IF Function
If Function হলো একটি অসাধারন জিনিস।যা ধারা আপনি নিদিষ্ট কিছু নিদিষ্ট User দের দেখাতে পারবেন।এবং কিছু নিদিষ্ট User দের জন্য Hide ও করতে পারবেন।
তো চলুন দেখা যাক এটি কিভাবে ব্যবহার করবেন।
Wapka তে If Function চার প্রকার এর আছে।
1. IFEQ – If equal.
2. IFNE – If not equal.
3. IFGE – If getter then or equal to.
4. IFLE – If less then or equal.
এদের কিছু চিহ্ন আছে।
1. IFEQ = ‘=’
2. IFNE = ‘~’
3. IFGE = ‘>’
4. IFLE = ‘<'
1. IFEQ Example
#%VALUE(example).IFEQ(example).THEN(It’s true).ELSE(It’s not true)%#
এটি হলো অনেক একটি Function।এটি Value(example) যেখানে দেখছো আর IFEQ(example) যেখানে দেখছো যদি দুদি একি হয় তাহলে আপনি THEN এ যেটি সেট করবেন তা দেখাবে আর যদি দুটি একি না হয় তাহলে ELSE এ যেটা সেট করবেন সেটা দেখাবে।
এগুলো অনেক ভাবে ব্যবহার করতে পারবের।যেখান VALUE(example) আছে সেখানে GET(example) , VAR(example) etc. সেট করতে পারবেন।
2. IFNE Function
#%VALUE(example).IFNE(exam).THEN(It’s true).ELSE(It’s not true)%#
যেখানে VALUE(example) আছে আর যেখানে IFNE(exam) আছে যদি দুটি আলাদা হয় তাহলে THEN এ যেটা সেট করবেন সেটা দেখাবে।যদি মিলে যা তাহলে ELSE তে যেটা সেট করবেন সেটা দেখাবে।
3. IFGE Function
#%VALUE(25).IFGE(24).THEN(It’s true).ELSE(It’s false)%#
এই Function এ শুধু সংখ্যা ব্যবহার করতে পারবেন।যেখানে VALUE(25) আছে সেটা যদি IFGE যেটা আছে সেটা যদি বড় হয় তাহলে THEN এ যেটা সেট করবেন সেটা দেখাবে।আর যদি IFGE এটি VALUE বড় হয় তাহলে ELSE এ যেটা সেট করবেন তা দেখাবে ।যদি VALUE & IFGE সমান হয় তাহলে THEN এ যেটা সেট করবেন তা দেখাবে।
4. IFLE Function
#%VALUE(25).IFLE(30).THEN(It’s true).ELSE(It’s false)%#
যেখানে VALUE(25) আছে আর যদি IFLE সংখ্যাটি বড় হয় তাহলে THEN এ যেটা সেট করবেন সেটা দেখাবে ।যদি IFLE ছোট হয় তাহলে ELSE এ যেটা সেট করবেন।
Math Function
এটি হলো অসাধারন Math Function।এটি দ্বারা আপনারা যেকোনো সংখ্যার সাথে যোগ * বিয়োগ * গুন এবং ভাগ করতে পারবেন।Math Function চার প্রকার।
1. #%PLUS(numeric value)%# – Math function.
2. #%MINUS(numeric value)%# – Math function.
3. #%DIVIDE(numeric value)%# – Math function.
4. #%MULTIPLY(numeric value)%#
এগুলোর চিহ্ন আছে।
1. PLUS= ‘+’
2. MINUS= ‘-‘
3. DIVIDE= ‘/’
4. MULTIPLY=’*’
এগুলো ব্যবহার করার নিয়ম।
#%VALUE(যেকোনো সংখ্যা).PLUS(যেকোনো সংখ্যা).MINUS(যেকোনো সংখ্যা)%# আপনি চাইলে আরে .DIVIDE/MULTIPLY এড করতে পারবেন বা আপনি শুধু একটি করে এড করতে পারবেন।যেমনঃ #%VALUE(25).PLUS(25)%# এখানে দেখাবে 50।
এই ছিলো IF & Math Function ।আরো অনেক Function এর পর তা শেয়ার করবো।আজ এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।
The post Wapka এর IF & Math Function কিভাবে আপনার ওয়েবসাইটে ব্যবহার করে তা জেনে নিন⚔ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/aVfORPX
via IFTTT
No comments:
Post a Comment