• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, September 12, 2022

    New

    ২০২২ সালের এইসএসসি পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আছকে (১২-০৯-২০২২ সোমবার) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন রুটিন প্রকাশিত করেছে।

    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ৬ নভেম্বর রবিবার এ বাংলা ১ পত্র দিয়ে শুরু হতে যাচ্ছে এইসএসসি পরিক্ষা

    আগামি ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে লিখিত পরিক্ষা এবং এর পর হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরিক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর এ শেষ হবে ২২ ডিসেম্বরে।

    এবার এইসএসসি পরিক্ষা শুরু হবে সকাল ১১ টাই এবং শেষ হবে দুপুর ১টাই। দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৪টাই।

    বহুনির্বাচনি (MCQ) পরিক্ষা সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরিক্ষা ১ ঘন্টা ৪০ মিনিট। মোট পরিক্ষার সময় ২ ঘন্টা।

    সকাল ১০.৩০ মিনিট এ অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনি OMR শিট বিতরণ করা হবে। সকাল ১১.০০ টাই বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং সকাল ১১.২০ মিনিট এ বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দিয়া হবে.!

    ২০২২ এইসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করুন PDF

     

    যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

    বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

     

    ধন্যবাদ

    The post ২০২২ এর এইসএসসি পরিক্ষার রুটিন প্রকাশিত আগামী ৬ নভেম্বর থেকে এইসএসসি পরিক্ষা শুরু.! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/vU8Enha
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel