আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন?
আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডাউনলোডিং অ্যাপ। এই অ্যাপটির অনেক ফিউচার রয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
অ্যাপসের ডিটেলস: (ডাউনলোড লিংক সবার শেষে দেওয়া থাকবে)
(1dm)
App name: 1dm
Download size 1dm : 21.66 ≈ 22 MB (আপনার ফোনের মডেল অনুযায়ী)
Required OS pro : Android 7.0 and up
Released on Mar 8 , 2017
1dm+(pro) {legal-AVAILABLE PLAY STORE}
App name : 1dm +
Download size : ?
Bill : 190 BDT
Requires Android: 4.0 and up
Released on : Mar 8, 2017
1dm premium mod
Download size: 46 MB
V.15.2 ≈ {don’t wark next big update} (সাধারণ আপডেটে কাজ করবে)(যেহেতু এটা mod apk তাই সাধারণ আপডেট যেমন তিন থেকে পাঁচ এমবি দিয়ে থাকে, সেরকম আপডেট দিলে আপনারা চালাতে পারবেন, আর এটা মুড হওয়ার কারণে ওই আপডেটগুলো দেওয়ার আপনি কোন অ্যাক্সেস পাবেন না, প্লে স্টোরে।)
1dm all future.
1. নিজস্ব ব্রাউজার।
2. স্কিনে প্লে থাকা যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।
3. উচ্চ শক্তি স্তরের অ্যাড ব্লকার।
4. Torrent
5. Paused/continue (big file supposed)
6. Youtube ভিডিও ডাউনলোড (শর্ত প্রযোজ্য, একটু চেষ্টা করলে সবাই পাবেন)
7. প্রক্সি (শুধুমাত্র প্রিমিয়াম ভার্সন)
8. download speed ফাস্ট করার নিয়ম
9.( আরো অনেক আছে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন.)
তাহলে চলুন বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক:—
1. নিজস্ব ব্রাউজার: এদের নিজস্ব ব্রাউজার আছে। অনেক ভালো এবং ফাস্ট। এটি ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা যায়। আপনি যদি চান তাহলে 1dm এর ব্রাউজার নামে অন্য একটা অ্যাপ থাকবে। যদি না চান সেটা অফ করে দিতে পারেন। সেটা অফ থাকলেও 1dm এ ডুকে ব্রাউজার অপশনে ক্লিক করে আপনি সেখানে ঢুকতে পারবেন।
2. স্কিনের প্লে থাকা যে কোন ভিডিও ডাউনলোড:
স্কিনে চালু করা ভিডিও বলতে ওয়ান ডি এম এর নিজস্ব ব্রাউজার ব্যবহার করে আপনি যেকোনো ওয়েবসাইটে যদি কোন ভিডিও প্লে করেন , তা আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য নিচের স্টেপ ফলো করুন।
Step one
ওয়ান ডি এম এ থাকা নিজস্ব ব্রাউজার খুলুন। তারপর যেকোনো ওয়েব সাইটে গিয়ে একটা ভিডিও চালু করুন।
Stap two
নিজের স্ক্রিনশটে দেখানো যাবে ক্লিক করুন।
দেখুন এই পেজে যত ভিডিও অডিও এবং সাবটেল আছে সব দেখাচ্ছে। আমি যে ভিডিও প্লে করছি তার সবগুলো কোয়ালিটি এখানে দেখাচ্ছে। আর সাথে সেটার সাবটাইটেল শো করতেছে। আপনি চাইলে সেখানে মাল্টিপল সিলেক্ট করে বা একটা একটা করে ডাউনলোড করতে পারবেন। দেখবেন মাঝে মাঝে ভিডিওর উপরে অ্যাড আসে, সেটাও এখানে শো করবে। মানে আপনি চাইলে এডও ডাউনলোড করতে পারবেন।আমি যেটা ডাউনলোড করবেন তার কোয়ালিটি তার এমবি সাইজ এবং সেটা কত মিনিটের এটা দেখে ডাউনলোড করবেন। সঠিকটা খুঁজে পাবেন।
3. উচ্চশক্তির এড ব্লকার :
এর নিজস্ব ব্রাউজারে অনেক পাওয়ারফুল ads blocker লাগা আছে। যেকোনো ওয়েব সাইটে কোন বিন্দু পরিমাণ এর আশার সামর্থ্য নেই। এখানে রয়েছে 30 টিরও বেশি অ্যাড blocker টুল। যদি আরো প্রয়োজন হয় তাহলে আপনি নিজে ads blocker টুল ইন্সটল দিতে পারবেন।নিজের স্ক্রিনশট দেখুন।
এমনকি যেসব ওয়েবসাইটে নিজ থেকেই অনেকগুলো ট্যাব তৈরি হয়ে যায় এবং নিজে নিজে ব্রাউজিং করতে থাকে। সেগুলো আর কাজ করতে পারবে না। কারণ যখন নিজে নিজে একটা ট্যাব ওপেন হবে সেখানে আপনার পারমিশন লাগবে। যতক্ষণ আপনি নিজে কোন ট্যাব ওপেন করবেন না ততক্ষণ কোন ট্যাব ওপেন হবে না। কোন ট্যাগ ওপেন করতে চাইলে আপনার পারমিশন লাগবেই।
4. torrent:
যারা এখনো জানেন না টরেন্ট কি তাদেরকে বলছি, এটা বিভিন্ন প্রকার ফাইল ভিডিও বা মিউজিক বা বিভিন্ন কিছু এর সরাসরি লিংক থেকে ডাউনলোড করা। আপনি যে কোন ভিডিও শেয়ার অপশনে গিয়ে লিংক কপি করে নিয়ে ডাউনলোড করতে পারবেন। অথবা ভিডিওটি ডাউনলোড লিংক সংগ্রহ করে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। টরেন্ট ব্যবহার করতে নিচের স্ক্রিনশটে দেখুন।
নিচের স্ক্রিনশটএ দেখানো জায়গায ক্লিক করুন।
তারপর সেখানে আপনার লিংক দিয়েন।
তারপর ওকে প্রেস করুন। যদি লিংকটা ঠিক থাকে দেখবেন আপনার সামনে সব ডিটেলস হাজির হয়ে গেছে।
আপনার ফাইলটার নাম কি এবং আপনার ফাইলটা কিরূপে আছেন সেটা কত এমবি, সব দেখাবে। এবং স্টাট ক্লিক করে ডাউনলোড শুরু হয়ে যাবে।
5.Paused/continue (big file supposed)
আপনারা যত বড়ই ফাইল হয় না, কেন আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
এবং সেটা সময়মতো বন্ধ করে রাখতে পারবেন। অন্য ব্রাউজারে দেখা যায় বন্ধ করে আর চালু হয় না। ডাউনলোড প্রথমে চলে যায়। এখানে সেই ঝামেলা নেই। যেকোনো ভিডিও ডাউনলোড করার সময় আপনাকে একটা ইনফরমেশন দেওয়া হবে। সেখানে যদি নো থাকে তাহলে আপনি সেটা বন্ধ করলে পুনরায় চালু করতে পারবেন না। আর যদি ইয়েস থাকে তাহলে যতবার মন বন্ধ করতে পারবেন। এবং কোন ঝামেলা ছাড়াই চালু করতে পারবেন।
তবে মাঝে মাঝে সেগুলোর নো লেখা থাকে সেগুলো তে একটা ট্রিক কাজ করা যায়। আর সেটা হচ্ছে আপনি দুই থেকে তিনবার বন্ধ করে চালু করবেন। যদি কাজ করে ,করতেও পারে।
6. ইউটিউব ভিডিও ডাউনলোড:
1dm অ্যাপসটি প্লে স্টোরে আছে। আর আপনারা জানেন প্লে স্টোরে থাকা যেকোনো অ্যাপ থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় না। তাই এখানে আপনাকে নতুন একটি বুকমার্ক যুক্ত করতে হবে।
প্রথমে নিচে থেকে বুকমার্ক ডাউনলোড করে নিন।
টেলিগ্রাম: Click here to download
Google drive: Click here to Download
(ডাউনলোড লিংক টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। কারণ এইরকম থার্ড পার্টি জিনিস গুগল ড্রাইভ এক্সেস দেবে না। Youtube ভিডিও ডাউনলোড সম্পূর্ণ গুগলের নীতিমালার বিরুদ্ধে। তাই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। Google driving আপলোড করা হয়েছে। কতদিন কাজ করবে জানিনা।)
তারপর 1dm চালু করুন। এবং নিচের সেটিং ফলো করুন।
Click three dot menu >>click setting>>search bookmark>>open bookmark setting>>>import bookmark>>তারপর পাল্টে যেখানে ডাউনলোড করেছেন , সেখানে গিয়ে সিলেট করে দিন।
যদি না বোঝেন তাহলে ,ফলো স্ক্রিনশট:
যেভাবে ডাউনলোড করবেন:
প্রথমে ইউটিউব.কম এ যাবেন তারপর একটা ভিডিও চালু করবেন। চালু করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর বুকমার্ক এ যাবেন। বুকমার্ক এ ক্লিক করার পর যেটা ইনপুট করেছিলেন ওটা দেখাবে।তারপর ওটায় ক্লিক করবেন। এবং দেখবেন ভিডিও নিচে একটা ডাউনলোড অপশন চলে এসেছে।
না বুঝলে ,নিচে স্ক্রিনশট ফলো করুন।
7. প্রক্সি
এখানে প্রক্সি সিস্টেম আছে। যদি আপনি চান ব্যবহার করতে পারেন। আমি একবার করেছিলাম কিন্তু কোন কাজ করেনি। তাই আমি বলতে পারতেছি না কি হবে।
8. download speed ফাস্ট করার নিয়ম :
এমনিতেই বিভিন্ন ওয়েবসাইট বা এপ্স থেকে প্রায় ৫০০% অধিক ডাউনলোড হবে। আপনি যদি স্পিড দ্রুত করতে চান তাহলে , একসঙ্গে কয়েকটা ফাইল ডাউনলোড করুন। যদি একসঙ্গে দুই থেকে তিনটা ফাইল ডাউনলোড করেন, তাহলে আপনার স্পিড দুই থেকে তিনজন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এটা আমি আমার ফোনে পরীক্ষা করেছিলাম। কাজেও দিয়েছে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি।
ডাউনলোড:
1.1dm : Click here to download(play store)
2.1dm lite :
3.1dm+(প্লে স্টোর ভার্শন):। Click here to download(play store)
4.1dm+(মুড ভারসন): Click here to download(play store)
Telegram:Click here to download
Google drive:Click here to download(play store)
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন পোস্টে। যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন।
অথবা টেলিগ্রাম আইডি : @Limon358358
The post 1dm best fast downloading app.(pro/mod) YouTube video downloading trick. appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/5QGsCSw
via IFTTT
No comments:
Post a Comment