• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, September 13, 2022

    New

    এই পোস্ট হয়তো সবার পছন্দ হবে না। বিশিষ্ট একদল নাইটকোর ভক্তদের পছন্দ হবে, তাদের জন্যই।
    তবে অন্যদের জন্য এটা একটা জ্ঞানমুলক পোস্ট হবে। নতুন কিছু জানবেন আপ্নারা।

    যাইহোক,

    Nightcore (নাইটকোর) হলো একটি গানের “sped-up” ভার্শন।

    একটি গান কে তার মুল পিচ (pitch) এবং স্পীড (speed) ২৫-৩৫% বৃদ্ধি করা হলে সেই গান কে নাইটকোর গান বলা হবে। সাধারণত সংখায় একটি গানের “bpm” মিনিটে ১৬০ বিট থেকে মিনিটে ১৮০ বিট এর মধ্যে রাখলে সেটা কে নাইটকোর গান বলে বিবেচনা করা হবে।

    ২০০১ সালে সর্বপ্রথম দুইজন ডিজে মিলে তাদের গান টেম্পলেট প্রায় ৩০% বেশী গতিতে রেখে গান মডিফাই করেন এবং যে ইভেন্টে থাকেন সেটার নাম করণ করে Nightcore।

    Nightcore শব্দটির তারা যে মানে বুঝিয়েছিল তা হলো- “we are the core of the night, so you’ll dance all night long”
    এটার বাংলা অর্থে তারা এমনটা বুঝিয়েছিল যে- “এই রাত আজ আমাদের, তাই আজ তোমরা পুরো রাত নাচবে”।

    Musice Speed Changer নামক app এর সাহায্যে আপ্নারা একটি গানকে নাইটকোর বানাতে পারবেন।

    Work-condition: Fully Offline

    Free version Link: Play Store (12 MB)

    Premium MOD Link: RexDL(26 MB)

    মোড বা ফ্রী যেকোনোটাই ব্যবহার করতে পারেন। দুইটাই কাজ করবে। প্লে স্টোরের ফ্রী ভার্শনে এড শো করবে।

    আমি মোড ভার্শন ইউজ করতেছি।

    অ্যাপ এ প্রবেশ করলে নিচের মতো ইন্টারফেস পাবেন। একটি গান সিলেক্ট করুন এবং স্ক্রীনশটের মতো কাজ করুন।










    উপরের অডিওটার example : Google Drive

    এই অ্যাপটাতে আরো অনেক কম্পনেন্ট আছে।
    এটা দিয়ে যা যা করতে পারবেন-
    -Vocal Reduce
    -Reverse
    -Tag edit
    -Tone Modify
    -Reverb, Hall, Water etc Effect with various modificational option
    -EQ generate
    আরো অনেক, নিজেরাই একেকবার একেক্টা ট্রাই করে দেখবেন কোনটার কাজ কী! 😅

    যাইহোক, এ পর্যন্তই।

    The post Nightcore কী? কীভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে Nightcore গান তৈরি করবেন? বিস্তারিত appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/d6Bq0Ow
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel