• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, July 31, 2024

    New

    হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের সবার?

    আশা করি তোমরা সবাই ভালো আছো।

    তো আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম।

    পোস্টের টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, আর আশা করি টাইটেল দেখেই বুঝে গেছো যে কি নিয়ে পোস্ট লিখতে  যাচ্ছি।

    ChatGPT-4o হচ্ছে ChatGPT নতুন ভার্সন।

    আর এটা ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই প্রিমিয়াম কিনতে হবে।

    কিন্তু এখন আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব।

     

    যেখান থেকে আপনি ChatGPT-4o একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

     

    তবে একটা কথা আছে এই ওয়েবসাইটের কিছু লিমিটেশন আছে।

     

    এখানে তারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিক্রি করে, এজন্যই প্রথমবার অ্যাকাউন্ট খুললে তারা কিছু ক্রেডিট আপনাকে দিবে।

    যার মাধ্যমে আপনি ChatGPT-4o ব্যবহার করতে পারবেন।

     

    কিন্তু কিছুক্ষণ পরে এই ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আর একাউন্টটি ব্যবহার করতে পারবেন না। আপনাকে তাদের সাবস্ক্রিপশন প্লান ক্রয় করতে হবে।

     

    কিন্তু মজার বিষয় এটা যে আপনি তাদের ওয়েবসাইটে টেম্পমেইল ব্যবহার করে একাউন্ট করতে পারবেন। এর মানে এটা যে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড ইউজ করতে পারবেন।

     

    আমি জানি এই পোস্ট অনেকের কাছে বিরক্ত করার লাগতে পারে।

     

    কিন্তু আবার অনেকের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ।

    কারণ অনেকে আছে যারা কিনা ChatGPT-4o ব্যবহার করতে চাচ্ছিলেন।

    তো আর কথা বলবো না ডাইরেক্ট মেইন টপিকের মধ্যে চলে যাই ।

    সর্ব প্রথমে নিচের লিংকে ক্লিক করে ChatGPT-4o ওয়েবসাইট ওপেন করে নেই।

    https://beta.theb.ai/register

    এবার এই ওয়েবসাইটে আমরা একটি অ্যাকাউন্ট করব। একাউন্টে যে ইমেইলটি আমরা ব্যবহার করব সেটা আমরা ট্যাম্প মেইল থেকে নিয়ে আসবো।

    আপনি যদি আপনার জিমেইল ও ব্যবহার করতে পারেন।

    এবারে তারা আপনাকে আপনার Tamp mail এর মধ্যে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেটাতে ক্লিক করে ভেরিফিকেশন করে নিন আইডি।

    ভেরিফিকেশন হয়ে গেলে, আপনাকে আবারো লগইন করতে হবে।

    লগইন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।

    এখন বাম পাশে লক্ষ্য করুন GPT-4o লিখা আছে।

    সেখানে ক্লিক করলেই আপনি  GPT-4o ব্যবহার করতে পারবেন।

    আপনি বাংলাতেও তাকে কামান্ড দিতে পারবেন।

    আমার কাছে এই ভার্সনটা অনেক ভালো লেগেছে।

    ফ্রিতে একাউন্ট করলে আপনাকে বোনাস ক্রেডিট হিসেবে ০.`০৫$ প্রদান করা হয়।

    দেখুন আমি তার সাহায্যে একটি গান লিখিয়েছি।

    তো এই ছিল আজকের পোস্ট আশা করি অনেকের কাজে দিবে।

    আবার অনেকের কাছে এটা কাজের নাও লাগতে পারে।

    কিন্তু যাদের প্রয়োজন তারা এর মূল্য বুঝতে পারবে।

    তো কথা বাড়াবো না। আজকের পোস্ট এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোন পোস্টে।

    আর যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই!

    তারা নিচের লিংকে ক্লিক করে জয়েন করে নেবেন।

    আমার টেলিগ্রাম চ্যানেল

    The post এবার ফ্রিতে ChatGPT-4o ব্যবহার করুন ! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/aNI5soV
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel