আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন , আজকের পোষ্ট একটা রিকোয়েস্ট পোষ্ট
অনেকেই বলেছেন Bus Simulator Indoneshia গেইমটাকে বাংলাদেশী সেটআপ টিউটোরিয়াল অর্থাৎ Bussid Obb Add কীভাবে করতে হয় সেটার ব্যাপারে টিউটোরিয়াল আনার জন্য
সর্বপ্রথম বলে রাখি এটার মেইন গেইমস হলো Bus Simulator Indoneshia
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশী বাস, দোকানপাঠ এগুলো কীভাবে পাবো ; তো তার জন্য আমাদের একটা Obb Add করতে হবে।
আপনাদের A TO Z বলে দিবো কী থেকে কী করতে হবে
সর্বপ্রথম আপনাকে এটার ব্যাপারে কিছু বেসিক রাখতে হবে , যেহেতু এটা একটা খেলতে সর্বনিম্ন ২-৩ জিবি লাগে কিন্তু তারপরও Obb যদি মেনুয়াল্লি অ্যাড করেন তাহলে ৩ জিবিতে খেলা কষ্টকর হয়ে পরবে তাই জন্য আমি আপনাদের সবার কথা ভেবে নিয়ে আসলাম সেই ওবিবি
সর্বপ্রথম নিচের গুগল ড্রাইভ লিংক থেকে আপনাকে একটা ZIP FiLE ডাউনলোড করতে হবে
নিচে লেখা Download Obb and App Now লেখাটার উপর ক্লিক করুন এবং ডাউনলোড করুন তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে আমি আর ডাউনলোড করব না।
তো আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে , আপনারা চলে যাবেন প্লে স্টোরে সার্চ করবেন Z Archiver এইটা লিখে তারপর ইনস্টল করুন মাত্র ৯ এম্বির একটি অ্যাপস৷, ইনস্টলেশন কম্পিলিট হলে প্রয়োজনীয় পারমিশনগুলো দিয়ে দিবেন
এবার একটা ZIP FILE DOWNLOAD করার পালা
আমি আপনাদের সহজের জন্য গুগল ড্রাইভ লিংক দিয়েছি
সম্পূর্ন ফাইলটা ডাউনলোড হয়ে গেলে সেটাকে Extract করুন – কীভাবে Extract করতে হয় সেটা বলে দিচ্ছি চাপ দিয়ে ধরে Extract Here এ ক্লিক করুন
তারপর উপরে একটা ফাইল দেখতে পাবেন ওটা খুলুন তারপর একটি অ্যাপ এবং ওবিবি ফাইল পাবেন , আপনাদের কাজ হলো আগে APK টা ইনস্টল করা
আপনারা আগে ApK টা ইনস্টল করে তারপর ওপেন করুন – এবার পারমিশন চাইলে Allow দিয়ে দিন এবং ১-২ মিনিট অপেক্ষা করে কেটে দিন
এর পরের ধাপ হলো আপনি আবার Z Archiver এ যান তারপর Android Folder এ চলে যান → তারপর যান OBB তে চলে যান
→ OBB থেকে maleo.bussid এরকমের একটা ফাইল থাকবে অথবা আপনারা গেইম আইকন দেখতে পারবেন সেটায় ক্লিক দিন
দেখবেন একেবারে খালি রয়েছে কোনো ফাইল থাকলে ওখান থেকে ডিলেট করুন
তারপর আমাদের Extract করা ফোল্ডারে আসুন তারপর OBB টা কপি করুন
এরপর আপনি সতর্কতার সাথে Android → OBB → Tarpor Buusid Game এর ফাইলে ঢুকুন তারপর পেষ্ট করে দিন ফাইলটি
এবার গেইম ওপেন করুন – প্রথমত অবস্থায় একটু গেইমের ভিতর ঢুকতে সময় লাগতে পারে কিন্তু পরে ঠিক হয়ে যাবে
দেখতে পারবেন বাংলাদেশী বাসসহ রাস্তাঘাট,
ইত্যাদি
[ NOTE: এইখানে আপনারা আপনাদের বাসটিকে যদি অন্য কিছুর সাথে ধাক্কা লাগান তাহলে বাসের হেল্থ কমে যেতে পারে – বাসের হেল্থ যাতে করে না কমে তার জন্য একটা ফাইল অ্যাড করতে হবে যেটা সামনের পোষ্টে দেখানোর চেষ্টা করব৷ ]
আর হ্যা এই obb টা আমাদের এক ভাই শেয়ার করেছেন Tricks and Solution Expert এর থেকে
আশা করি পোষ্টটি ভালো লেগেছে ; ভালো লাগলে লাইক করুন – কোনো ধরনের কোনো সমস্যা হলে কমেন্ট করুন অথবা স্ক্রিনশর্ট ফলো করুন
The post BUSSID দুই জিবি র্যামে বাংলাদেশী বাস গেইম appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/lj39fOD
via IFTTT
No comments:
Post a Comment