আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন?
আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছেন।
অনেক দিন পর নতুন একটা পোস্ট নিয়ে আসলাম। আজকের পোস্টে দেখাবো যে কিভাবে কোনো রুট ছাড়া ফোনের সিস্টেম অ্যাপস ডিলেট করে , স্টোরেজ খালি করবেন। ডিলেট করা অ্যাপস চাইলে পুনরায় রিকভার করতে পারবেন। আর হ্যা, এক ক্লিকেই অপ্রয়োজনীয় অ্যাপস গুলো ডিলেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক!
প্রথমেই এই দুইটি অ্যাপ ডাউনলোড করে নিবেন।
এরপর সেটিংস থেকে ডেভলপার অপশন চালু করে নিন।
না পারলে নিচের স্ক্রীনশট অনুসরণ করুন।
7-8 বার ক্লিক করলেই ডেভলপার অপশন চালু হবে।
এখন Shizuku অ্যাপটি ওপেন করুন ।
“Pairing” এ ক্লিক করে ডেভলপার অপশন সিলেক্ট করুন।
“Wireless Debugging” ক্লিক করে এলাও দিন।
” Pairing device with pairing code” এ ক্লিক করি।
কোডটি টাইপ করি।
“Start” বাটনে ক্লিক করি।
এইবার Centa অ্যাপটি ওপেন করুন।
সিস্টেম অ্যাপসসহ বাকি অ্যাপস ও দেখতে পারবেন। যে অ্যাপস গুলো ডিলেট করবেন তা সিলেক্ট করে ডিলেট অপশনে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে।
ভুল করে বা ডিলেট করার পর , কোনো অ্যাপ পুনরায় ডাউনলোড করতে চাইলে এইখানে থেকে সেটি ডাউনলোড করতে পারবেন।
এইখান থেকে কিছু সিস্টেম অ্যাপস রিকমান্ড করে, চাইলে সেগুলোও ডিলেট করতে পারেন। তবে ওই অ্যাপস গুলো ডিলেট করার পর ফোনের কিছু কিছু সেটিং বা ফাংকশন কাজ করবে না।
যে সিস্টেম অ্যাপসগুলোতে Unsafe, Advanced, Expert, …, লেখা আছে এগুলো ডিলেট করবেন না, এগুলো ডিলেট করলে ফোন ঠিকমতো নাও কাজ করতে পারে।
এভাবে আপনারা চাইলে ফোনের সিস্টেম অ্যাপস এক ক্লিকেই ডিলেট বা রিস্টোর করতে পারবেন। পোস্ট টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। এর আগেও ট্রিকবিডিতো এই নিয়ে পোস্ট পোস্ট ছিল কিন্তু ঐটার চেয়ে এটা আরো ইজি প্রসেস।
আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই, আবার ও কথা হবে নতুন কোনো পোস্টে। খোদা হাফেজ .
আমাদের টেলিগ্রাম চ্যানেল
এখানে প্রতিনিয়ত সকল প্রিমিয়াম একাউন্ট/ অ্যাপস এর গিভওয়ে করা চাইলে জয়েন করতে পারবেন।
The post এক ক্লিকেই ফোনের সিস্টেম অ্যাপস ডিলেট করুন খুব সহজেই!🔥 appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/8sMtvaK
via IFTTT
No comments:
Post a Comment