বর্তমান সময়ে মোবাইল ম্যাসেজিং অ্যাপ হিসেবে বিশ্বব্যাপি WahtsApp বেশ জনপ্রিয়। এই ম্যাসেঞ্জার অ্যাপটি মূলত মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। কিন্তু এরপরও পিসি ইউজারদের কথা মাথায় রেখে এর কর্তৃপক্ষ ওয়েব সংস্করণ বের করেছে। তবে সেটি ব্যবহার করতে হলে আপনার মোবাইলের প্রয়োজন পড়ে। অনেক সময় আমাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দুই জায়গায় অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। সহজভাবে বলতে গেলে আপনি যদি আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নজরদারীতে রাখতে চান তাহলে উক্ত পদ্ধতি অবলম্বন করে তা করতে পারেন। আর তখনি একটি অ্যাকাউন্টের বিপরীতে দুই জায়গায় অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। এখন আমাদের পোস্টের টপিক অনুযায়ী যে বিষয় আলাপ করব সেটি হলো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মোবাইল হোয়াটসঅ্যাপ অ্যাপে ব্যবহারের পাশাপাশি মোবাইলের মধ্যেই ওয়েব সংস্করণ ব্যবহার করা যায় তা নিয়ে।
ব্রাউজার ব্যবহার করে (অফিসিয়াল পদ্ধতি):
প্রথমত আপনি যে মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কপি তৈরি করতে চান সে মোবাইলটি নিন। তারপর আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং ডেস্কটপ মুড করে নিন। তারপর এই https://web.whatsapp.com লিংকে প্রবেশ করুন।
লিংকে প্রবেশ করার পর একটি QR Code দেখতে পাবেন। এইবার আপনি যে মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আরেকটি তৈরি করতে চান বা নজরদারি করতে চান সেটির হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারটি ওপেন করুন।
ম্যাসেঞ্জারটি ওপেন করার পর অ্যাপের ডানপাশে থাকা তিন ডটে ক্লিক করুন। তারপর Linked Devices অপশনে ক্লিক করুন।
তারপর Link a device নামক অপশন সহ একটি ইন্টারফেস আসবে। এখানে উক্ত বাটনটিতে ক্লিক করুন আর দেখুন আপনার মোবাইলের ক্যামেরাটি চালু হয়ে গিয়েছে। এইবার আপনি উক্ত মোবাইলটি দিয়ে আপনার মোবাইলের ব্রাউজারে থাকা QR Code টি স্ক্যান করুন।
আর দেখুন সাথে সাথে আপনার ভিকটিমের অ্যাকাউন্টটি আপনার মোবাইলের ব্রাউজারের মধ্যে সক্রিয় হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কার্যকলাপ নিজের মোবাইলে বসে দেখতে পারবেন। এটি হলো অফিসিয়াল পদ্ধতি। (উল্লেখ্য, আপনার ভিকটিমের যদি প্রযুক্তি সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে সে কিন্তু আপনার এই বিষয়টি বুঝে ফেলতে পারবে। কেননা হোয়াটসঅ্যাপের সিকিউরিটি স্ট্রংয়ের কারণে যখনি একটি অ্যাকাউন্ট কোনো ওয়েব সংস্করণে সক্রিয় থাকে তখন উক্ত অ্যাকাউন্টটি যে মোবাইলের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে চালু করা সে মোবাইলে নোটিফিকেশন আকারে জানিয়ে দেয়।)
থার্ডপার্টি অ্যাপের ব্যবহার (আনঅফিসিয়াল):
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের লিংক ব্যবহার করে কিছু ডেভেলপার কিছু হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপ ডেভেলপ করেছে। আপনি চাইলে সেগুলি ব্যবহার করেও উপরোল্লিখিত পদ্ধতিতে একটি অ্যাকাউন্টের আরেকটি কপি তৈরি করতে পারেন। গুগল প্লেস্টোরে এইরকম অনেক অ্যাপ রয়েছে। আপনি চাইলে What’s Web To Go অথবা Whats Web অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। অথবা আপনি চাইলে গুগল প্লেস্টোরে এইরকম আরও অনেক ধরনের অ্যাপ রয়েছে সেগুলি ব্যবহার করতে পারেন। (উল্লেখ্য, এই অ্যাপগুলিতেও ঠিক উপরের একই পদ্ধতি অনুসরণ করে আপনাকে একটি অ্যাকাউন্টের সেটাপ করে নিতে হবে।)
আর এইভাবেই মূলত আপনি আপনার মোবাইলের মধ্যেই ওয়েব সংস্করণের মাধ্যমে যেকোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এই ছিলো মূলত আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু।
আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।
সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।
The post Android মোবাইলের এর মধ্যে WhatsApp Web সংস্করণ ব্যবহার করুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/vzpIRYF
via IFTTT
No comments:
Post a Comment