আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজকে এমন একটি অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি আপনার Android ডিভাইসে যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন Virtual Machine এর মতো।
এই অ্যাপটি ব্যবহার করতে আপনার Android ডিভাইসে 3GB RAM (1GB of free RAM) থাকতে হবে।
অ্যাপটি download করুন। Vectras VM
অ্যাপ টি ইন্সটল করার পর নিচের লিঙ্ক এ গিয়ে আপনার পছন্দের অপারেটিং সিস্টেম এর ROM ফাইল download করে নিন।
তারপর অ্যাপ টি ওপেন করলে এমন ইন্টারফেস আসবে এখন আপনার download করা ROM ফাইলটি ইন্সটল করুন এবং import করুন। Import হতে বেস কিছুক্ষণ সময় লাগবে, প্রায় ১০ মিনিট।
তারপর এই ইন্টারফেস এ নিচের Play বাটন এ ক্লিক করুন এবং আপনার ইন্সটল করা ROM টি সিলেক্ট করুন।
কোনো কিছু বুঝতে অসবিধা হলে কমেন্ট করুন।
Edit: অ্যাপটির old ভার্সন নিয়ে পোস্টটি করলাম, এই old ভার্সন এ বেশি ফিচারস নেই।
Latest ভার্সন এখনও unstable তাই অ্যাপটির latest ভার্সন stable হলে সব ধরনের ফিচারস নিয়ে বিস্তারিত লিখবো।
The post Android ডিভাইসে যেকোনো Operating System ব্যবহার করুন (Virtual Machine on Android) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/LgbBPpF
via IFTTT
No comments:
Post a Comment