• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, October 12, 2022

    New

    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন।

    আজ আমি গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে পোস্ট করব সেটাা হলো কিভাবে কীভাবে আসল এবং নকল মোবাইল চিনবেন। বিষয়টি তাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ যারা আনঅফিশিয়াল বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন বা কিনবেন বলে ভাবছেন।

    ফোন সম্পর্কে ধারনা কম থাকলেও আপনি এই ট্রিক গুলো এপ্লাই করে সহজেই একটি আসল এবং নকল ফোন চিনতে পারবেন

    তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক।

    ১। মোবাইল ডিজাইনঃ আপনি যেই মডেলের ফোন টি কিনতে চাচ্ছেন সেই ফোনটি একটি অরিজিনাল কপি দেখে নিন। আসল ফোন এবং কপি ফোনের ডিজাইন কখনোই এক হবে না। কপি ফোনে লো কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। তাই এটা কখনোই আসলের মত হবে না।

    ২। পার্ফম্যান্স চেকঃ আসল ফোনের সাথে নকল ফোনের আর একটি যেই বিষয় টি আপনার চোখে পড়বে সেটি হলো পার্ফম্যান্স। নকল ফোনে বিভিন্ন এপ ওপেন করার সময় দেখবেন এপ গুলো স্লোলি ওপেন হচ্ছে। এমন টি হলে বুঝবেন ফোনটিতে কোন সমস্যা আছে।

    3। IMEI: আপনি যেই ব্রান্ডের ফোন কিনতে চাচ্ছেন সেই ব্রান্ডের ওয়েবসাইটে গিয়ে imei টি চেক করে দেখবেন। আসল হলে ফোনের সব তথ্য পেয়ে যাবেন। বিঃদ্রঃ imei চেক করার অনেক সাইট আছে। imei check লিখে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ফোনের imei দেখতে ডায়াল করুন *#06#

    ৪। CPU Check: cpu-z নামে এপটা প্লে স্টোর থেকে ইনস্টল দিন। সেখানে যেই তথ্যগুলো পাবেন তা আসল ফোনের সাথে মিলিয়ে নিন।

    ৫। phone tester: Phone tester এপটি প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে ফোনটি যাবতীয় ফাংশন গুলো চেক করে নিন।

    ৬৷ Geekbanch score check: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি। কপি ফোন কখনোই এই পরিক্ষায় পাশ করতে পারবে না।Geekbanch ফোনে একসাথে৷ অনেকগুলো প্রোগ্রাম রান করে প্রসেসরের ক্ষমতা পরিক্ষা করে। নকল৷ ফোনে যেহেতু নিম্নমানের প্রসেসর ব্যবহার করা হয়। তাই কপি ফোনের সাথে আসল ফোনের geekbanch স্কোর আকাশ পাতাল পার্থক্য হবে। তাই আপনি যেই ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনর geekbanch স্কোর অনলাইন বা ইউটিউব থেকে দেখে নিন।
    প্লে স্টোরে geekbanch লিখে সার্চ দিলেই এপটি পেয়ে যাবেন। সেই এপটি কাংখিত ফোনটিতে ইনস্টল দিয়ে স্কোরটি দেখে নিন।

    আশা করা যায় এই কয়টি পরিক্ষা করলে আপনি খুব সহজেই আসল এবং নকলের মধ্যে পার্থক্য করতে পারবে।

    তো আজ এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই সুস্থতা কামনা করছি।
    আসসালামু আলাইকুম

    The post কপি এবং আসল ফোন চিনবেন কীভাবে। কপি ফোন চেনার নিনজা টেকনিক appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/BHSIZXj
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel