আসসালামুয়ালাইকুম,
আজকে দেখাবো কিভাবে আপনারা Z60 এবং Z60 Plus রুট করবেন।
রুট করতে অবশ্যই ফোনের Bootloader Unlock থাকতে হবে।
(আমার পূর্ববর্তী পোস্টে কিভাবে Symphony Z60, Z60 Plus এর Bootloader Unlock করবেন সেটা দেখানো হয়েছে)
Boot.img Magisk দিয়ে Patch করে রুট করার Method দেখাবো।
এজন্য Magisk App, আপনার ফোনের ভার্সনের ফার্মওয়্যার থেকে Extract করা boot.img লাগবে।
রুট করতে প্রথমে আপনার ফোনে যে ভার্সনের ফার্মওয়্যার আছে সেই একই ভার্সনের ফার্মওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে।
Magisk app install করবেন।
যেকোনো Magisk হলেই হবে।
আমি Magisk Kitsune ব্যবহার করবো, এতে বাড়তি অনেক ফিচার আছে।
Magisk ওপেন করে Install এ ক্লিক করবেন
তারপর Select and patch a file এ ক্লিক করবেন
ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে Firmware থেকে Extract করা boot.img সিলেক্ট করবেন।
সিলেক্ট হলে Let’s Go তে ক্লিক করবেন।
boot.img Patch হওয়া শুরু হবে।
Patch শেষে ফোনের Download Folder এ সেভ হবে।
এই Patch হওয়া boot.img আপনার পিসির Desktop এ নিবেন।
ফোনে Usb Debugging Enable করে ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করবেন।
পিসিতে Platform tools এ cmd open করে “adb devices” command দিবেন।
ফোনে পারমিশন চাইলে Allow করবেন।
আপনার ফোন show করলে “adb reboot bootloader” কমান্ড দিয়ে ফোন বুটলোডারে নিবেন।
বুটলোডার থেকে boot.img flash দেওয়া যায় না।আমি ফ্ল্যাশ করতে গিয়ে দেখেছি।
এজন্য Dynamic fastboot/ fastbootD তে গিয়ে boot.img flash করতে হবে।
এজন্য কমান্ড দিতে হবে “fastboot reboot fastboot”
আপনার ফোন fastbootD তে বুট হবে।
এখন “fastboot devices” কমান্ড দিয়ে দেখবেন আপনার ফোন কানেক্ট আছে কিনা।
কানেক্ট থাকলে “fastboot flash boot <patch kora boot.img mouse দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন>”
তারপর ফ্ল্যাশ করবেন।
ফ্ল্যাশ হয়ে গেলে। ফোন System এ Reboot করবেন।
“fastboot reboot”
ফোন চালু হলে Magisk এ ঢুকবেন।
প্রথমবার আপনা আপনি রিবুট নিতে চাইবে, নিতে দিবেন।
Symphony Z60 Plus এর HW1V9 ফার্মওয়্যার, ফার্মওয়্যার থেকে Extract করা boot.img আর Magisk Kitsune Canary 27.1 টেলিগ্রাম গ্রুপের /notes এ দেওয়া আছে
Symphony Z60, Z60 Plus এর টেলিগ্রাম গ্রুপ লিংকঃ https://t.me/z60z60plus
The post যেভাবে Symphony Z60, Z60 Plus Root করবেন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/zTUPMLH
via IFTTT
No comments:
Post a Comment