• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, October 12, 2022

    New

    এই অ্যাপ টা নতুন রিলিজ হয়েছে, ডাউনলোড মাত্র ৫ হাজার। কিন্তু অ্যাপ টার কাজ বেশ পছন্দ হলো এবং বেশ কাজের, তাই শেয়ার করলাম।

    এই অ্যাপটার কাজ হলো নটিফিকেশনে আপনার পছন্দ মতো যেকোনো কিছু পিন করে রাখা যাতে আপনি যখন তখন শুধু নটিফিকেশন টান দিয়েই প্রয়োজনীয় জিনিস মনে রাখতে পারেন।

    ধরুন, আপনি আপনি কোনো ছবি বা নোট দেখলেন নেট ব্রাউজিং এর সময় আপনি সেখান থেকেই সরাসরি শেয়ার এ ক্লিক করে নটিফিকেশনে পিন করে রাখতে পারবেন।

    এমনকি “Share” অপশন আছে এমন যেকোনো কিছুই আপনি এই অ্যাপ এর মাধ্যমে নটিফিকেশনে সেভ করতে পারবেন।

    যেহেতু Ruppu অ্যাপ “draw-over-apps” না হয়ে শুধু মাত্র নটিফিকেশনে জায়গা দখল করে, তাই এটা ফোনের পার্ফম্যান্সে কোনো চাপ ফেলে না। ফলে লো-এন্ড ডিভাইসেও খুব ইজিলি চালাতে পারবেন।


    App name: Ruppu

    Size: 4 MB

    Link: Play Store

    MOD: কোনো মোড এর প্রয়োজন নেই, কারণ এটায় কোনো প্রকার কোনো এড নেই বা প্রিমিয়াম সাবস্কিপশন নেই, কারণ এটা Early Access এ রয়েছে এখনো।


    নিচের স্ক্রীনশট গুলো দেখুন, তাহলে হয়তো ধারণা আসবে স্পষ্ট। তারপর ই ভেবে দেখুন আপনার কোনো কাজে আসবে কিনা। ✌










    এইতো, এই পর্যন্তই।

    তবে ফেসবুক ও ইন্সটা এর প্রাইভেট প্রোফাইল বা গ্রুপের কোনো পোস্ট শেয়ার করলে শো করবে না, কারণ সেটায় লগিন এর প্রয়োজন পড়বে। যেহেতু অ্যাপটা এখনো ডেভেলপ এ রয়েছে, ভবিষ্যতে হয়তো এটাও যুক্ত করবে।

    ভালো থাকবেন। ☺

    The post Ruppu – নোটিফিকেশন প্যানেলে যেকোনো কিছু পিন করে রাখুন [New App] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/wjU7eca
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel