আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। iLovePDF অত্যন্ত সৃুন্দর একটি এ্যাপ আশা রাখি আপনাদের অনেক কাজে দিবে।
[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]
- প্রথমে PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন তারপর MT Manager দিয়ে এ্যাপটি Extract করে নিন। Extract করার পর একটি APKS ফাইল আসবে ওটা শুধু কনর্ভাট করে apk বানিয়ে নিন। আমার kill Signature করার পর প্রয়োজন হয়নি।
apk বানানোর পরে চলে যান MT Manager গিয়ে apk ফাইলে ক্লিক করে View করুন।
নিচ থেকে যেকোন একটি Classes.dex ফাইলে ক্লিক করুন।
তারপর Dex Editor Plus সিলেক্ট করুন।
এখন Select all & Ok করুন।
চলে যান Search ওপশনে, গিয়ে নিচে দেওয়া স্ক্রিনশটটি লক্ষ্য করে সেটিং গুলো দিয়ে দিন।
নিচে দুটি জায়গায় প্রিমিয়াম কোড দিতে হবে। দুটি কোড একই হবে।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করে কোড গুলো দিয়ে দিন। sget-object v0, Ljava/lang/Boolean;->TRUE:Ljava/lang/Boolean;
আবারো নিচের স্ক্রিনশট লক্ষ্য করে কোড গুলো দিয়ে দিন। sget-object v0, Ljava/lang/Boolean;->TRUE:Ljava/lang/Boolean;
কোড দেওয়া হয়ে গেলে সেভ করে বাহিয়ে এসে install করুন।
নিচে দেখুন প্রিমিয়াম হয়ে গিয়েছে।
(যদি কেউ মুড এ্যাপ নিতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করুন আমি পোস্ট করবো)
যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
The post iLovePDF প্রিমিয়াম বানিয়ে নিন একদম ফ্রিতে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/H86sFnQ
via IFTTT
No comments:
Post a Comment