• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, October 14, 2022

    New

    আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
    আজকে নিয়ে আসলাম HSC শিক্ষার্থীদের জন্যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে।

    বিষয়ঃ সংখ্যা ভিত্তিতে ক্যালকুলেটর এর ব্যবহার

    Note : যারা জানেন তারা পোস্ট টি স্কিপ করতে পারেন

    যারা আইসিটি পড়ছেন, তারা জানেন, HSC পরীক্ষায় সংখ্যা পদ্ধতি অংশ থেকে সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন আসে।
    তো সেখানে একটি কমন প্রশ্ন বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যার মধ্যে রুপান্তর, অর্থাৎ বাইনারি থেকে অক্ট্যাল,বাইনারি থেকে ডেসিম্যাল, ডেসিম্যাল থেকে অক্ট্যাল ইত্যাদি।

    তো এই সংখ্যা পদ্ধতির রুপান্তর সৃজনশীল এ আসলে তা বইয়ের নিয়মেই সমাধান করলে হয়ে যায়, কিন্তু বহুনির্বাচনি তে আসলে তা বইয়ের নিয়মে সমাধান করা সময়সাপেক্ষ ব্যাপার।

    তো সেজন্যে Calculator এ কিভাবে রুপান্তর করা যায়, তাই আজকে আমরা দেখবো।

    পদ্ধতি

    1. প্রথমেই ক্যালকুলেটর ON করে নিন। তারপর MODE বাটনে ২-৩বার প্রেস করুন, যতক্ষন স্ক্রিনে BASE অপশন দেখছেন না।

    2. BASE Mode দেখতে পেলে থামুন, 3 প্রেস করে Base Mode এক্টিভ করুন, অথবা আপনার ক্যালকুলেটর এ অন্য সংখ্যা দেখালে ওটা প্রেস করুন।


    3. এবার আপনি কোন সংখ্যা পদ্ধতি থেকে রুপান্তর করবেন তা সিলেক্ট করুন, স্ক্রিনশট এ যে চারটি বাটন দেখছেন তাই কাজে লাগবে,
    DEC= Decimal (দশমিক)
    HEX = Hexadecimal
    OCT= Octal
    BIN= Binary

    4. এবার প্রশ্নের সংখ্যাটি দিন, সেটা কোন ভিত্তির সেই বাটন প্রেস করে ইকুয়েল (=) দিন। তাহলে আপনার ইনপুট টি হয়ে যাবে

    5. এবার আপনার ইচ্ছামত সংখ্যা ভিত্তিতে রুপান্তর করুন, ওই নির্দিষ্ট চারটি বাটন প্রেস করে।

    6. এছাড়াও এই MODE ব্যবহার করে আপনি বিভিন্ন সংখ্যা ভিত্তির যোগ বিয়োগের কাজও করতে পারবেন।

    তো আজ এতটুকুই, ভালো রেসপন্স পেলে ইনশাআল্লাহ আগামিতে Scientific Calculator বিষয়ে আরো পোস্ট লিখবো।

    যাদের সামান্য টুকু কাজে আসবে বলে মনে হয় তাদের সাথে এই পোস্ট টি শেয়ার করুন।
    আল্লাহ হাফেজ।

    ফেসবুকে আমি

    The post HSC ICT- সংখ্যা ভিত্তিতে Calculator এর ব্যবহার appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/cXKH0tz
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel