• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, October 22, 2022

    New

    আসসালামু আলাইকুম।আশা করি আপনারা ভালো আছেন।আমি আল্লাহর রহমতে ভালো আছি।
    আপনারা মনে করতে পারেন যে আমি এতো তারাতাড়ি কিভাবে পোষ্ট করছি? আমার এসব আগে জিনিস আগে থেকেই জানা তাই অনেক তারাতাড়ি লিখতে পারছি।আপনার যদি মনে করেন যে আমি কপি পোষ্ট করছি তা ভুল কারন আমি যে পোষ্ট গুলো করছি তার Google বা ট্রিকবিডিতে আগে নেই।
    আজ আমি কথা বলবো Wapka এর If & Math Function নিয়ে।এটি প্রধানত Wapka User এর 20% User ই জানে।কারন ওয়াপকাতে এসব বোঝা একটু কঠিন।তাই আমি এই If & Math নিয়ে আলোচনা করবো।

    IF Function

    If Function হলো একটি অসাধারন জিনিস।যা ধারা আপনি নিদিষ্ট কিছু নিদিষ্ট User দের দেখাতে পারবেন।এবং কিছু নিদিষ্ট User দের জন্য Hide ও করতে পারবেন।

    তো চলুন দেখা যাক এটি কিভাবে ব্যবহার করবেন।
    Wapka তে If Function চার প্রকার এর আছে।
    1. IFEQ – If equal.
    2. IFNE – If not equal.
    3. IFGE – If getter then or equal to.
    4. IFLE – If less then or equal.
    এদের কিছু চিহ্ন আছে।
    1. IFEQ = ‘=’
    2. IFNE = ‘~’
    3. IFGE = ‘>’
    4. IFLE = ‘<'


    1. IFEQ Example
    #%VALUE(example).IFEQ(example).THEN(It’s true).ELSE(It’s not true)%#
    এটি হলো অনেক একটি Function।এটি Value(example) যেখানে দেখছো আর IFEQ(example) যেখানে দেখছো যদি দুদি একি হয় তাহলে আপনি THEN এ যেটি সেট করবেন তা দেখাবে আর যদি দুটি একি না হয় তাহলে ELSE এ যেটা সেট করবেন সেটা দেখাবে।
    এগুলো অনেক ভাবে ব্যবহার করতে পারবের।যেখান VALUE(example) আছে সেখানে GET(example) , VAR(example) etc. সেট করতে পারবেন।
    2. IFNE Function
    #%VALUE(example).IFNE(exam).THEN(It’s true).ELSE(It’s not true)%#
    যেখানে VALUE(example) আছে আর যেখানে IFNE(exam) আছে যদি দুটি আলাদা হয় তাহলে THEN এ যেটা সেট করবেন সেটা দেখাবে।যদি মিলে যা তাহলে ELSE তে যেটা সেট করবেন সেটা দেখাবে।
    3. IFGE Function
    #%VALUE(25).IFGE(24).THEN(It’s true).ELSE(It’s false)%#
    এই Function এ শুধু সংখ্যা ব্যবহার করতে পারবেন।যেখানে VALUE(25) আছে সেটা যদি IFGE যেটা আছে সেটা যদি বড় হয় তাহলে THEN এ যেটা সেট করবেন সেটা দেখাবে।আর যদি IFGE এটি VALUE বড় হয় তাহলে ELSE এ যেটা সেট করবেন তা দেখাবে ।যদি VALUE & IFGE সমান হয় তাহলে THEN এ যেটা সেট করবেন তা দেখাবে।
    4. IFLE Function
    #%VALUE(25).IFLE(30).THEN(It’s true).ELSE(It’s false)%#
    যেখানে VALUE(25) আছে আর যদি IFLE সংখ্যাটি বড় হয় তাহলে THEN এ যেটা সেট করবেন সেটা দেখাবে ।যদি IFLE ছোট হয় তাহলে ELSE এ যেটা সেট করবেন।

    Math Function

    এটি হলো অসাধারন Math Function।এটি দ্বারা আপনারা যেকোনো সংখ্যার সাথে যোগ * বিয়োগ * গুন এবং ভাগ করতে পারবেন।Math Function চার প্রকার।
    1. #%PLUS(numeric value)%# – Math function.
    2. #%MINUS(numeric value)%# – Math function.
    3. #%DIVIDE(numeric value)%# – Math function.
    4. #%MULTIPLY(numeric value)%#
    এগুলোর চিহ্ন আছে।
    1. PLUS= ‘+’
    2. MINUS= ‘-‘
    3. DIVIDE= ‘/’
    4. MULTIPLY=’*’
    এগুলো ব্যবহার করার নিয়ম।
    #%VALUE(যেকোনো সংখ্যা).PLUS(যেকোনো সংখ্যা).MINUS(যেকোনো সংখ্যা)%# আপনি চাইলে আরে .DIVIDE/MULTIPLY এড করতে পারবেন বা আপনি শুধু একটি করে এড করতে পারবেন।যেমনঃ #%VALUE(25).PLUS(25)%# এখানে দেখাবে 50।
    এই ছিলো IF & Math Function ।আরো অনেক Function এর পর তা শেয়ার করবো।আজ এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

    The post Wapka এর IF & Math Function কিভাবে আপনার ওয়েবসাইটে ব্যবহার করে তা জেনে নিন⚔ appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/aVfORPX
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel