• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, July 10, 2024

    New

    আসসালামু আলাইকুম 

    ওয়ার্ডপ্রেস ব্লগারদের জন্য আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি পোস্টে স্টাইলিশ বাটন তৈরি করবেন। এর মাধ্যমে আপনি ভিজিটর কে আকর্ষণীয় করে রাখতে পারবেন। ফলে ভিজিটর আপনার ওয়েবসাইটে দীর্ঘ সময় থাকবে। এই পোস্টটি একটি প্লাগিনের মাধ্যমে কিভাবে  স্টাইলিশ বাটন যুক্ত করবেন সেটা দেখাবো।

    স্টাইলিশ বাটন কি?

    আমরা যখন কোন কিছুর ওপর ক্লিক করি তখন যদি সেটা কাজ করে তাহলে সেটাকে আমরা বাটন বলি। যেমন আপনার ওয়েবসাইটে একটা লিংক আছে সেটার উপরে ক্লিক করলে অন্য জায়গায় যায়। তাহলে এটা একটা বাটন। আর স্টাইলিশ মানে হচ্ছে যেটা সুন্দর ভাবে সাজানো। সুতরাং স্টাইলিশ বাটন হচ্ছে সুন্দরভাবে সাজানো একটি বাটন। ওয়েবসাইটের ক্ষেত্রে স্টাইলিশ বাটন হচ্ছে সুন্দরভাবে সাজানো লিংক।

    স্টাইলিশ বাটন কেন ব্যবহার করবেন

    প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্যের বিষয় আছে। আমরা সাধারণত সুন্দর জিনিস পছন্দ করি। যখন আপনার ওয়েবসাইটে সৌন্দর্যপূর্ণ কিছু থাকবে। ভিজিটররা ওয়েবসাইটে আসতে ভবিষ্যতে আগ্রহী প্রকাশ করবেন। তখন ওয়েবসাইট টা দেখতেও সুন্দর হবে। তেমনি ভাবে একটি লিঙ্ক যখন স্টাইলিশ করে দেওয়া থাকবে। তখন ভিজিটর লিংকটিতে ক্লিক করতে আগ্রহী প্রকাশ করব। বুঝতেই পারছেন এভাবে লিংক করার ভালো দিক। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে। সেটা হচ্ছে লোডিং স্পিড জনিত সমস্যা।

    ওয়ার্ডপ্রেসে স্টাইলিশ বাটন যুক্ত করার নিয়ম

    ওয়ার্ডপ্রেসে স্টাইলিশ বাটন যুক্ত করতে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগইন করুন।

    ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করবেন কিভাবে

    এবার আমাদের একটি প্লাগিন ইনস্টল করতে হবে। Plugins থেকে Add New Plugin অপশনে ক্লিক করুন।

    ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করবেন কিভাবে

     

    সার্চ অপশনে Mango Button লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট থেকে উপরের স্ক্রিনশটের প্লাগইনটি Install এবং Active করুন।

     

    ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করবেন কিভাবে

    এবার আপনি যে পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করতে চান সেই পোষ্টের এডিট অপশনে যান। এডিট করার সময় Visual মুড করে নিবেন। এরপর পোস্টের যেখানে স্টাইলিস্ট বাটন যুক্ত করতে চান কারসরটি রাখুন। এবার দেখুন Visual মুডে অরেঞ্জ কালার একটি ম্যাংগো বাটন যুক্ত হয়েছে। ম্যাঙ্গো বাটনটির উপরে ক্লিক করুন।

    ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করবেন কিভাবে

     

    প্রথমে স্টাইলিশ বাটনের স্টাইল সিলেক্ট করুন।

    তারপর স্টাইলিশ বাটনের টেক্সট লিখুন।

    সবশেষে বাটনটিতে লিংক যুক্ত করে INSERT অপশন এ ক্লিক করুন।

    ব্যাস এভাবে ই যে কোন পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করতে পারবেন।

    এবার যে পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করেছেন ভিজিট করুন।

    ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে স্টাইলিশ বাটন যুক্ত করবেন কিভাবে

    দেখুন স্টাইলিশ বাটনটি কেমন দেখাচ্ছে।

    বিঃদ্রঃ সাধারণত স্টাইলিশ বাটন ওয়েবসাইটের লোডিং স্পিড কমিয়ে দেয়। তাই স্টাইলিশ বাটন উপরে যুক্ত না করা বেটার। পোষ্টের শেষের দিকে যুক্ত করতে পারেন, সে ক্ষেত্রে কোন সমস্যা হবে না

    The post ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে স্টাইলিস বাটন যুক্ত করবেন কিভাবে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/At34TDv
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel