• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, August 20, 2024

    New

     

    আসসালামুআলাইকুম।

    দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন । প্রত্যেক ছাত্র – ছাত্রী ভাই ও বোনদের কে সতর্ক থাকতে বলব।
    দীর্ঘ ৭ দিন ইন্টারনেট ব্লাক-আউট থাকার পর শুধু মাত্র ব্রডব্যান্ড এ ইন্টারনেট দেয়া হয়েছে। যা খুবই ধীরগতির। অনেক ক্ষেত্রে দেখা গেছে ২০০ কিলোবাইট / সেকেন্ড এরও নিচে। অনেকেই ইতোমধ্যে নানা ধরনের Virtual Private Network এর বিভিন্ন এপপ ব্যবহার করছেন গতি বৃদ্ধির জন্য। অনেক ক্ষেত্রেই তা ভালো ফলাফল দিচ্ছে। তবে সবচেয়ে ভালো ফলাফল এবং ইজি টু ইউজ এই পর্যন্ত Warp এ পাওয়া গেছে যা ক্লাউডফ্লেয়ার এই তৈরি।

    চলুন জেনে নেয়া যাক Cloudflare Warp কী?

    Cloudflare Warp হলো একটি VPN (ভিপিএন) সেবা যা Cloudflare দ্বারা প্রদান করা হয়। এটি মূলত ইন্টারনেট সংযোগের নিরাপত্তা ও গোপনীয়তা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে।

    Cloudflare Warp এর মূল বৈশিষ্ট্য:

    • নিরাপত্তা: Warp আপনার ইন্টারনেট ট্রাফিককে এনক্রিপ্ট করে, যা আপনার ডেটা হ্যাকারদের কাছ থেকে রক্ষা করতে সহায়তা করে। এটি আপনার অনলাইন কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে।
    • গোপনীয়তা: Warp আপনার ইন্টারনেট ব্যবহারের লগ সংরক্ষণ করে না, ফলে আপনার ব্রাউজিং ইতিহাস গোপন থাকে এবং তৃতীয় পক্ষের নজরদারি থেকে মুক্ত থাকে।
    • দ্রুত গতি: Warp এ সংযুক্ত হলে, আপনার ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে কারণ Cloudflare-এর বিশাল সিডিএন (কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক) এর সুবিধা আপনি গ্রহণ করতে পারেন।
    • সহজ ব্যবহার: Warp ব্যবহার করা অত্যন্ত সহজ। এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে পাওয়া যায়, যা Android এবং iOS উভয় প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ।
    • বিনামূল্যে সেবা: Warp এর বেসিক সংস্করণ সম্পূর্ণরূপে বিনামূল্যে। যদিও Warp-এর একটি প্রিমিয়াম সংস্করণও রয়েছে, যা Warp+ নামে পরিচিত এবং এটি আরও উন্নত পারফরম্যান্স প্রদান করে।

    Cloudflare Warp এর পরিচিতি:

    1. প্রতিষ্ঠান: Cloudflare একটি ওয়েব সিকিউরিটি কোম্পানি যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ওয়েবসাইটের নিরাপত্তা, পারফরম্যান্স উন্নয়ন এবং ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস) অ্যাটাকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
    2. প্রযুক্তি: Warp সেবা ২০২০ সালে চালু হয়। এটি Cloudflare এর মূল প্রযুক্তি ব্যবহার করে, যেমন তার বিশাল সার্ভার নেটওয়ার্ক যা সারা বিশ্বে ছড়িয়ে আছে।
    3. নির্মাণ লক্ষ্য: Warp এর লক্ষ্য হলো ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দ্রুত ও নিরাপদ ইন্টারনেট অভিজ্ঞতা প্রদান করা।

    Cloudflare Warp একটি শক্তিশালী সরঞ্জাম যা ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সহায়তা করে, এবং এটি ব্যবহার করা খুবই সহজ।

    Warp Installation পদ্ধতি খুবই সহজ তাই এই পোস্টে তা উল্লেখ করছি না।

    চলুন আমরা মূল টপিকে চলে যাই। আমরা সাধারনত যেটা ফ্রি ব্যবহার করি সেটাকে বলা হয় Warp আর যখন এটার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি তখন এটাকে বলা হয় Warp + এবং যখন এটার এন্টারপ্রাইস এডিশন ব্যবহার করি তখন তাকে Zero Trust নামে ডাকা হয়।

    আপনারা নিশ্চয় জেনে থাকবেন প্রিমিয়াম এবং এন্টারপ্রাইজ লেভেল এর প্রোডাক্ট ব্যবহারে সেটা ক্রয় করতে হয়। যদিও পাইরেসির যুগে অনেক ভাবেই প্রযুক্তিপন্য গুলো বিনামূল্যে ব্যাবহার করা যায়, তবে অনেক ক্ষেত্রেই নিরাপাত্তার ঝুকি থাকে।
    তবে আজকের ট্রিক্স এ আপনাকে দেখাবো কিভাবে এন্টারপ্রাইজ এডিশন টা ফ্রিতে নিতে পারবেন কোনো প্রকার আর্থিক লেনদেন বা নিরাপত্তা ঝুকি ছাড়াই।



    • স্টেপ ১: আপনার ডেস্কটপে Warp ইনস্টল করা আছে আমি ধরে নিচ্ছী। ১মে Warp Software টি ওপেন করুন। নিচের ছবির মতো ইন্টারফেস আসবে। খেয়াল করুন এখানে শুধু Warp লেখা রয়েছে মানে এটি বর্তমানে ফ্রি বেসিক ভার্সনে রয়েছে।

    • স্টেপ ২: ওপেন করার পর নিচের মতো সাব ইন্টারফেস আসবে যা সিস্টেম ট্রে এর উপরে দেখা যাবে। এবার সেটিংস আইকনে ক্লিক করতে হবে।

     

    • স্টেপ ৩: নিচের মতো একটি অপশন ভেসে উঠবে এবং মার্ক করা Preference অপশনে ক্লিক করতে হবে। তার পর একটু উইন্ডো অপেন হবে।

     

     

    • স্টেপ ৪: এবার General এর আন্ডারে যে Device ID টি শো করছে সেটি ক্লিক করে কপি করে নিতে হবে।

    • স্টেপ ৫: তারপর Connection এর আন্ডারে Gateway DOH Subdomain নামের একটি বক্স দেখা যাবে এবং সেখানে কপি করা ডিভাইস ID টি পেস্ট করে সেভ এ ক্লিক করতে হবে।

    • স্টেপ ৬: সঠিক ভাবে আইডি টি সেটা করা হলে নিচের মতো করে Success লেখা শো করবে । তারপর OK তে ক্লিক করে আমরা পুনরায় Warp টি Open করলে নিচের মতো ছবি শো করবে।

    • স্টোপ ৭: বুমমম… আপনার ওয়ার্প টি Zero Trust হয়ে গেছে একদম বিনামূল্যে। তারপর সুইচটি তে ক্লিক করে আপনি কানেক্ট করলে আপনার লোকাল ইন্টারনেট Warp এর Zero Trust এ টানেলিং করবে বা কানেক্ট হবে এবং আপনার কানেকশন টি নিরাপদ হয়ে যাবে।

    আজ এই পর্যন্তই। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান এবং আপনারা চাইলে পরের পোস্টে কিভাবে ফ্রি তে আনলিমিটেড Warp Plus ডাটা কালেক্ট করবেন তা জানাবো। ধন্যবাদ সবাইকে।

    বি.দ্রঃ আজ ২৮ – ০৭ – ২০২৪ তারিখে মোবাইল ডাটা খুলে দেয়া হয়েছে। অনেকেরই স্পিড ইস্যু বা ইন্টারনেট চলবে না। চাইলে এই মেথডটি এপ্লাই করে দেখতে পারেন।

    The post ডেস্কটপে Cloudflare Warp এর প্রিমিয়াম Zero Trust এনাবল করুন একদম ফ্রি তে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/GtMHlUI
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel