আন্ডার দা হুড, থান্ডারবার্ডের কোডকে Rust প্রোগ্রামিংয়ের সাথে ইন্টিগ্রেট করার জন্য কাজ করা হয়েছে। ডেভেলোপাররা আশা করছেন কোডের কোয়ালিটি ও থান্ডারবার্ডের ভবিষ্যতের জন্য এটা একটা বড় পদক্ষেপ। থান্ডারবার্ডের অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে কাজ চলছে, ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে ফিচার শেয়ার ও দ্রুততর ডেভেলোপমেন্টের জন্য এটা সাহায্য করবে।
মেইলের তালিকা ক্ষেত্রে ১১৫ ভার্সনে ট্রি ভিউয়ের পাশাপাশি কার্ডস ভিউ যুক্ত করা হয়। ১২৮ ভার্সনে কার্ডস ভিউকে আরো সুন্দর ও কার্যকরী করার জন্য রিডিজাইন করা হয়েছে। দ্রুত রেন্ডারিং, একাধিক ফোল্ডার সিলেকশনসহ ফোল্ডার প্যানে ফাংশনাল ইম্প্রুভমেন্ট আনা হয়েছে।
ভিজুয়াল ইম্প্রুভমেন্টের মধ্যে দারুণ একটি হলো অ্যাকসেন্ট কালার সমর্থন যুক্ত হয়েছে থান্ডারবার্ডে। সিস্টেমের অ্যাকসেন্ট কালারকে ফলো করে আরো কনসিস্টেন্ট একটি লুক দিবে।
অ্যাকাউন্ট কালার কাস্টমাইজেশন, স্ট্রিমলাইনড মেনু ন্যাভিগেশন, ন্যাটিভ উইন্ডোজ নোটিফিকেশনস, উন্নত কনটেক্সট মেনুসহ আরো আপডেট রয়েছে নতুন ভার্সনটিতে। পরবর্তী কোন পয়েন্ট রিলিজ (128.X) আপডেটে এক্সচেঞ্জ ও মজিলা সিঙ্ক ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
একটি GR+ BD পরিবেশনা
The post মজিলা নির্মিত ইমেইল ক্লায়েন্ট থান্ডারবার্ড 128 “নেবুলা” রিলিজ হলো ভিজুয়াল ইম্প্রুভমেন্ট ও মেজর আপডেটের সাথে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/dUhLzyH
via IFTTT
No comments:
Post a Comment