হেলো বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন।
কিছুদিন আগে অ্যান্ড্রয়েড এ উইন্ডোজ ১১ রিলেটেড একটা পোস্ট দিয়েছিলাম আর আপনারা প্রায় সবাই পছন্দ করেছিলেন। কিন্তু সেটাতে বেশি কিছু করা যেতো না। এর আগের প্রক্রিয়া টা লাঞ্চার টাইপ এর বলতে পারেন। কিন্তু আজকে আমি রিয়াল উইন্ডোজ ৭ এর ইমেজ ফাইল অ্যান্ড্রয়েড এ চালিয়ে দেখাবো। পুরো পোস্ট টা যদি আপনারা প্রথম থেকে সেষ পর্যন্ত ভালো ভাবে পড়েন তাহলে আপনারাও অবশ্যই পারবেন।
চলুন শুরু করি। প্রথমেই নিচে থেকে প্রয়োজনিয় তিনটা ফাইল ডাউনলোড করে নিন। একটা ইমেজ ফাইল আর একটা ইমুলেটর এপিকে।
Download Emulator :LINK
Download Windows 7 image :LINK
Download Zarchiver :LINK
ইমুলেটর আপনাদেরকে গিটহাব থেকে ডাউনলোড করার লিনক দেয়া হয়েছে তাই অবশ্যই আপনার ফোন এর সিপিইউ অনুযায়ী ডাউনলোড করবেন।
ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করুন এবার আমার দেওয়া ইমেজ ফাইল টা আনযিপ করুন
এবার লিম্বো পিসি ইমুলেটর ওপেন করুন আর আমার দেওয়া স্ক্রিনশট অনুযায়ী সেটিংস করুন
None লেখা জায়গাই ক্লিক দিয়ে New তে ক্লিক দিন এবং যেকোন নাম দিন।আমি windows 7 দিলাম
এবার ক্রিয়েট এ ক্লিক দিয়ে কাস্টম এ ক্লিক দিন
User Interface এ সব নিচের মতো সেটিংস দিন
বোর্ড এ সব নিচের মতো সেটিংস দিন
তারপর হার্ডডিস্ক এ None এ ক্লিক দিয়ে open এ ক্লিক দিন এবং যেখানে আপনার উইন্ডোজ 7 ফাইল টা ডাউনলোড করে আনযিপ করে রেখেছেন ওই ফাইল টা সিলেক্ট করে দিন
এইবার removable এ কিছু করার দরকার নেই।
Boot From Device এ আপনি Harddisk করে দিন
এইবার আপনি Graphic সেকশন এ এসে ডিসপ্লে টাইপ Vmware সিলেক্ট করে দিন
ওপরের সেটিংস গুলো হয়ে গেলে আর কিছু করতে হবে না।এখন শুধু বুটিং এর পালা। এখন স্ক্রল করে সব ওপরে আসুন আর প্লে বাটন এ ক্লিক করে দিন (অবশ্যই সেটিংস গুলো মিলিয়ে নিবেন, আর আমি যেগুলো সেটিংস করেছি ওগুলোই করবেন বাকি সেকশন এ কোন সেটিংস করার দরকার নাই)
প্লে বাটন এ ক্লিক দিলে বুটিং প্রসেস শুরু হবে এখন ওয়েট করুন আর স্ক্রিনশট দেখুন আপনাকে কিছু করতে হবেনা
ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে সবাই দেখতে পেলেন যে উইন্ডোজ 7 বুটিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং ফোন এ এখন উইন্ডোজ 7 এর হোমপেজ। এখান থেকে আপনি উইন্ডোজ 7 এর ছোটখাটো কাজ গুলো মোবাইল এই করতে পারবেন। যেমন Internet Explore,Paint, Windows Media Player etc.
FULL DETAILES VIDEO TUTORIAL – LINK
Contact Me On Facebook :LINK Instagram: LINK
আর আপনার ফোন এ যদি ওটিজি সাপোর্ট করে তাহলে তো আরো ভালো। মাউস এর মাধ্যমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন।
আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা লাইভ এ দেখতে চান এটা কিভাবে কাজ করে তাহলে আপনারা এখান থেকে ভিডিও টা দেখতে পারেন।
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রবলেম হলে কমেন্টএ জানাতে ভুলবেন না।
The post (HOT POST) Real Windows 7 Run করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন এ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/qFdrGpC
via IFTTT
No comments:
Post a Comment