• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, October 3, 2022

    New






    [With More Tools 🔥] Fb Page দিয়ে, আপনার দেওয়া Multiple Group এ আপনার Page/ID এর পোস্ট শেয়ার করুন এক ক্লিকেই।


    সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
    অনেকদিন ধরে ভাবতেছি আপনাদের সাথে অনেক কিছু জানি তা শেয়ার করব।
    কিন্তু সময়ের স্বল্পতার কারণে তা আর শেয়ার করা হয়ে ওঠে নি। তবে হ্যাঁ এখন আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, শুধুমাত্র আমাকে একটু সাপোর্ট করবেন।
    আজকের টিউটোরিয়ালটি কি নিয়ে হতে চলেছে, তা তো আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তারপরও আবার বলতেছি। মূলত টিউটোরিয়াল টি করতেছি ফেসবুক এর একটি বিষয় নিয়ে। কিভাবে আপনি আপনার পেইজ দিয়ে আপনার দেওয়া গ্রুপ লিস্টে এক ক্লিকে আপনার পেজ বা আইডির পোস্ট শেয়ার করবেন।






    তো চলুন চলে যাই মূল টিউটোরিয়াল এ।



    আমরা কাজটি করব একটি ওয়েবসাইটের মাধ্যমে,
    এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন অনেকগুলা ফ্রি টুলস যা আপনার অবশ্যই কাজে লাগবে। আর যদি আপনি Basic Plan buy করেন তাহলে তো আর কথাই না, বেসিক প্লানে আপনি কি পাবেন তা ওয়েবসাইটে দেখে নিবেন।

    তো আমরা কি কি পাচ্ছি ফ্রি প্লানে?

  • Facebook Video Carousel Post
  • Clone FB Reels & Video to carousel
  • Claim Groups as Admin
  • TikTok To Carousel Post
  • Multi FB Groups Share Post
  • Extract Group IDs From Group Post (Shared Post)
  • Facebook One Card Video Post
  • Share Link To Multiple Pages
  • Share Post To Multiple Groups With Pages


  • তো এখন দেখব আমরা কিভাবে পেজ দিয়ে মাল্টিপল গ্রুপে পোস্ট শেয়ার করব

    Website 🔗 : FewFeed V2

    প্রথম ওয়েবসাইটে ঢুকার পর আপনাকে বলবে একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড/এনাবল করার জন্য। এটা করে নিয়েন। তারপর ফেসবুক দিয়ে লগইন করতে বলবে (Login With Facebook) ভয় নেই তাদের ওয়েবসাইটে আপনাকে লগইন করতে হবে না, আপনাকে জাস্ট তাদের ওয়েবসাইট ফেসবুকে অথরাইজড করতে হবে।

    নিচের স্ক্রিনশট ফলো করুন।

    হয়ে গেলে, তারপর সাইন ইন এ ক্লিক করুন

    এখন Login With Google এ ক্লিক করে আপনার জিমেইল দিয়ে লগইন করুন।

    এবার ওয়েবসাইটটির একটু নিচের দিকে গিয়ে নিচের স্ক্রিনশট এর মত Use This Tools 🔥 এর উপর ক্লিক করুন

    এবার নিচে দেখুন, Drop-down menu থেকে আপনার পেজ সিলেক্ট করুন, যেটা দিয়ে পোস্ট শেয়ার করবেন।
    Threds: যা আছে তাই থাকুক।
    Delay: 10 করে দিয়েন।
    Message: এখানে আপনি দুটি অপশন পাবেন Random Emoji And Random String, এগুলো কি আশা করি বুঝতে পেরেছেন, আপনার প্রয়োজন হলে আপনি সিলেক্ট করবেন, অন্যথায় নিচের বক্সে আপনার ভিডিও সম্পর্কিত কিছু লিখতে পারেন।
    Link To Share: এই জায়গায় আপনি আপনার যে পোস্ট/ ভিডিও শেয়ার করতে চান, তার লিংক কপি করে এখানে বসিয়ে দিবেন।

    Group List: এখানে অটোমেটিক অনেকগুলো গ্রুপ কোড চলে আসবে। আপনি এগুলো কেটে দিয়ে, আপনার প্রিমিয়াম গ্রুপ কোড বসাতে পারেন।

    সবকিছু ঠিকঠাক মতো দোয়া হয়ে গেলে, আপনি Share এর উপর ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত এটা প্রসেসিং হচ্ছে। ১ থেকে ২ মিনিট লাগতে পারে।

    প্রায় সবগুলো টুলস এর ব্যবহার কিন্তু এই একই রকম।

    Note:

  • আপনি যদি কোন গ্রুপে এড না থাকেন তারপরও পোস্ট শেয়ার হয়ে যাবে।
  • আপনি যেসব গ্রুপে এড নন, ওই গ্রুপগুলোতে পোস্ট শেয়ার হলে ফেসবুক আপনাকে স্পাম ধরবে।



  • Xtra Tips:

  • ইউটিউবে অনেকে প্রিমিয়াম গ্রুপ লিস্ট শেয়ার করে থাকে ওই গ্রুপ লিস্ট গুলো নামিয়ে এই টুলসে ব্যবহার করতে পারেন
  • স্প্যাম এড়াতে আপনার করণীয়, যেসব প্রিমিয়াম গ্রুপ লিস্ট পাবেন ওইগুলোতে জয়েন হয়ে নিবেন। আপনি যদি জয়েন হয়ে থাকেন তাহলে ফেসবুক আর স্প্যাম ধরবে না।
  • অবশ্যই যে পেজ দিয়ে আপনি পোস্ট শেয়ার করবেন, ওই পেজ দিয়ে গ্রুপ গুলোতে জয়েন হয়ে নিবেন।



  • তো বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিলাম। তারপরও কোন সমস্যা হলে নিচে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ এই ওয়েবসাইটি কিন্তু যথেষ্ট কার্যকর।
    ভালো থাকবেন আজকের মত এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।

    The post [With More Tools 🔥] Fb Page দিয়ে, আপনার দেওয়া Multiple Group এ আপনার Page/ID এর পোস্ট শেয়ার করুন এক ক্লিকেই। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/FexJ6h3
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel