• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, September 14, 2022

    New

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

    বরাবরের মতো আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে । টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকের টপিক কি।

    Hidden Record কি?

    Hidden record অর্থ হলো  আমরা সবার সামনে রেকর্ড করবো কিন্তু কেউ বুঝতে পারবে না বা ধরতে পারবে না সেইটাই হচ্ছে hidden record। আপনারা আমাদের থেকে ভালো জানেন আশা করি hidden record সম্পর্কে।

    Third Party অ্যাপস ছাড়া কিভাবে Hidden Record করা যায়।

    আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমাদের রেকর্ড করা প্রয়োজন পড়ে। কিন্তু আমরা সবাই  প্রায়ই third party অ্যাপস ব্যবহার করে থাকি। কিন্তু এটা জানিনা যে ওই third party app developer আমাদের থেকে রেকর্ড গুলো নিয়ে যাচ্ছে।

    Third party ব্যবহার সুবিধা:

    • যারা termux ব্যবহার করতে পারে না তাদের জন্য সুবিধা।
    • এছাড়া অন্য কোন সুবিধা আমার চোখে পড়ছে না।

    Third party ব্যবহার অসুবিধা :

    • আমাদের ফোন অচল করে দিতে পারে
    • আমাদের ফোনের সকল ডাটা চুরি করতে পারে।
    • আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।
    • Third party ফোনকে অনেক গরম করে ফেলে।

    আমরা third party এর পরিবর্তে termux বা Linux ব্যবহার করতে পারি। এখানে ডাটা চুরি হওয়া সম্ভবনা নাই। ফোনের কোন ধরনের  ক্ষতি হবে না। মোট কথা হচ্ছে hidden রেকর্ডের জন্য আমরা termux ব্যবহার করতে পারি।

    আমাদের termux api ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনি play story

    বা f-Droid থেকে termux-api ইনস্টল করে নিবেন।

     

    বরাবরের মতো termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।

    pkg update -y

    pkg upgrade -y

    Termux এ api ইনস্টল দিবো।

    pkg install termux-api

    এখন termux record help  দেখবো ।

    Help এ সব কিছু বলে দেওয়া হইছে কিভাবে কি করতে হবে।

    termux-microphone-record h

    ইন্টার দিলে আপনার ফোনের মাইক্রোফোনের পারমিশন চাইবে আপনি allow করে দিবেন।

    এখানে কিছু কথা আছে।

    termux-microphone-record -l 0 /sdcard/mymusic

     

    • -l হচ্ছে আপনি রেকর্ড কে একটা কন্ডিশন দিলেন যে এইটা একটা সময় পর্যন্ত চলবে।
    • -0 হচ্ছে আনলিমিটেড যতক্ষণ না আপনি রেকর্ড অফ করছেন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে।
    • /sdcard রেকর্ড ফাইলটি আপনি কোথায় রাখতে চান সেটার লোকেশন দিবেন।
    •  /mymusic আপনি কোন ফোল্ডারে রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট না করলেই চলবে।
    • অবশ্যই termux কে স্টো‌রেজ পারমিশন দিয়ে রাখবেন।

    আনলিমিটেড রেকর্ড অফ করার জন্য এই কমান্ড।

    termux-microphone-record -q

    রেকর্ড কে যদি চান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে চান তাহলে এই কমান্ড।

    termux-microphone-record -l 10 (your file location)

    ১০ মানে আমি ১০ সেকেন্ড পর্যন্ত রেকর্ড করো। চাইলে আপনি আরো বাড়িয়ে দিতে পারেন।

     

    আপনাদের দেখানোর জন্য আমি দুইটি রেকর্ড করেছিলাম ।

    সবাই প্রশ্ন করবেন যে আমার রেকর্ড ফাইল গুলো কোন ফোল্ডারে নাই কেন। ? উত্তর আমি যেই ফোল্ডারের লোকেশন দিছি সেই মানে আমার ফোনে কোন ফোল্ডার নাই যার জন্য সরাসরি নিচে চলে আসচ্ছে।

    তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।

     

    The post কোন third party অ্যাপস ছাড়া কিভাবে Hidden Record করবেন। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/URCtliM
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel