চোখে লাগার মতো। আজকে আমি শেয়ার করবো এই হোস্টিং কোম্পানির এক অবিশ্বাস্য অফার।
যেখানে আপনি ১ বছরের হোস্টিং প্যাকেজ নিলেই পাবেন অতিরিক্ত ২ বছরের হোস্টিং সম্পূর্ণ ফ্রী। মোট তিন বছরের প্যাকেজ। আর পরবর্তী ৩ বছরের Renewal প্রাইসও একই থাকবে।
কেন আমি NikolaHost বেছে নিয়েছি?
১. এদের Page Speed এবং Uptime আমি ভালো পাচ্ছি।
২. এদের LiteSpeed Server এবং NVMe SSD থাকার কারণে Performance চমৎকার পাই।
৩. Security, Caching, Redis এবং JetBackup-এর মতো প্রিমিয়াম Features-গুলো পাচ্ছি একদম বিনামূল্যে।
৪. ১ বছরের জন্য হোস্টিং নিলে পাচ্ছি অতিরিক্ত ২ বছরের জন্য একদম ফ্রীতে।
৫. কম দামে ভালো মানের সার্ভিস।
৬. সাথে ১৫ দিনের মানি-ব্যাক গ্যারান্টি তো আছেই।
আমার ব্যবহার করা Package টা ছিল-
Package Name- Edison’s Defeat
Regular Price: 6000 Tk
Offer Price: 1990 Tk/ 3 Years
Renewal Price: 1990 Tk/ 3 Years
Features:
১০০ ওয়েবসাইট
৫ GB NVMe SSD
LiteSpeed Web Server
High Bandwidth
Free SSL Certificates
৩৬৫ দিনের সাপোর্ট
৯৯.৯% Uptime Guarantee
High Performance CPU
তো আপনি এখন এই হোস্টিং কোম্পানির তিনটি প্যাকেজে অফারটা পাবেন। নিম্নে কিভাবে অফারগুলো নিবেন ও অর্ডার করবেন তা দেখিয়ে দিবো।
আর অফার দুটো পাচ্ছেন খুব কম দামে। সাথে ১৫ দিনের মানি-ব্যাক গ্যারান্টি তো আছেই।
কিভাবে অর্ডার করবেন-
Step 1- প্রথমে NikolaHost এ ক্লিক করে তাঁদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরকম দেখাবে। প্যাকেজগুলোর ঠিক নিচেই তাদের অনেকগুলো রিভিউ দেয়া আছে। কোনো Confusion থাকলে দেখে নিন। –

Step2- যেকোনো একটা প্যাকেজ পছন্দ করে “Buy Now” বাটনে ক্লিক করুন।

Step3- তারপর এমন আসবে। এবং নিজে নিজে কুপন কোড Apply হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে না। প্রাইস এখন বেশি দেখালেও পরের স্টেপে কম দেখাবে। আপনি শুধু আপনার ডোমেইন এর নামটা বসাবেন। তারপর “Continue” তে ক্লিক করবেন:

Step-4 তারপর এমন আসবে। “Checkout” বাটনে ক্লিক করবেন।

Step5- Billing Info অর্থাৎ First name, Last name, Phone Number, Address, E-mail, etc পূরণ করবেন সঠিকভাবে। এরপর “Create Account” বাটনে ক্লিক করবেন।

Step6- “BD Payment Methods” সিলেক্ট করে “Terms & Conditions” বক্সে টিক্ দিতে হবে। তারপর “Submit Order”-এ ক্লিক করতে হবে।
Step7- তারপর এমন দেখাবে। এখন আপনার পছন্দের পেমেন্ট মেথড যেমন বিকাশ সিলেক্ট করতে হবে।
Step8- তারপর “Transaction ID” টা বসিয়ে “Verify” এ ক্লিক করলেই আপনার হোস্টিং একটিভ হয়ে যাবে।
Step9- এরপর আপনার দেওয়া ইমেইলে হোস্টিং এর বিস্তারিত পাবেন।
দেখেন অর্ডার কিছুক্ষণের ভিতরে একটিভ হয়ে গেছে। ৩ বছর অর্থাৎ ২৮ সাল পর্যন্ত মেয়াদ।
এবার আসি NikolaHost-এর সুবিধা কেমন-
এদের রয়েছে Super Fast Loading Speed.
আর JetBackup সুবিধা।
এদের Genuine cPanel ও Softaculous আছে।
এরা সেরা দামে Premium Features দিচ্ছে।
উচ্চমানের Support বা লাইভ চ্যাট সাপোর্ট দিয়ে থাকে।
আর এটা দেশীয় কোম্পানী হওয়ায় সহজে পেমেন্ট করা যায়। এবং আমাদের সবার প্রিয় বাংলা ভাষায় সাপোর্ট পাওয়া যায়।
আপনি বিকাশ, নগদে, রকেট, উপায়, সেলফিন সহ নানান পেমেন্ট মেথডের মাধ্যমে অটো পেমেন্ট করতে পারবেন।
এদের সার্ভিস নিয়ে আমার অভিজ্ঞতা কেমন-
বেশ ভালো সময় ধরে ইউজ করছি, তবে এখনো Downtime পাইনি।
সাইটের স্পিড এখন GTMetrix-এ High Grade এ ভালো পাচ্ছি।
Support টিম খুবই Active ও Helpful পেলাম।
এর আগে অনেক হোস্টিং ইউজ করেছি, কিন্তু এই দামে এত কিছু পাইনি। মানে এমন অফার এর আগে পাইনি, তাই তো ট্রিকবিডিতে শেয়ার করা।
নিম্নের হোস্টিং প্যাকেজগুলোতে অফারটা প্রযোজ্য-
প্যাকেজ ১:
Package Name: Tesla’s Legacy
Regular Price: 16000 Tk
Offer Price: 3990 Tk/ 3 Years
Renewal Price: 3990 Tk/ 3 Years
প্যাকেজ ২:
Package Name: Tesla’s Triumph
Regular Price: 11000 Tk
Offer Price: 3190 Tk/ 3 Years
Renewal Price: 3190 Tk/ 3 Years
প্যাকেজ ৩:
Package Name: Edison’s Defeat
Regular Price: 6000 Tk
Offer Price: 1990 Tk/ 3 Years
Renewal Price: 1990 Tk/ 3 Years
তো কাদের জন্য NikolaHost এর প্যাকেজগুলো পারফেক্ট-
যারা Multiple Client এর Site ম্যানেজ করেন।
যারা WordPress / Blog / Portfolio / Company Site তৈরি করে থাকেন।
Freelancers বা Small Business এর জন্য ওয়েবসাইট তৈরি করেন।
সবশেষে কিছু পরামর্শ-
লং টাইমের জন্য Hosting বেছে নেওয়া একটা বড় সিদ্ধান্ত।
তবে আমার রিভিউ পড়ে কেউ ট্রাই করলে নিরাশ হবেন না আশা করি।
আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যখন Hosting খুঁজতে হয়। ভালো স্পীড, ভালো মানের সাপোর্ট এবং বাজেট-ফ্রেন্ডলি কিছু পাওয়া সত্যিই কঠিন। নিকোলাহোস্ট হচ্ছে সবচেয়ে কম দামে সবকিছুর কম্বিনেশন।
Order করার পর পরেই Active হয়ে গেছে যা আমি স্ক্রিনশটে দেখিয়েছি।
নিচে লিংক দিয়ে দিলাম, চাইলে আপনিও এখান থেকে নিয়ে ট্রাই করতে পারেন। ১৫ দিনের মানি-ব্যাক গ্যারান্টি তো আছেই-
অর্ডার করার সময় কোনো কুপন কোড অ্যাপ্লাই করতে হবে না। এই লিংকটা দিয়ে ঢুকলেও হবে। জাস্ট Domain Name বসিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তারপর একাউন্ট খোলার জন্য তথ্য দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তারপর “BD Payment Methods” নামের পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করে ট্রানজেকশন আইডিটা সাবমিট করলেই ব্যাস।
আর হ্যাঁ, অর্ডার করার সময় কোনো সমস্যা হলে NikolaHost এর লাইভ চ্যাটে মেসেজ দিন, বা কল করুন। খুব দ্রুত হেল্প করে এরা।
আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে আজই নিয়ে ফেলুন।
আর্টিকেলটা ভালো লাগলে ট্রিকবিডিতে কমেন্ট করতে ভুলবেন না।আর হ্যাঁ Hosting নিয়ে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।
The post অবিশ্বাস্য অফার!! ১ বছরের জন্য হোস্টিং নিলেই আরো ২ বছর ফ্রী appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/A8UHXqL
via IFTTT
No comments:
Post a Comment