যদি মনে করেন যে আমি “https://gifyoutube.com/watch?v=cP7-Xh9JGiY&feature=youtu.be” এই পদ্ধতি সম্পর্কে বলবো, তাহলে ভুল ভাবছেন।
এই ট্রিকটা অনেক পুরোনো এবং এইটা নিয়ে ইতোমধ্যে ২টা পোস্ট আছে।
১ টা পোস্ট করেছিলেন ৭ বছর আগে ফরহাদ ভাই, আর কিছুকাল আগে ১টা পোস্টের অংশে শাকিব ভাই পোস্ট করেছিলেন।
কিন্তু এই ট্রিক টা আর কাজ করে না, সেটা হয়তো যারা ট্রাই করেছেন, তারা জানেন। আর যখন এটা কাজ করতো তখনও একটা সমস্যা ছিল যে লাইট-ওয়েট ব্রাউজারে কাজ করতো না।
নিচে আমি প্রমাণ দেখালাম।
যাইহোক,
আজ আমরা যে ওয়েবসাইটে গিয়ে ভিডিওর gif বানাবো সেটার নাম https://gifrun.com।
এটা সব ব্রাউজারেই কাজ করবে, লাইট-ওয়েট ব্রাউজারেও কাজ করবে। তবে যেসব ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না সেগুলো তে কাজ করবে না। যেমন- Opera Mini Classic (v1-8), UC Mini Classic (v1-3)
প্রথমে,
https://gifrun.com এ প্রবেশ করুন। নিচের মতো ইন্টারফেস পাবেন, সেখানে আপনার পছন্দের ভিডিওর ইউটিউব লিংক দিয়ে সাবমিট করুন।
এর পরের পেজটা এমন হবে। এখান কার প্রথম অপশন দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কতো সেকেন্ডের GIF বানাতে চান। আর দ্বিতীয় অপশন থেকে সিলেক্ট করতে হবে যে আপনি ভিডিওটির কোন জায়গা থেকে GIF এর শুরু করতে চান।
যেমন আমি ৫ সেকেন্ডের একটি GIF বানাতে চাই এবং আমি চাই যে ভিডিওটির ২৫ তম সেকেন্ড হতে GIF শুরু হোক, তাই আমি সেভাবে ডাটা এন্ট্রি করলাম।
এরপর আরো অপশন পাবেন। যেমন Loop ও Bounce এবং Frame Per Second বাড়ানো কমানো এবং লেখা যুক্ত করা, এমনকি কিছু নির্দিষ্ট ফিল্টারও রয়েছে। আপ্নারা নিজেদের মতো ট্রাই করে নিবেন।
সব বাছাই করা হলে Create এ ক্লিক করুন এবং তা লোড নিবে।
লোড নেয়া শেষে এবার নিচে স্ক্রোল করলেই ভিডিওর নিচে GIF টা দেখতে পাবেন। সেটা তে ক্লিক করে ডাউনলোড করুন।
ব্যাস এ পর্যন্তই।
আমার বানানো ভিডিওটার GIF টা নিচে দিলাম।
The post ইউটিউব ভিডিও থেকে সরাসরি GIF তৈরী করুন (১৫ সেকেন্ডের) নতুন পদ্ধতি appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/x1wI0Ss
via IFTTT
No comments:
Post a Comment