• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Sunday, March 31, 2024

    New

    আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই , আশা করি সকলেই অনেক ভালো আছেন । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাই , আমি চঞ্চল।

    আজকে যে বিষয় টি নিয়ে কথা বলব সেটি হলো যে কিভাবে আপনি Super Partition এ GSI ইন্সটল করবেন ।

    Gsi এর বিষয় আগের পোস্ট এ কিছু টা বলেছিলাম । এবং Dynamic Partition এ ইন্সটল করা দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে Super Partition এ করবেন ।

    Super Partiton কি?
    সুপার পার্টিশন হলো যেখানে মোবাইল এর মূল সিস্টেম ফাইল টা এবং কিছু প্রয়োজনীয় ফাইল থাকে।

    Super Partition এ কেনো ইন্সটল করবো?

    ডাইনামিক পার্টিশন এ ইন্সটল করলে সেটা আপনার স্টোরেজ এর মধ্যে একটা জায়গা নিয়ে সেখানে ইন্ডটল হয় এবং মূল সিস্টেম তো থেকেই যায়। নোটিফিকেশন থেকে রিস্টার্ট করে আবার ওই রম এ যাইতে হয় , ফোন রিস্টার্ট করলে আবার মূল এ সিস্টেম এ ফিরে আসে ।
    আর যদি সুপার পার্টিশন এ ইন্সটল করা যায় তাহলে সেটা পার্মানেন্টলি ইন্সটল হবে । মূল সিস্টেম ফাইল টা ডিলেট করে মূলত ওই gsi রম টি ইন্সটল করা হয় ।

    কি কি লাগবে ইন্সটল করতে :-

    ১। একটি gsi রম
    ২। ট্রেবল সাপোর্টেড মোবাইল
    ৩। একটা কম্পিউটার
    ৪। Adb
    ৫। Unlocked Bootloader
    ৬। স্টক রম এর vbmeta.img ফাইল অথবা কোনো empty vbmeta ফাইল (গুগল এ পেয়ে যাবেন)

    আর ইন্সটল করার আগে কিছু কথা :-

    অবশ্যই আগে dynamic partition এ ইন্সটল করে দেখে নিবেন ঠিক ভাবে gsi টা কাজ করে নাকি বুট হয় নাকি , আর ফোন এর ডাটা ব্যাকআপ রেখে নিবেন । আর ফ্ল্যাশ ফাইল টা ডাউনলোড করে রাখবেন যেন যদিও কোনো সমস্যা হয় আবার ফ্ল্যাশ করতে পারেন ।

    কিভাবে ইন্সটল করবো :

    প্রথমে ডেভেলপার অপশন থেকে usb debugging টা অন করে নিন । আর বুট লোডের আনলক না থাকলে আনলক করে ফেলুন ।

    এবার প্রথমে gsi রম টা এবং মূল রম এর vbmeta ফাইল টা একটা ফোল্ডার এ রাখুন । রম টার নাম system.img করুন । উইন্ডোজ ব্যবহার করলে ফাইল দুইটা adb এর ফোল্ডার এ রাখবেন ।

    এবার মোবাইল টা কম্পিউটার এর সাথে কানেক্ট করে নিন । তারপর tarminal ওপেন করুন , উইন্ডোজ ব্যবহার করলে আপনার Adb এর ফোল্ডার এ cmd ওপেন করুন ।

    লিনাক্স ইউজ করলে আর adb, fastboot ইন্সটল করা না থাকলে ইন্সটল করে নিবেন আর উইন্ডোজ হলে ডাউনলোড করে নিবেন ।

    sudo apt-get install adb
    sudo aot-get install fastboot

    এবার কমান্ড দিন adb reboot bootloader
    অথবা adb reboot fastboot

    তারপর দিবেন fastboot flash –disable-verity –disable-verification vbmeta vbmeta.img
    আর যদি ফাঁকা vbmeta ফাইল ইউজ করেন তাহলে দিবেন fastboot flash vbmeta vbmeta.img

    তারপর দিবেন fastboot erase system

    আবার দিবেন fastboot flash system system.img

    হয়ে গেলে এরকম টা দেখতে পারবেন ।

    এরপর ফোন টা recovery টা boot করে factory reset/userdata wipe করে নিবেন । নাহলে bootloop হবে। এরপর ও যদি অন না হয় তাহলে ফোন এর অরজিনাল vbmeta ফাইল টা flash করে নিবেন adb দিয়েই একই ভাবে ।

    আর যেকোনো সমস্যায় আমাকে মেসেজ দিতে পারেন । যতটুকু পারবো সাহায্য করবো ইনশাআল্লাহ ।
    Facebook

    Telegram

     

    The post এবার স্টক রম কে সরিয়ে GSI ইন্সটল করুন সুপার পার্টিশন এ । appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/v8mXL6x
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel