যদি জিরো থেকে হিরো হতে চান আছে ভাইরাল ভাই গানের এই লাইনটির মতো অনেকে রাতারাতি ভাইরাল হতে দারস্ত হচ্ছেন সামাজিক যোগাযোগ এর মাধ্যমের দ্বারে।
ভাইরাল হওয়ার এই দৌড়ে কেউ জিরো থেকে হিরো বুনে যাচ্ছেন আবার কেউবা এক ক্লিকেই মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন।
বর্তমানে সবার হাতেই স্মার্টফোন ছোট্ট শিশুরা পর্যন্ত স্মার্টফোনে তাদের পছন্দের কার্টুন দেখেন! তবে ধরুন হঠাৎ এই ফোনে চালাতে চালাতে আপনার অবুঝ শিশুটির সামনে অশুভন কোন ভিডিও চলে আসলো তখন ঠিক কি করবেন?
সোশ্যাল মিডিয়ায় ছবি বা কোন গান বিকৃত করে ভাইরাল হতে কত সেকেন্ড বা দরকার? উদ্দেশ্য একটাই ভাইরাল হতেই হবে।
অশ্লীল গালাগালি কোন ব্যক্তি বিশেষ কে নিয়ে নোংরা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিফাতুল্লাহ ওরফে সেফুদা।
একটু নজর দিতে চাই হিরো আলমের দিকে।
রবীন্দ্র সংগীতের বিকৃত করে ভাইরাল হলেন দেশি-বিদেশি গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠলেন।
ভাইরালের তালিকায় বাদ যাননি অভিনেত্রী ইলোরা গহর তার আপত্তিকর ভাষায় এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে এসবের মাঝে ভাইরাল হওয়ার জন্য অন্য পন্থা বেছে নিচ্ছেন অনেকে, ভিউ বাড়ানোর জন্য পাবলিক প্লেসে মানুষের অজান্তেই তাদের গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন ইন্টারনেটে! এ ব্যাপারে কতটুকু সচেতন সাধারণ মানুষ?
ভাইরাল হওয়ার তীব্র নেশায় আসক্ত বর্তমান সমাজের পরিণাম কোথায় গিয়ে ঠেকছে? এবং এ থেকে পরিত্রান পাওয়া আদৌ কি সম্ভব?
এরকম প্রশ্ন ছিল এক মনোস্তাত্তিক এর কাছে।
তিনি যা বলল- এরা এমন এমন সামাজিক যোগাযোগের মাধ্য দিয়ে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য বা নিজেকে প্রমিমেন্ট হওয়ার জন্য, যেটি পরবর্তীতে তার কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে হয়তো সে এখন বুঝতে পারছে না।
ইভেন পাঁচ সাত বছরের বাচ্চারাও আমার কাছে এসেছে বাচ্চাটা হঠাৎ করেই কেমন জানি আচরণ করে এর কারণ হলো এরকম বাজে কনটেন্ট যখন তার সামনে চলে আসে সেও কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন।
তো যারা গার্জেন আছি তারাও কিন্তু আমাদের সন্তানদেরকে এটা মাঝেমধ্যে বোঝাতে পারি, এগুলোকে বর্জন করতেই হবে।
ভাইরাল হতে গিয়ে কি মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে না? সমাজেই বা এসবের গ্রহণযোগ্যতা কিভাবে পাচ্ছে? সেটি এখনই ভাবার উপযুক্ত সময়।
পাঁচটি সেরা বাংলা নাটক- দেখতে বসলে উঠার উপায় নেই!
The post ভিউ বাড়াতে পারমিশন ছাড়াই গোপন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/60KTpbM
via IFTTT
No comments:
Post a Comment