আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালোই আছেন।
আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ইউনিক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।
আজকে আমি আলোচনা করব অফ পেজ এসিও বা ব্যাকলিংক নিয়ে, যেটাকে SEO এর ভাষায় অফ পেজ এসিও বলা হয়।
অন পেজ এসিও জরুরি হলেও, অফপেজ এসিও ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ রেংকিং এ ভূমিকা রাখে।
চলুন জেনে নিই অফ পেজ এসিও কিভাবে কাজ করে:
আপনার ওয়েবসাইটের ডোমেইন এর ট্রাস্ট এবং অথরিটি বৃদ্ধি করে, আপনার ওয়েবসাইট কে রেংকিংয়ে এগিয়ে নিয়ে যায়।
ওয়েবসাইট বেস্ট কিছু রাঙ্কিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে গুগলে রেংক করে। তার মধ্য অফ পেজ এসিও এবং একটিভ ডোমেইন অথরিটি উল্লেখ্য। আপনার ওয়েবসাইট এর অথরিটি ফ্রিতে সেমরাস অথবা Moz.com থেকে চেক করতে পারেন।
এটা হতে পারে বিভিন্ন ওয়েব সাইটে, অ্যাকাউন্ট তৈরি করে আপনার নিজস্ব ওয়েবসাইটের লিংক প্রোফাইলে দিয়ে, বা গেস্ট পোস্ট এর সাহায্যে।
আজকে আমি আপনাদের মাঝে ৫ টি, হাই কোয়ালিটি অফ পেজ এসিও, বা ব্যাকলিংক ওয়েবসাইটের লিংক দিয়ে দেব।
অনেকেই এগুলো ফাইভারে বিক্রি করে,
Medium.com
Stackoverflow.com
Sites.google.com
এগুলা অনেক ব্যাসিক ব্যাকলিংক তবে পাওয়ার ফুল অনেক।
এবং খুব সহজে আপনারা আপনার নিউ ওয়েবসাইট বা ডেড ওয়েব সাইট র্যাংক করাতে পারবেন।
পরবর্তী টিউটোরিয়াল এ আমরা ব্যাক লিংক, SEO নিয়ে আরো বিস্তারিত জানবো।
সবাই ভালো থাকবেন ,
আল্লাহ হাফেজ
The post খুব সহজে রাংক করান ওয়েবসাইট! ৫ টি সেরা হাই কুয়ালিটি ব্যাকলিংক ফ্রিতে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/px1DiBL
via IFTTT
No comments:
Post a Comment