পর্ব ১৮
আসসালামু আলাইকুম! ডিজিটাল কারেন্সী শিক্ষা পর্ব ১৮ তে স্বাগতম।
আগের পর্বে আলোচনা করেছি কিভাবে
etherscan দিয়ে একটা individual wallet এবং transaction এর data দেখতে হয়।
আজকের পর্বে আজকের পর্বে আলোচনা করবো etherscan দিয়ে কিভাবে token এর analysis করবেন!
প্রথমে etherscan.io সাইটে visit করুন।
এরপর আপনি search bar এ যেকোন একটা token এর নাম লিখুন।
আমি যেমন লেখলাম HashAI
এতে এই টোকেন এর সব info সামনে চলে আসবে।
hashai token
overview তে দেখতে পাচ্ছি।
এটার total supply 1 billion
এটার কতজন holder সেটাও দেখা যাচ্ছে।
market option এ
এটার বর্তমান দাম
marketcap ও supply marketcap দেখা যাচ্ছে।
marketcap ও supply বুঝতে এই article টি দেখুন।
একটু নিচেই বিভিন্ন ধরনের লেনদেন দেখা যাচ্ছে
যেমন
swap: সেই token/coin এ অন্য মুদ্রায় রুপান্তর যেমন hashai>usdt!
Transfer:
এছাড়াও আছে Holders :
এখানে এই token এর
সবরকম holder ratio দেখা যাচ্ছে।
pie chart আকারে।
আরেকটু নিচে scroll করলে আপনি দেখতে পাবেন বিস্তারিত address সহ।
কে কত % hold করে আছে।
ফান্ডামেন্টাল analysis করার সময় মুলত এটাই গুরুত্বপূর্ণ।
কারন team/developer যদি খুব বেশি 10%-15% token hold করে তাহলে এটা বিপদজনক।
কারন এরা চাইলেই আপনার উপর dump করতে পারে।
মানে সব sell দিয়ে token price crash করতে পারে।
এবং সাথে liquidity locked থাকে কিনা সেটাও check করা উচিত।
Token analysis করার সময় যেসব জিনিস মুলত দেখতে হয়ঃ-
১) supply যত কম তত ভালো।
২) holder যত বেশি তত ভালো |
১০০০-২০০০ holder অর্থ তেমন hype নাই।
৩) token এর contract verified হতে হবে।
৪)token এর নিয়মিত transaction হতে হবে যেমন 1-2 মিনিট পর পর এতে বোঝা যায় নিয়মিত লেনদেন হচ্ছে।
৫) token এর contract address সঠিক সেটা ঠিক কিনা।
অনেক সময় coinmarketcap এ ভুল দেয়া থাকে।
আজকে এ পর্যন্তই
আগামী পর্বে আমরা ইনশাল্লাহ নতুন আরেকটা টুলস এর ব্যবহার শিখবো।
আমার অন্যান্য পোস্ট
নতুন কিছু শিখতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
Join করুন আমার telegram channel এ।
এখানে আমি Airdrop Earning শেয়ার করে থাকি।
The post পর্ব ১৮ etherscan দিয়ে token দেখা। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/B4AEaij
via IFTTT
No comments:
Post a Comment