• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, August 2, 2024

    New

    আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার?

     

    আশা করি আপনারা সবাই ভাল আছেন!

     

    আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, Audacity এর জন্য ফ্রি একটি AI Audio Plugin !

    সত্যি কথা বলতে এই AI Audio Plugin টা আপনার মাথা ঘুরিয়ে দিবে।

     

    কেন? কারণ এর মধ্যে রয়েছে অনেক অনেক ফিচার।

    যা আপনারা হয়তো কোন প্রিমিয়াম AI Plugin এর মধ্যে ব্যবহার করে থাকেন। তা কিন্তু এর মধ্যে একদম ফ্রি।

    তাই আজকের এই পোস্ট আপনাদের জন্য, বা একজন কনটেন্ট ক্রিয়েটর এর জন্য আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে।

     

    Audacity কি ?

    Audacity হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার অডিও রেকর্ড করতে পারবেন। এবং এটি একটি ফ্রি সফটওয়্যার। উইন্ডোজ এবং ল্যাপটপ ব্যবহারকারীরা এই সফটওয়্যারটি একদম ফ্রিতে ডাউনলোড করে কোন টাকা ছাড়াই ব্যবহার করতে পারে।

    Audacity সফটওয়্যার ডাউনলোড করতে https://ift.tt/kv3bPc5 এই ওয়েব সাইটে চলে যান।

    আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি প্লাগিন এর প্রসেস থেকে আপনাদেরকে সবকিছু দেখাবো।

    কিন্তু তার পূর্বে আমরা জেনে নেব এই প্লাগিন এর মধ্যে কি কি ফিচার রয়েছে!

    AI Plugin ফিচার সমূহঃ 

    ১। AI Noise Suppression

    ২। AI Vocals & Music Separation

    ৩। Music Generation With AI

    ৪। AI Audio Transcription & Translation

    তো আপনি এখন হয়তো বা বুঝে গেছেন যে এই প্লাগিনে কতগুলো প্রিমিয়াম ফিচার  একদম ফ্রিতে পাচ্ছেন।

    আর এই ফিচারগুলো কিভাবে কাজ করে, তা হয়তো বা আমি আপনাদেরকে এই পোস্টের মধ্যে একদম দেখাতে পারবো না।

    মানে একবারে সবগুলো দেখাতে পারবো না।

    তবে আমি জানি যারা আগে থেকে Audacity ব্যবহার করেন, তারা হয়তো খুব সহজেই এই ফিচারগুলো মানে এই প্লাগিন টি ব্যবহার করতে পারবেন।

     

    তো চলুন এবারে আমরা দেখে নেই কিভাবে এ প্লাগিনটি ডাউনলোড করব! 

    ডাউনলোড করার জন্য সবার প্রথমে এখানে ক্লিক করুন।

     

    আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে।

    এবারে একটু নিচে স্ক্রল করে নামুন ।

    এখানে যেটা মার্ক করে দিয়েছি  সেখানে ক্লিক করে প্লাগিন টি ডাউনলোড করে নিন।

    ডাউনলোড করার পরে এই প্লাগিনটি আপনাকে ইন্সটল করে নিতে হবে ।

    এর পরে আপনাকে আপনার Audacity Software টি চালু করে নিতে হবে।

    চালু করার পরে আপনাকে Edit এর মধ্যে ক্লিক করতে হবে , এর পর আপনাকে  Preferences এর মধ্যে ক্লিক করতে হবে।

    এরপর নিচে আপনি Modulus এর অপশন দেখতে পারবেন।  সেখানে ক্লিক করুন এবং একটু নিচের দিকে স্ক্রল করুন।

    এখানে আপনি নিচে  mod – openvino দেখতে পারবেন। সে বক্সের মধ্যে ক্লিক করে এটা কি এনাবেল করে দেন।

    এবার আপনার কাজ শেষ।

    আপনি আপনার প্লাগিনটি ইন্সটল করতে পেরেছেন। এবারে আপনার অডিওসিটি কেটে দিয়ে আবারো ওপেন করেন।

    এখন যদি আপনি ,  Effect , Analyze , Edit এই অপশন গুলোর মধ্যে যান তাহলে আপনি আপনার OpenVINO Ai Plugin দেখতে পারবেন।

    এই পোস্টে আমি শুধু আপনাদের সাথে, OpenVINO Ai Plugin কিভাবে ইন্সটল করতে হয় তার প্রসেসটা দেখিয়েছি।

    সামনের পোস্টে আমি এই প্লাগিনের প্রত্যেকটা টুলস এর কাজ আপনাদের এক এক করে বুঝিয়ে দিব।

    যাতে করে খুব সহজে আপনারা এই প্ল্যানটি ব্যবহার করতে পারেন।

    আর যারা আগে থেকেই Audacity ব্যবহার করেন, তাদের আশা করি যে কোন কিছুই জানার প্রয়োজন পড়বে না।

    তারা খুব সহজেই  সফলভাবে নিজেরাই OpenVINO Ai Plugin বুঝে নেবেন।

     

    তো আজকের পোস্ট এতোটুকুই ছিল। দেখা হচ্ছে অন্য কোন পোস্ট।

    আর যারা আমার টেলিগ্রাম এখনো জয়েন করেন নাই,

    তারা নিচে দেওয়া লিঙ্ক থেকে  জয়েন করে নেবেন।

    আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন লিংক. 

     

    The post একদম ফ্রিতে Audacity এর জন্য নিয়ে নিন AI Audio Plugin ! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/qPfGgzt
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel