• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, October 1, 2022

    New

    NFT Domain কি?

    ওয়েব টুতে যেমন .com ও .net জনপ্রিয়। ওয়েব থ্রিতেও .nft .crypto অনেক বেশি জনপ্রিয়তা পাবে, ধারণা করা যাচ্ছে।

    বর্তমানে .crypto .nft .x .wallet .bitcoin .dao .888 .zil ও .blockchain এই এক্সটেনশনগুলো এনএফটিতে অ্যাভেইলেবল রয়েছে।

    যেভাবে একটি NFT Domain ফ্রিতেই রেজিস্ট্রেশন করে নিবেন

    আপনারা Unstoppabledomains. com থেকে এনএফটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন।

    1. প্রথমে একটি ব্রাউজার ওপেন করে, আপনার টুইটার অ্যাকাউন্ট লগইন করুন। টুইটার একাউন্ট না থাকলে, নতুন করে একটি টুইটার একাউন্ট খুলে নিন।

    2. দ্বিতীয় ধাপে, সেম ব্রাউজার থেকেই UnstoppableDomains.com এ লগইন করুন। একাউন্ট না থাকলে, নতুন করে একটি একাউন্ট খুলে নিন।

    3. তৃতীয় ধাপে, সেম ব্রাউজার থেকে, https://t.ly/_Glr এই লিঙ্কে প্রবেশ করে, ভেরিফাই টুইটারে ক্লিক করুন। তারপর টুইটার এর সাথে কানেক্ট করুন। এখন আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম এর সাথে মিল করে, ফ্রীতে একটি .NFT ডোমেইন রেজিষ্ট্রেশন করার সুযোগ দিবে।

    এখন আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম এর সাথে মিল করে, ফ্রীতে একটি .NFT ডোমেইন রেজিষ্ট্রেশন করার সুযোগ দিবে।
    যদি আপনার Claim করতে চাওয়া ডোমেইন Name টি আপনার টুইটার ইউজারনেমের সাথে না মিলে তাহলে আপনি যে ডোমেইনটি নিতে চান সেই অনুযায়ী টুইটার ইউজারনেম চেঞ্জ করে ডোমেইন নেওয়ার পর আবারো আগের ইউজারনেম দিয়ে দিতে পারেন।

    টুইটারে যত ইচ্ছা তত Username চেঞ্জ করা যায়, so প্যারা নাই ।

    4. রেজিস্ট্রেশন শেষে, https://unstoppabledomains.com এ গিয়ে লগিন করে আপনার ডোমেইনটি ম্যানেজ করতে পারবেন।

    আর হ্যাঁ, ডোমেইন এর মেয়াদ পাবেন আজীবন। কখনো ডোমেইন রিনিউ করতে হবে না 🔥

    Here is the Proof:

     

    পোস্টটি প্রথম প্রকাশিত হয় Tech Help BD ফেসবুক গ্রুপে

     

    The post Unstoppable Domains থেকে ফ্রিতে একটি .NFT ডোমেইন রেজিষ্ট্রেশন করুন! 🥳 appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/AYFTZgv
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel