হাই আসসালামু আলাইকুম কি খবর সবার? কমেন্ট সেকশনের জানাতে পারেন।
আপনি জানেন অ্যাপ কিংবা ওয়েবসাইটে ভাষা শেখার জন্য বৈশ্বিক প্রতিষ্ঠান *ডুওলিঙ্গ* সম্প্রতি বাংলা ভাষাভাষীদের জন্য ইংরেজি শেখার দারুণ একটি রাস্তা খুলে দিয়েছে এই প্রতিষ্ঠানটি।
মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের জন্য অন্যান্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষাগত প্রযুক্তি প্রতিষ্ঠান ডুওলিঙ্গ দীর্ঘদিন থেকে কাজ করে আসছে।
এর অংশ হিসেবে এবার বাংলা ভাষা কারীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা কোর্স করেছে এই প্ল্যাটফর্ম টি। বাংলায় এপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে ইংরেজি শেখা যাবে।
উপমহাদেশের অন্যতম প্রচারিত ভাষা হওয়ার কারণে বাংলাদেশের অধিবাসী সহ পৃথিবীর যেকোনো অঞ্চলে বাংলা ভাষার মানুষ ডুওলিঙ্গ থেকে বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন।
বাংলায় ইংরেজি শেখার এ মানুষেরই মজার অ্যাপ বাংলাদেশ ও ভারতে ৩০০ মিলিয়ন এর বেশি বাংলা ভাষা মানুষের কাছে সহজলভ্য করেছে ডুওলিঙ্গ অ্যাপ্লিকেশন।
এই কোর্স ম্যাটারিয়াল গুলো গেমিফাইড ও ইন্টারঅ্যাকটিভ। যা ব্যবহারকারীদের জন্য বেশ মজার অভিজ্ঞতা তৈরি করে।
বাংলা ভাষা ব্যবহার করা মানুষদের কাছে ইংরেজি শেখা সাধারণত খুব কঠিন মনে করা হয় বলে নতুন এই ফিচার চালু করেছে ডুওলিঙ্গ নামে এই অ্যাপটি।
ইন্টারনেট ও ডিজিটালাইজেশনের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির ফলে। বাংলাদেশে ইংরেজি ভাষা শেখার বিশাল বাজার রয়েছে।
ডুওলিঙ্গ অ্যাপ এ ইংরেজি শেখা অনেকটা গেমস খেলার মত। ব্যবহারকারীরা বিভিন্ন ধাপে পয়েন্ট অর্জন করবে এবং পরবর্তী ধাপে পৌঁছাবে।
এর ভেতরেই ইংরেজি শেখা যাবে! অধ্যায়গুলো বাই সাইজ। ছোট ছোট ধাপে পড়তে হয় আলাদা করে পড়তে বসতে হবে না।
এন্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের নিজেদের ফোনে থাকা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোড করার জন্য প্লে স্টোর এ সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে *Duolingo* https://play.google.com/store/apps/details?id=com.duolingo
অন্যদিকে ios ব্যবহারকারীরাও অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
PocoBD.Com – Technology At Your Fingertips
তো এই ছিল আমার শর্ট পোস্ট সিরিজের দ্বিতীয় পোস্ট ভাল লাগলে লাইক করে দিতেই পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে পোস্টিং মনোযোগ দিয়ে পড়ার জন্য আল্লাহাফেজ।
The post ইংরেজি এখন আপনার হাতের মুঠোয়! Duolingo থেকে গেম খেলতে খেলতে শিখুন ইংরেজি ভাষা। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/BayS2qA
via IFTTT
No comments:
Post a Comment