আসসালামুওয়ালাইকুম
সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।
আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে কিভাবে কোনো ব্রাউজারের Incognito/Private ট্যাব এর ব্রাউজিং হিস্টরি সেভ করবেন
এই ট্রিকটি আপনি আপনার যেকোনো ব্রাউজারে করতে পারবেন যেগুলো তে ক্রোম এক্সটেনশন ব্যবহার করা যায় । অন্য ব্রাউজারের ক্ষেত্রে অন্য এক্সটেনশন হতে পারে
শুরু করা যাক
আমি মূলত এই কাজটির জন্য ক্রোম ব্রাউজার কে বেছে নিয়েছি । আপনারাও চাইলে ক্রোম ব্যবহার করতে পারেন অথবা পছন্দমত অন্য যেকোনো ব্রাউজারে করতে পারেন ।
সবার প্রথমে ক্রোম ওপেন করে নিয়ে ক্রোমে থাকা ক্রোম ওয়েব স্টোর এ চলে যেতে হবেঃ
এরকম ইন্টারফেজ দেখতে পাবেন !
এখানে সার্চ করতে হবেঃ Off Record History
সার্চ করলে এরকম একটা এক্সটেনশন দেখতে পাবেন !
এটায় ক্লিক করে Add to Chrome করে দিন
এবার Add Extension করে দিন
ব্যাস এক্সটেনশন টি ক্রোম এ যুক্ত হয়ে গেছে ।
এবার আসি মূল প্রোসেস এ
এবার এক্সটেনশন আইকনে ক্লিক করুন !
থ্রি ডট এ ক্লিক করে Manage Extension এ ক্লিক করুন
এক্সটেনশন সেটিংস থেকে Allow in Incognito অন করে দিন !
এবার একটি Incognito/Private ট্যাব ওপেন করুন !
আবারও এক্সটেনশন আইকন এ ক্লিক করুন
এবার এক্সটেনশন টি তে ক্লিক করুন
Edit এ ক্লিক করুন !
এবার 1 day তে ক্লিক করুন
যতদিনে জন্য History রাখতে চান সিলেক্ট করুন !
এবার সেভ করুন !
ব্যাস আপনার কাজ শেষ এবার আপনি প্রাইভেট ট্যাবে যাই ব্রাউজ করেন না কেনো সেভ হতে থাকবে !
History চেক করবেন কীভাবে
এটার জন্যেও আপনাকে আবার Incognito/Private ট্যাব ওপেন করতে হবে ।
আবারও একই পদ্ধতিতে এক্সটেনশন আইকনে ক্লিক করুন
এক্সটেনশনের নামের উপর চাপ দিলেই হিস্টরি দেখতে পাবেন ।
আশাকরছি খুব ভালো ভাবে বুঝতে পেরেছেন । কোনোকিছু না বুঝে থাকলে কমেন্টে জানান
তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।
The post এবার পিসির Incognito/Private ট্যাব এর ব্রাউজিং হিস্টোরিও সেভ হবে খুবই সহজে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/T2CJAsP
via IFTTT
No comments:
Post a Comment