• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, October 6, 2022

    New

    ব্যাকলিংক হচ্ছে একটি প্রসেস বলতে পারেন। যারা এসইও নিয়ে স্টাডি করেছেন, তারা ভালো করেই জানেন এটি কি? ইন্টারনেটে হরহামেশা এ ওয়ার্ডটি শুনি কিন্তু আমরা অনেকে জানিনা এই বিষয়টা কি! আপনি যদি একজনা ব্লগার হয়ে থাকেন তাহলে এটা আপনাকে জানতে হবে🤬

    ব্যাকলিংকঃ

    একটি ওয়েবসাইটে আরেকটি ওয়েবসাইটের লিংক জুড়ে দিলেন কিন্ত এখনও ব্যাকলিংক হয়নি। যখন ঐ ওয়েবসাইটের ভিজিটর ঐ লিঙ্ক ক্লিক করে ঐ লিংক থেকে এই লিংকে প্রবেশ করবে কী হবে? একটি ব্যাকলিংক ক্রিয়েট হবে, যা দিবে ঐ ওয়েবসাইট। কাকে? এই ওয়েবসাইট কে। আর এই ওয়েবসাইটের মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে এবার বুঝে নিন..

    ব্যাকলিংক ও SEO এর মধ্যে সম্পর্ক।

    এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মগুলোর একটি ব্যাকলিংক। ব্যাকলিংক মূলত অফ পেইজ এসইও পদ্ধতি। একটি সাইট থেকে যখন আরেকটি সাইটে ব্যাকলিংক জেনারেট হয়, গুগল তার এলগরিদম এর মাধ্যমে তৎক্ষণাৎ বিষয়টি পড়ে ফেলে। যত বেশি ব্যাকলিংক ক্রিয়েট হবে, ব্যাকলিংকড সাইটটিকে তত বেশি ট্রাস্টেড মনে হবে গুগলের কাছে, গুগল তখন আপনার সাইটটিকে সার্চ ইঞ্জিনে হাইলি রিকমেন্ড করবে, ফলে আপনার ইন্ডেক্সিং আরও উপরের সারিতে হবে। এক কথায় সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এভাবেই ব্যাকলিংক ওয়েবসাইটে এর SEO তে ইম্পেক্ট ফেলে। যা কিনা ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য নিঞ্জা টেকনিক এর মতো কাজে দিবে🫠

    কীভাবে ব্যাকলিংক জেনারেট করবেন?

    ব্যাকলিংক জেনারেট করার কতিপয় উপায় আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার ও কার্যকরী উপায় হচ্ছে গেস্টরাইটিং/গেস্টব্লগিং যাই বলেন!

    গেস্টরাইটিংঃ যখন আপনি নিজের সাইটে একটি ব্লগ লিখেন তাকে কি বলেন, Own Blog? তাহলে যখন যেয়ে অন্য কোনও সাইট বা ব্লগে আপনার উইনিক কন্টেন্টটি পোস্ট করবেন তখন হয়ে যাবে গেস্টব্লগিং। পোস্ট এর মাঝখানে বা শেষের অংশে আপনার নিজস্ব ওয়েবসাইটের লিংক জুড়ে দিলেই ব্যাকলিংক জেনারেট হয়ে যাবে। সেই সাইটে যদি উচ্চসংখ্যক ভিজিটরদের আনাগোনা থাকে যারা আপনার ব্লগ প্রতিনিয়ত পড়ে যাচ্ছেন, তাহলে আপনি ভালো এমাউন্ট এর কিছু ব্যাকলিংক পেয়ে যাবেন আপনার সাইটের জন্য। তবে গেস্টব্লগিং করার সময় অবশ্যই সতর্কিত হতে হবে।

    গেস্টরাইটিং এর ক্ষেত্রে,

    ইউনিক কন্টেন্ট পোস্ট করতে হবে, নিজেরই তো ভেবে নিজের সাইটের কোনও ব্লগ পোস্ট করে দিলে, আপনার সাইটের এসইও তে নেগেটিভ ইম্পেক্ট ফেলবে!

    গুগল যখন সেম কন্টেন্ট একাধিক ওয়েবসাইটে লক্ষ করবে, তখন সে আর এটা গুরুত্ত্ব দিবেনা যে কোনটা নতুন কিংবা পুরানো। অপেক্ষাকৃত বেশি পপুলার সাইটটি এক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে। আমি নিজেও এরকম দুয়েকবার করেছি। বাট এই ফ্যাক্টটি জানার পর & সেটা এক্সপেরিমেন্ট করে দেখার পর তওবা কেটেছি! আর না।🫠 আপনিও যদি এরকম করে থাকেন! এবার একটু ঘুম থেকে উঠুন, আরেকটু লিখুন। ব্লগিংই হতে পারে আপনার পার্ট টাইম একটি ইনকাম সোর্স🖤

    এরকমই আরও পোস্ট পেতে ঘুরে আসুন এখান থেকে

    The post ব্যাকলিংক কি? কীভাবে এটি সাইটের ট্রাফিক বৃদ্ধি করে? গেস্টব্লগিং? appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/q2oNdIl
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel