• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, March 14, 2025

    New

    বর্তমানে স্মার্টফোন এর সহজলভ্যতার কারণে স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় সকল শিক্ষার্থীর কাছেই স্মার্ট ফোন রয়েছে। এমন শিক্ষার্থীদের স্মার্টফোনে দৈনন্দিন শিক্ষাজীবনের কাজে লাগবে, এমন অ্যাপ্লিকেশন অবশ্যই ইন্সটল রাখা উচিত, যা তার শিক্ষা জীবনের অনেক কাজে আসবে।

    আজকে আমি এমন কয়েকটি অ্যাপ্লিকেশন এর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যা আপনার শিক্ষা জীবনের বিভিন্ন সময় কাজে আসবে।


    1. Bangla Dictionary

    আমাদের শিক্ষা জীবনের প্রায় শিক্ষার্থীর বড় একটি অংশ এর ভয় কাজ করে ইংরেজি বিষয় নিয়ে। নতুন নতুন শব্দ, ওই শব্দের উচ্চারণ এবং ওই শব্দের অর্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ ইত্যাদি জানার প্রয়োজন হয়ে পড়ে, এই প্রয়োজনের সময় বাংলা ডিকশনারি অ্যাপ্লিকেশনটি আমাদের সমস্যাগুলোকে খুব সহজেই সমাধান করে দেয়।

    • অফলাইনে যেকোনো বাংলা শব্দের ইংরেজি এবং ইংরেজি শব্দের বাংলা জানা যায়।
    •  সরাসরি ছবি থেকে ওসিআর এর মাধ্যমে ট্রান্সলেট করা যায়।
    • এছাড়াও গেমসের মাধ্যমে শব্দ শেখা যায়।
    •  নিজেকে পরীক্ষা করা যায়।
    • এবং সব থেকে বড় বিষয় যে কোন ইংরেজি শব্দ উচ্চারণ শোনা যায়, যার ফলে আপনি সঠিক উচ্চারণটি শিখতে পারেন খুব সহজে

     

     

    Download Link- Playstore


    2. Camscanner

    দৈনন্দিন শিক্ষাজীবনে আমাদের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে কাজ করতে হয়। ডকুমেন্টস রেডি করা, প্রিন্ট করা, ফটোকপি করা, ডকুমেন্ট শেয়ার করা ইত্যাদি বিভিন্ন কাজে।

    অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ফটোকপি আমাদের প্রয়োজন হয় এবং সে ক্ষেত্রে তা আমাদের ঐ ডকুমেন্টস সমূহ সার্বক্ষণিক সঙ্গে রাখা সম্ভব হয়ে ওঠে না।

    এক্ষেত্রে আমি আমার প্রয়োজনীয় সকল ধরনের ডকুমেন্ট (রেজিস্ট্রেশন কার্ড,  সার্টিফিকেট, এডমিট কার্ড, মার্কশিট, প্রয়োজনীয় রিসিপ্ট) Camscanner মাধ্যমে স্ক্যান করে গুগল ড্রাইভের সংরক্ষণ করে রাখি, যার ফলেে আমার যখন যেখানে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে আমি সেগুলো প্রিন্ট করে ব্যবহার করতে পারি।

    • যেকোনো ধরনের ডকুমেন্টস স্ক্যান করে প্রিন্ট করার যায় এবং পিডিএফ আকারে সংরক্ষণ করা যায়।
    • ইংরেজি ডকুমেন্টস হলে OCR  এর মাধ্যমে ওয়ার্ড ফাইল কনভার্ট করা যায়।
    • ডকুমেন্টে Watermark, Annotation, Signature, Extract, Merge  করা যায় সহজে।

     

    Download Link– Playstore


    3. MobiOffice

    কলেজ অথবা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী যারা আছেন তাদের অনেক সময় অনেক এসাইনমেন্ট  টাইপ করে সাবমিট করতে হয়, অনেক সময় প্রেজেন্টেশন বানাতে হয়।

    কিন্তু ঘরে কোন ধরনের ল্যাপটপ বা কম্পিউটার থাকেনা, কিন্তু আপনার কাছে যদি স্মার্ট ফোন থাকে তাহলে আপনি এসব ডকুমেন্টস মোবাইলের মাধ্যমে বানাতে পারেন।

     আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে অনেকবার এভাবেই আমার এসাইনমেন্ট সাবমিট করেছি এবং তা একদম পারফেক্ট হয়েছে। MobiOffice এর মাধ্যমে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর যেকোন ডকুমেন্ট তৈরি করতে পারবেন অথবা এডিট করতে পারবেন খুব সহজেই।

    • এক কথায় মাইক্রোসফট অফিস পিসি ভার্সনের প্রায় সব কাজ সীমিতভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি করতে পারবেন।

    Download Link- Playstore


    4. Pdf2Img

    আমার লিস্টের চার নাম্বার এপ্লিকেশনটি একদম সিম্পল অ্যাপলিকেশন। এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোন পিডিএফ থেকে যেকোনো একটি পেইজের ছবি Extract করতে পারবেন।

    এই অ্যাপ্লিকেশনটি Select করার কারণ এই অ্যাপ্লিকেশনটির সিম্পল, স্মুথলি কাজ করে অন্যান্য অ্যাপ্লিকেশন গুলোর তুলনায়।

    বর্তমানে বিভিন্ন নোটিশ থেকে শুরু করে জব সার্কুলার সবকিছুই পিডিএফ আকারে থাকে, সে ক্ষেত্রে আমরা এগুলো আমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে গেলে আমাদের স্ক্রিনশট নিতে হয় যা ওই পেজটির কোয়ালিটি লুজ করে দেয়।  এই অ্যাপসটি ব্যবহার করলে আপনাদের কোয়ালিটি যে কোন প্রকার কমতি হবে না।

     

    Download Link– Apkpure


    5. PDF Utils

    আজকের ব্লগের সর্বশেষ এপ্লিকেশনটি একটি পিডিএফ টুলস। যার মাধ্যমে আপনারা নিচের কাজগুলো করতে পারবেন-

    • Merge PDF- একাধিক পিডিএফ কে একটি পিডিএফে কনভার্ট করা।
    • Extract Images- সম্পূর্ণ পিডিএফকে ছবি তো রূপান্তর করা।
    • Split- পিডিএফ কে কয়েক ভাগে বিভক্ত করা।
    • Add PDF password or Remove- পিডিএফ এ পাসওয়ার্ড যুক্ত করা অথবা রিমুভ করা।
    • Compress PDF- বড় সাইজের পিডিএফ কে কম্প্রেস করে ছোট সাইজের বানানো।
    • Add Watermark- নিজের ইচ্ছামত জলছাপ যুক্ত করা।

    Download Link- Playstore


    অ্যাপ্লিকেশন গুলোর সাথে হয়তো অনেকেই আগে থেকে পরিচিত হতে পারেন, সে ক্ষেত্রে এই ব্লগ টি এড়িয়ে যেতে পারেন সবশেষে বলব পোস্টগুলো লিখতে অনেক সময় প্রয়োজন হয় আপনাদের ভালো মন্তব্য লেখার উৎসাহ  জাগায়।

    ধন্যবাদ।

    The post একজন শিক্ষার্থীর মোবাইলে যে অ্যাপ্লিকেশন গুলো থাকা উচিত appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/NIjpJGS
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel