আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
বন্ধুরা, আমরা সবাই জানি জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন পরপর নিয়মকানুনে পরিবর্তন আসে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন কার্যক্রমে কিছু ঝামেলা দেখা যাচ্ছে। ওয়েবসাইট আপডেটের কাজ চলছে,
তাই কিছু অংশে কাজ করা যাচ্ছে আবার কিছু অংশে সমস্যা হচ্ছে।
নতুন জন্ম নিবন্ধন আবেদন বা জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে কিছু আপডেট এসেছে। আগে জন্ম নিবন্ধন করতে গেলে পিতা-মাতার কাগজপত্র,
যেমন তাদের জন্ম নিবন্ধনের সনদ, লাগতো। কিন্তু এখন নতুন আপডেটে পিতা-মাতার কাগজপত্রের প্রয়োজন নেই।
এবার আমি আপনাদের বলব কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন.
জন্ম নিবন্ধন আবেদনের ধাপগুলো
ওয়েবসাইটে যান:
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে জন্ম সনদ নিউ লিখে সার্চ করবেন। এরপর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন অপশনে ক্লিক করবেন।
ঠিকানা সিলেক্ট করবেন:
এরপর আপনাকে আপনার নিজের ঠিকানা সিলেক্ট করতে হবে। ঠিকানা সঠিকভাবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন।
ফর্ম পূরণ করবেন:
এরপর একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনার প্রথম নাম, শেষ নাম (বাংলা ও ইংরেজিতে), জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর (যদি থাকে), লিঙ্গ, দেশ, ডাকঘর, গ্রাম, রোড, বাড়ি নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করবেন। সব তথ্য দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন।
ঠিকানা chek করবেন:
এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার বর্তমান ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা একই কিনা। যদি একই হয়, তাহলে একই আছে অপশনে ক্লিক করবেন। আর যদি আলাদা হয়, তাহলে বর্তমান ঠিকানা সঠিকভাবে লিখুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন।
ফটো ও ডকুমেন্ট আপলোড করবেন:
এরপর আপনাকে আপনার ফোন নম্বর ব্যবহার করতে হবে। নিচে আসলে একটি অপশন পাবেন ফটো আপলোড করার। এখানে আপনার আগের জন্ম নিবন্ধনের ফটো বা এসএসসি সার্টিফিকেট বা এনআইডি কার্ডের ফটো আপলোড করবেন। এরপর আপনার বাড়ির ট্যাক্স রশিদ আপলোড করবেন (এটি বাধ্যতামূলক)।
সবকিছু যাচাই ba check
করবেন.
এরপর আপনি যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো দেখাবে। সবকিছু সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন।
আবেদন পত্র প্রিন্ট করবেন:
সাবমিট করার পর আপনাকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন পত্র জমা দিতে হবে। নিচে আবেদন পত্র প্রিন্ট করবেন অপশন পাবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ট্যাক্স রশিদ ও এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে ইউনিয়ন পরিষদে যান। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে আপনার জন্ম নিবন্ধন কার্ড তৈরি করে দেওয়া হবে।
The post জন্ম নিবন্ধন আবেদনের সহজ পদ্ধতি ২০২5 নতুন আপডেট ও ধাপে ধাপে গাইড appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/zYiMPAX
via IFTTT
No comments:
Post a Comment