• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, March 27, 2025

    New

    আসসালামু আলাইকুম

    আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটা আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাভ বার্ড পাখির দাম কত এবং লাভ বার্ড পাখি সম্পর্কে হালকা কিছু তথ্য জানাবো। তো চলুন মেইন টপিক শুরু করা যাক।

    লাভ বার্ড পাখি Agapornis প্রজাতির একটি পাখি। এরা মূলত এদের গায়ের রঙ, ছোট আকার আর সুমধুর আওয়াজের জন্য বেশ পরিচিত একটি পাখি। এই পাখি গুলো যেমন সুন্দর তেমনি এদের পোষ মানানো অনেক সহজ কেননা এই পাখি গুলো সাধারণত অনেকটা বন্ধুত্বপূর্ণ স্বভাবের। আজকের আর্টিকেলে আমরা এই পাখির স্বভাব, প্রজাতি, বর্তমান বাজার দাম, খাবার ইত্যাদি নিয়ে জানবো।

     

    লাভ বার্ড পাখির দাম কত

    লাভ বার্ড পাখি বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। প্রজাতির উপর ভিত্তি করে এদের দামের মধ্য তারতম্য হয়ে থাকে। নিচে আমি সব গুলো প্রজাতির মূল্য দিয়ে দিচ্ছি।

     

    ১. Rosy-faced Lovebird

    এই প্রজাতির একটি পাখির দাম: ৬০০-৮০০ টাকা হয়ে থাকে। আর এক জোড়ার দাম: ১২০০-১৬০০ টাকা পর্যন্ত হয়। দোকানদার চেনা হলে তার সাথে দরদাম করে কিছুটা কমানো যেতে পারে দাম।

    এই প্রজাতির পাখি গুলো অনেকটা স্বল্প মুল্যর এবং খুবই জনপ্রিয়। সাধারণত হলুদ এবং সবুজ রং এর মিশ্রণ এদের গায়ে দেখা যায়। বাংলাদেশে এই প্রজাতির লাভ বার্ড প্রায় সব খানেই পাওয়া সায়।

     

    ২. Green Orange Peach-faced Love Birds

    এই প্রজাতির একটি পাখির দাম: ৭০০-৯০০ টাকা পর্যন্ত হয়। আর এক জোড়ার দাম: ১৪০০-১৮০০ টাকা হয়। এই প্রজাতির পাখির বিশেষত্ব হলো এদের গাঢ় সবুজ রং এর পিঠ এবং কমলা-গোলাপী রং মুখ, যা দেখতে খুবই আকর্ষণীয়।

     

    ৩. Rosy Opaline Love Birds

    এই প্রজাতির একটি পাখির দাম: ৯০০-১১০০ টাকা পর্যন্ত হয় আর এক জোড়ার দাম: ১৮০০-২২০০ টাকা। অনেক ক্ষেত্রে বড় দোকান ছাড়া এই প্রজাতির পাখি পাওয়া যায় না।

     

    ৪. Violet Peach-face Love Birds

    এই প্রজাতির এক জোড়ার দাম: ৫,০০০-৮,০০০ টাকা পর্যন্ত হয় এবং একটি পাখির দাম: ২৫০০-৪০০০ টাকা। এই প্রজাতির পাখিগুলি খুবই বিরল এবং তাই এদের দাম অন্য পাখির তুলনায় অনেক বেশি।

     

    ৫. Wild Mask Yellow Love Birds

    এই প্রজাতির এক জোড়ার দাম: ১২,০০০-১৬,০০০ টাকা পর্যন্ত হয় আর একটি পাখির দাম: ৬,০০০-৮,০০০ টাকা। এটিও অনেক বিরল প্রজাতির পাখি।

     

    ৬. অন্যান্য জাতের লাভ বার্ড

    পিচফেস লাভ বার্ড: ৩৫০০ থেকে ৪৫০০ টাকা
    গ্রিন ফিশার: ৫২০০ থেকে ৫৫০০ টাকা
    গ্রিন অপালাইন ফিশার: ৮,০০০ থেকে ১০,০০০ টাকা
    ব্লু অপালাইন ফিশার: ১০,০০০ থেকে ১২,০০০ টাকা
    লোটিনো অপালাইন ফিশার: ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা (অত্যান্ত বিরল)

    এগুলো মূলত পাওয়া যায় খুবই বিরল ভাবে তাই এদের দাম অনেকটা বেশি। তবে বাংলাদেশে Rosy faced lovebirds গুলোই সব থেকে বেশি পাওয়া যায় এবং দাম ও সকলের নাগালের মধ্যই থাকে।

     

     

    লাভ বার্ড পাখির খাবার

    লাভ বার্ড পাখির খাবার খুবই বৈচিত্রময়। এরা প্রধানত বীজ, ফল, এবং শাকসবজি খেতে পছন্দ করে। এদের কিছু সাধারণ খাবারের তালিকা হলো:

    ১. কাউনের বীজ
    ২. সূর্যমুখী ফুলের বীজ
    ৩. তিসির বীজ
    ৪. সরিষার দানা
    ৫. শাকসবজি যেমন কচি ঘাসের পাতা, পালং শাক ইত্যাদি
    ৬. মাঝে মাঝে ফল আপেল, কলা, আঙুর এর মতো ফল দেওয়া যেতে পারে।

    এদের খাদ্যের পরিমাণ সাধারণত দিনে ৪০ গ্রাম থেকে ৭০ গ্রাম পর্যন্ত হয়। এদের খাবার সঠিকভাবে দিলে এদের পোষ মানাতে সুবিধা হয় আর এদের গায়ের রঙ আরো উজ্জ্বল হয়। এবং এতে এরা বেশ সুস্থ্য থাকে।

     

    লাভ বার্ড পাখির বাসস্থান ও খাঁচা

    লাভ বার্ড পাখির জন্য বড় আকারের খাঁচা নেওয়াটা খুবই জরুরি। পাখি যতটা বেশি স্থান পাবে, তারা ততই তারা সুখী থাকবে। খাচার সাইজ মিনিমাম দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, প্রস্থ ১৮ ইঞ্চি আর উচ্চতা ২৪ ইঞ্চি হওয়া দরকার এতে তাদের সুবিধা হবে। তবে আমার রিকোমেন্ডেশন থাকবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যেন ২৪ ইঞ্চি হয়।

    আর খাঁচার মধ্যে অবশ্যই দড়ি, পাখির জন্য পাখি দোলনা এবং খেলনা রাখা উচিত যাতে পাখিগুলি সক্রিয় থাকে। এছাড়াও, তাদের খাঁচার পরিচ্ছন্নতা প্রতিদিন বজায় রাখা দরকার, কারণ এটি পাখির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর খাচাতে পানির ট্রে, খাবারের ট্রে রাখা তো ১০০% আবশ্যক।

     

    লাভ বার্ড পাখির আচরণ

    লাভ বার্ড পাখিগুলো সাধারণত দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে এবং তাদের চিৎকার করার বেশ ভালো প্রবণতা আছে। এরা সঙ্গী পাখির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তাই এদেরকে মূলত জোড়ায় পালা হয়। যদি এদের একা রাখা হয় তবে এরা বেশ হতশাগ্রস্থ হয়ে পরে যা পরে তাদের শারিরীক সমস্যার কারণ হতে পারে।

     

    লাভ বার্ড পাখির আয়ুকাল

    লাভ বার্ড পাখি গুলোর মূলত গড় আয়ু ২০ বছর হয়ে থাকে। তবে Rosy faced lovebids গুলো আবার ১৩-১৫ বছর পর্যন্ত বাচে। তাই যারা পাখির সাথে অনেক বেশি এটাচড হয়ে যান তারা প্রাপ্ত বয়স্ক পাখি না কিনে বাচ্চা পাখি কিনবেন, এতে দীর্ঘদিন যেমন তাদের সাথে থাকতে পারবেন, তেমনি এদের পোষ মানাতেও সুবিধা হবে।

     

    লাভ বার্ড পাখি থেকে কি টাকা আয় করা সম্ভব

    যদি আপনি বানিজ্যিক কারণ বসত এই পাখি পালন করতে চান তবে হ্যাঁ এটা থেকে আয় করা সম্ভব। এই পাখি গুলোর বয়স যদি ১ বছর হয় তাহলেই এরা বাচ্চা দেওয়া শুরু করে। এদের বাচ্চা আপনি বাজারে মিনিমান ৪০০ টাকা করে বিক্রি করতে পারবেন। (Rosy faced lovebirds এর বাচ্চার কথা বলেছি। অন্যান্য বিরল প্রজাতির পাখির বাচ্চার দাম আরো বেশি)

    উদাহরণ হিসেবে ধরুন আপনি বাজার থেকে ৬ মাস বয়সী ১ জোড়া লাভ বার্ড নিয়ে আসলেন। এখন ৬ মাস ওদের লালন পালন করলে এরপর ডিম দিবে তার পর বাচ্চা। এরপর ঐটার বয়স ৩-৪ মাস হলেই বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন।

     

    শেষ কথা

    তো এই ছিলো আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যারা প্রথম প্রথম পাখি পালতে যাচ্ছেন বা চাচ্ছেন তাদের জন্য আশা করি এই পোস্ট টি কাজে লাগবে। আজকের পোস্ট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ ও অগ্রিম ঈদ মোবারক।

    The post বর্তমান মার্কেটে লাভ বার্ড পাখির দাম এবং পাখির খাবারের তালিকা appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/mk1v78T
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel