• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, September 7, 2022

    New

    আসসালামু আলাইকুম

    বর্তমানে সারা বিশ্বের সবচাইতে জনপ্রিয় ব্রাউজার google chrome কয়েকশো কোটি ব্যবহারকারী আছে এই ব্রাউজারে। সাম্প্রতিক এখানেই বাড়তেছে সাইবার অপরাধীদের চালাকি। ইদানিং ব্যবহারকারীদের তথ্য ছুটির ঘটনা ঘটেই চলছে।
    যেহেতু ব্রাউজারটি আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারী প্রায় সবাই ব্যবহার করি তাই আমাদের সবারই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানা দরকার।

    এছাড়াও ক্রমের সুরক্ষায় একাধিক গাফিলতি সামনে এসেছে গবেষকদের। এই ব্যাপারে ব্রাউজার ব্যবহারে সতর্কতা জারি করেছিল সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা।
    এর মধ্যেই সুরক্ষার জন্য নানা আপডেট পাঠাতে শুরু করেছে গুগল।
    ভার্সন 105.0.519 আপডেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীদের ডিভাইসের সুরক্ষার গাফিলতির সমাধান করছে জনপ্রিয় এই ওয়েব ব্রাউজার।

    গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্রোমিয়াম ইঞ্জিনিয়ার সমস্যার কারণেই সুরক্ষা গাফিলতি ধরা পড়ে। google ক্রোম ছাড়া ও মাইক্রো সফটওয়্যার এডজের মত জনপ্রিয় ও ব্রাউজার এই ইঞ্জিনের উপরে ভিত্তি করে চলে। যদিও আসলে কি সমস্যাটি হয়েছিল সেটা দেখা গিয়েছিল সে বিষয়ে খোলস করে কিছু জানায়নি টেক জয়েন গুগল ‌‌

    হ্যাকারদের থেকে বাঁচতে গুগল ক্রোম ব্রাউজার এখনই আপডেট করে নিন। এবং নিচের পদক্ষেপ গুলো মেনে চলার চেষ্টা করুন।
    ##
    নিয়মিত ব্রাউজার রিফ্রেস করুন। ব্রাউজার রিফ্রেস করার জন্য নির্দিষ্ট সময় রাখুন। সব সময় লগ আউট ও লগ ইন করুন এতে পাসওয়ার্ড সুরক্ষিত থাকবে ‌‌।

    ## নিয়মিত ক্রোম ব্রাউজার আপডেট করুন। যখনই আপডেট করার জন্য আপনার কাছে নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে ব্রাউজারটি আপডেট দিন ‌‌। পুরনো ব্রাউজার ব্যবহার করা থেকে বিরত থাকুন ‌ এতে ফিশিং এটাকের সম্ভাবনা ৬০ পার্সেন্ট থাকে ‌‌।

    ##পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না ‌। একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন।

    ## ক্রোম ব্রাউজারে সার্চ করার সময় সতর্ক থাকবেন। যেকোনো লিংকে ঢুকে যাবেন না হ্যাকাররা ফাঁদ পেতে বসে থাকে ‌‌‌‌।

    ##
    পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন। অনেক সময় দেখা যায় নিরাপদবিহীন ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ডিভাইস হ্যাক হয়ে যায়‌। তাই যেকোনো wi-fi ব্যবহার করবেন না।

    ##যেই কোন ওয়েবসাইট বা অপরিচিত ক্লিক করবেন না।

    ##ইমেইলে আশা অপরিবাহিত অন্য কারো দেওয়া অনেক রকম লিংক থাকে সেগুলো সতর্কভাবে ক্লিক করবেন

    ##এন্টি ভাইরাস সফটওয়্যার ইন্সটল করে রাখুন আপনার ডিভাইসে। এতে যে কোন ভাইরাস থেকে বাঁচতে পারেন।
    ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

    ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
    প্রযুক্তির নতুন নতুন আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন

    আরো পড়ুন
    [স্মার্ট ফোন একটুতেই গরম হয়ে গেলে করণীয়]
    [এন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন]
    😍😍

    [মাত্র ১৩ এমবির একটি অ্যাপ দিয়ে হবে এবার লাইভ স্ট্রিম স্কিন ভিডিও রেকর্ড এবং স্ক্রিনশট আরো অনেক সুবিধা]
    [ফ্রি আনলিমিটেড হোস্টিং নেওয়ার সবচাইতে সেরা সাইট]
    [মোবাইলে এই অ্যাপস গুলো নাই তো থাকলে এখনই মুছে ফেলুন না হলে বিপদে পড়তে পারেন]
    [আপনার ফেসবুক পেজের পোস্ট কপি হলে যেভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন]
    [নিয়ে নিন জাগো নিউজ ২৪ এর ওয়ার্ডপ্রেস থিম সম্পূর্ণ ফ্রিতে]
    [নিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য লাইক বাটন প্লাগিন]
    [অ্যাপ ছাড়া যেভাবে যে কোন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন]
    aa
    aa

    পোস্টটি পরার   জন্য ধন্যবাদ।

    আল্লাহ হাফেজ

    The post [most important]গুগল ক্রোম হ্যাকার থেকে বাঁচার উপায়।। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/uMKZtRG
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel