আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো
আছেন। আমিও মহান
রব্বুল আলামীন এর
রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের
সাথে নতুন একটি
বিষয় নিয়ে হাজির
হয়েছি। আর্টিকেলের
শুরুতে একটা কথা বলে
রাখছি যে এই
আর্টিকেলে যদি
কোন যায়গায় ভুল
ত্রুটি যায় তাহলে
সবাই ক্ষমা করে
দিবেন। কারণ মানুষ
মাত্রই তো ভুল করে।
আর পারলে কমেন্টে
আমাকে জানিয়ে
দিবেন আমি পরে
সংশোধন করে নিব।
অনেক কথা হয়েছ আর
কথা না বাড়িয়ে চলুন
মূল বিষয়ে চলে যাওয়া
যাক ।
আজ আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক হলো গ্রামিনফোন সিম বিক্রির বিষয়। আরেকটা হলো কিভাবে গ্রামিণফোনে ১০ টাকা রিচার্জ করবেন। তো চলুন মূল পর্ব শুরু করা যাক।
আপনারা হয়তো সবাই জানেন যে উচ্চ আদালতের নির্দেশনায় আজ থেকে প্রায় আড়াই মাসের ও বেশি সময় ধরে গ্রামীণ ফোন তাদের সিম বিক্রি করা বন্ধ করে দেয়। বাংলাদেরের টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসি গ্রামীণ ফোনের বিরুদ্ধে হাই-কোট বা উচ্চ আদালতে মামলা করে। তারা মামলার কারণ দেখায় যে গ্রামীণ ফোনের সার্ভিস খুবই খারাপ। আদালতে এই মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে সিম বিক্রি করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে অনির্দিষ্ট কালের জন্য ।
এই নিষেধাজ্ঞা জারি হওয়ার কিছু দিন পর থেকেই গ্রামীণফোন গ্রাহকদের বিভিন্ন মন্তব্য আসতে থাকে তাদের সার্ভিসের বিরুদ্ধে। তারা বলে যে গ্রামীণ ফোনের বিভিন্ন প্যাকেজের মূল্য অন্য সব অপরেটর দের থেকে অনেক বেশি নেয়। গ্রামীণ ফোনের ইন্টারনেট স্প্রিড ভালো না। তারা আরো বলে যে গ্রামীণ ফোনের গ্রাহক সেবাও ভালো না। তারা কাস্টমারদের সকল সমস্যার সমাধান দিতে পারে না ।
গ্রাহকদের এই মন্তব্যে গ্রামীণ ফোন কতৃপক্ষরা পুরোই অবাক হয়ে যায়। এক সময় ইন্টারনেট স্প্রিডের কথা বিবেচনা করলে গ্রামীণ ফোনের ধারে কাছে কেউ যেতে পারতো না। আজ সেই গ্রামীণ ফোনের এই করুণ দশা।আদালতের কাছ থেকে ক্ষমা চেয়ে আবার ঘুরে দাড়ানোর যে সুযোগটি ছিল গ্রাহকদের এই মন্তব্য দেখে সেই সুযোগটিও হাত ছাড়া হয়ে যায় গ্রামীণ ফোনের। এর পরে গ্রামীণ ফোন তাদের সিম বিক্রি ও উৎপাদন বন্ধ করে দেয়।
কিন্তু সেপ্টাম্বর মাসের মাঝামাঝি সময়ে আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে গ্রামীণ ফোন আবার তাদের সিম বিক্রি শুরু করে। কিন্তু সেটা খুবই অল্প পরিসরে। আপনারা হয়তো ভাবছেন যে গ্রামীণ ফোন তাহলে মনে হয় আবার নতুন করে সিম উৎপাদন শুরু করেছে। কিন্তু সেটা এক দমই ভুল ধারণা। গ্রামীণ ফোন এখনও আদালতের কাছ থেকে কোন নতুন সিম উৎপাদনের অনুমতি পায়নি। এখন আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে অনুমতি যখন পায়নি তখন তারা সিম বিক্রি কিভাবে করছে? তার উত্তর হলো যে গ্রামীণ ফোনের এই নিষেধাজ্ঞা টা আসার পূর্বে তাদের কিছু উৎপাদিত সিম ছিলো এবং আরো ছিলো গ্রাহকদের অব্যবহৃত কিছু নম্বর। যা অনেক দিন না ব্যাবহার করার ফলে গ্রামীণ ফোন আবার নতুন করে রিপ্লেস করে বিক্রি করছে। আগেই বলা হয়েছে যে এই সিমের পরিমাণ খুবই সীমিত। তাই আপনি এটা সব জায়গায় পাবেন না। আমার মনে হয় এটা এখনঔ উপজেলা পর্যায়ে আসি নি। কিন্তু সকল জেলা শহরের সার্ভিস সেন্টার গুলোতে আপনি এটা পেতে পারেন। তবে একটা কথা এখন গ্রামীণ ফোন তাদের সিমের দাম বাড়িয়ে দিয়েছে। অগে এক পিস সিমের অফিসিয়াল ভাবে মূল্য ছিলো ২০০ টাকা কিন্তু এই নতুন সিমের অফিসিয়ল মূল্য ৩০০ টাকা। আপনি এই সিম গুলো গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটেও পাবেন। এর আগে তাদের ওয়েব সাইটে সিম কেনার অপশনে গেলে পেজ ইরোর দেখাতো। কিন্তু এখন গেলে সবকিছু দেখায়। আপনি এখন তাদের সাইট থেকে ডিজাটাল সিমও কিনতে পারবেন। ওয়েবসাইটের লিংক লাগলে কমেন্টে জানান।
*#§ যেভাবে গ্রামীণ সিমে ১০ টাকা রিচার্জ করবেন।
আগে থেকেই বলে রাখি এটা কোন ট্রিক না। আপনারা সবাই এটার বিষয়ে জানেন। কিন্তু এখন মনে হয় অনেকেই জানতেন না যে এই নিয়ম এখনও চালু আছে। তাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা জানেন তারা দয়া করে বাজে মন্তব্য করবেন না। গ্রামীণ সিমে তো এখন রিচার্জ করার লিমিট সর্বনিম্ন ২০ টাকা। কিন্তু আপনারা স্ক্যাচ কার্ডের মাধ্যমে ১০ টাকা রিচার্জ করতে পারবেন । ধন্যবাদ।
তো বন্ধুরা আজকে
আর্টাকেলটি এই
পর্যন্তই ছিল।
আর্টিকেলে কোনো
জায়গায় ভুল গেলে
ক্ষমা করে দেবেন। আর
যদি আর্টিকেলটি
ভালো লাগে তো একটা
লাইক এবং একটা সুন্দর
কমেন্ট করে এরকম
আরো আর্টিকেল
লেখার জন্য আমাকে
উৎসাহ দিন। আর
সবসময় ট্রিক
বিডির সাথেই থাকুন।
( ধন্যবাদ)
The post গ্রামীণ ফোন আবারও তাদের সিম বিক্রি শুরু করেছে!! §§ আর যেভাবে গ্রামীণ সিমে ১০ টাকা রিচার্জ করবেন তার নিয়ম। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ogG62Uk
via IFTTT
No comments:
Post a Comment