• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, March 8, 2025

    New

    আমরা যারা দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার করি তারা কোনো না কোনো ভাবে Windows Powershell দেখেছি তবে এর ব্যবহার সম্পর্কে জানিনা। আজকে আমি Windows Powershell এর কিছু ব্যবহার সম্পর্কে আলোচনা করব যা আপনার ইউজার এক্সপেরিয়েন্স কে আরো সহজ এবং প্রোডাক্টিভ করে তুলবে।


    Powershell কি এবং এর কাজ

    Windows Powershell হলো মাইক্রসফট এর Develop করা একটি কমান্ড লাইন শেল ও স্ক্রিপ্টিং Language, যা দিয়ে Windows কে Automation কাজ দেওয়া যায় এবং বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া যায়।

    Powershell এর কাজ: 

    • User, Groups and System Settings সহজেই পরিবর্তন করা যায়।
    • Script বানানোর মাধ্যমে অটোমেটিক কাজ করা যায়।
    • ফাইল কপি,মুভ,ডিলেট করা যায়।
    • এপ্লিকেশন ইনস্টল, আন-ইনস্টল করা যায়।

    উপরে বর্ণিত কাজগুলো ছাড়াও পাওয়ার সেল দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়, সব কাজ তো একটি মাত্র পোস্ট দিয়ে বর্ণনা করা সম্ভব না। তাই আমি আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি ,যাদের আরো জানার আগ্রহ থাকবে তারা গুগল করবেন।


    Powershell যেভাবে RUN করবেন

    1. কিবোর্ড থেকে Windows button + R প্রেস করবেন, অতঃপর Powershell লিখে Enter দিন।

    2. Screen এর বামপাশে কোণায় Windows icon এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Windows Powershell (Admin) Select করুন।


    POWERSHELL এর ব্যবহার

    নিচে Windows Powershell এর কতিপয় ব্যবহার আলোচনা করা হলো:

    1. Winget

    Winget এর কমান্ড ব্যবহার করে আপনি আপনার পিসিতে যেকোনো অ্যাপ্লিকেশন ইনস্টল এবং আন-ইনস্টল করতে পারবেন খুব সহজেই।

    • Install Command- ”Winget install (appname)”

    Uninstall Command- ”Winget Uninstall (app name)”

    এভাবেই খুব সহজে আপনি একটি মাত্র কমান্ড দেওয়ার মাধ্যমে সফটওয়্যার ইন্সটল এবং আনইনস্টল করতে পারবেন।


    2. Driver Backup and Restore

    অনেক সময় আমাদের উইন্ডোজ পুনরায় ইন্সটল করতে হয় অথবা অনেকেই windows 10 থেকে windows 11 এ শিফট হবেন, তো সেই ক্ষেত্রে নতুন করে উইন্ডোজ ইন্সটল করলে আপনাকে আপনার কম্পিউটারের সব ড্রাইভার আপডেট করতে হয়।

    নতুবা আপনার সিস্টেম পুরোপুরি কাজ করে না, দেখা যায় ডিসপ্লে ইস্যু সাউন্ড ইস্যু।

    তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ড্রাইভার গুলো শুধুমাত্র একটি পাওয়ার সেল কমান্ডের মাধ্যমে ব্যাকআপ নিতে পারবেন এবং নতুন উইন্ডোজের সেগুলো খুব সহজে রিস্টোর করতে পারবেন ,যার ফলে আপনার অনেক সময় বেঁচে যাবে।

    • Driver Backup Command: ”dism /online /export-driver /destination:C:\DriverBackup
    • ”c:\driverbackup” এটি আপনার ব্যকআপ ফোল্ডার যা আপনার প্রয়োজনমত চেন্জ করতে পারবেন।

    Driver Restore Command: ”pnputil /add-driver “C:\DriverBackup\*.inf” /subdirs /install”
    এভাবে আপনার কম্পিউটারের জন্য নির্দিষ্ট ড্রাইভার গুলো আপনি ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন এবং যেকোনো সময় নতুন কোন উইন্ডোজ দিতে হলে তা রিস্টোর করতে পারবেন।


    3. Windows & Office Activation

    অনেকেরই windows বা microsoft office activition এর দরকার হয়। যার জন্য অনেক ধরনের সফটওয়্যার ইন্সটল করে ফেলে।

    যার মধ্যে ভাইরাসও থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং আপনি পাওয়ার সেলার একটি কমান্ড জেনে থাকেন তাহলে ওই কমান্ডটি ব্যবহার করে আপনি মাইক্রোসফট অ্যাক্টিভেশন পেয়ে যাবেন। অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে।

    • Command: ”irm https://ift.tt/2sgdAkb | iex”

    দেখতেই পাচ্ছেন এই টুলটির মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিসের ভার্সন চেঞ্জ করতে পারবেন এবং অ্যাক্টিভেশন স্ট্যাটাস ও চেক করতে পারবেন।


    4. IDM Trial Reset

    পিসিতে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)  ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছেন। সে ক্ষেত্রে এটার অ্যাক্টিভেশন এর জন্য অনেকে ক্র্যাক ব্যবহার করে থাকেন কিন্তু সেটি না করে আপনারা ফ্রী ট্রায়াল রিসেট দিতে পারেন।

    • Command: ”irm https://ift.tt/MXjycKd | iex”

    এভাবেই আইডিএম ফ্রি ট্রায়াল রিসেট অথবা ফ্রিজ করে আপনি লাইফটাইম ব্যবহার করতে পারেন।


    5. Christitus Windows Utility

    নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পর অনেক ধরনের কাজ করতে হয় যেমন Windows bloatware Uninstall করা, বিভিন্ন অপ্রয়োজনীয় সার্ভিস অফ করা, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা, বিভিন্ন সার্ভিস ম্যানেজ করা ইত্যাদি।

    এসব কাজ আপনি একটি টুলস বা ইউটিলিটির মাধ্যমে করতে পারবেন খুব সহজেই এবং সেই টুলটি রান করতে পারবেন Powershell থেকে। এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে।

    • COMMAND: ”irm “https://ift.tt/miodWzs” | iex

    এভাবেই এই ইউটিলিটি এর মাধ্যমে সহজেই একসাথে অনেকগুলো সফটওয়্যার ইন্সটল করতে পারবেন, অপ্রয়োজনীয় সার্ভিস গুলো রিমুভ করতে পারবেন, বিভিন্ন প্রয়োজনীয় সার্ভিস ব্যবহার করতে পারবেন, Customized Power Plan Activate করতে পারবেন।


    পোস্টগুলো লিখতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, নিজেকে জানতে হয়, তারপর লিখতে বসতে হয়, পোস্টগুলো সাজাতে হয়।

    তো পোস্টগুলো যদি আপনাদের জ্ঞানকে বৃদ্ধি করে, জানতে সাহায্য করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

    ধন্যবাদ।

    My Telegram

    My Telegram Channel

    The post Windows Powershell এর ব্যবহার – পর্ব : ১ appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/0CBkavF
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel