আসসালামু আলাইকুম! ট্রিকবিডির বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, এখন Xiaomi Mi Flash Tool চালান অ্যান্ড্রয়েড দিয়েই! হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকের কাছেই হয়তো পিসি থাকে না, তাই এখন মোবাইল দিয়েই শাওমির বিভিন্ন কাজ সেরে ফেলুন। পিসি ছাড়াই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শাওমির বিভিন্ন কাজ সেরে ফেলুন।
এই টুল দিয়ে যা যা করা যাবে:
* Bootloader Unlock (ঝামেলা ছাড়া)
* Fastboot ROM Flash (হার্ড ব্রিক বা সফট ব্রিক হলে ও)
* Sideload দিয়ে ZIP Flash
* Bypass (বিভিন্ন সুরক্ষা সংক্রান্ত কাজ)
* Mi Assistant ব্যবহার
* Firmware Content Extract
* সহজে কাস্টম রিকভারি ইন্সটল ও রুট করা যাবে
* কাস্টম রিকভারি এবং কাস্টম রম ইন্সটল করা যাবে
কেন এই টুলটি ব্যবহার করবেন?
এই টুলটি ব্যবহার করে আপনি পিসির উপর নির্ভরতা কমাতে পারবেন এবং যেকোনো জায়গায় আপনার শাওমি ফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও, আমাদের কোন ভুলের কারণে যদি আমাদের ডিভাইসটি হার্ডব্রিক করে, তাহলে আমাদের কাছে কম্পিউটার না থাকলে ইলেকট্রিশিয়ানের দোকানে যেতে হয়, যার জন্য তারা কমসে কম ৩০০ থেকে ৪০০ টাকা বিল করে থাকে। তাই এই টুল ব্যবহার করে সহজেই আপনি আপনার ফোনটি নিজেই ফ্ল্যাশ করতে পারবেন। আপনার ফোন যদি সফট ব্রিক বা হার্ড ব্রিক করে, তবে এই টুল ব্যবহার করে রিকভারি রম বা ফাস্টবুট রম ফ্ল্যাশ করা যাবে।
যা যা লাগবে:
* অ্যান্ড্রয়েড ফোন (অ্যান্ড্রয়েড ৭.০ বা তার থেকে উপরের ভার্সন ভালো হয়)
* Termux APK (সর্বশেষ ভার্সন)
* Termux API APK (সর্বশেষ ভার্সন)
* ভালো মানের USB কেবল
* OTG কেবল (ফোনের সাথে OTG সাপোর্ট থাকতে হবে)
* ভালো মানের ইন্টারনেট সংযোগ (টুলটি ইনস্টল করার জন্য)
* ধৈর্য (প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে)
যেভাবে টুলটি ব্যবহার করবেন:
১. অ্যাপ ইনস্টল:
* Termux API APK: Termux API ডাউনলোড
* Termux APK: Termux ডাউনলোড
২. Termux সেটআপ:
* Termux অ্যাপটি ওপেন করুন।
* নিচের কমান্ডগুলো এক এক করে দিন:
* pkg update
.

.
* pkg upgrade
.

.
যদি এরকম আসে তাহলে কিবোর্ড থেকে y লিখে ইন্টার দেবেন।
.

.
* termux-setup-storage
.

.
যদি এরকম আসে তাহলে কিবোর্ড থেকে y লিখে ইন্টার দেবেন।
.

.
৩. Mi Tool ইনস্টল:
.
* নিচের কমান্ডটি দিন:
.
* curl -sS https://ift.tt/ZH01v8I | bash
.
.
* তারপর কমান্ড দিন
.
* mitool
.
.
.
৪. Mi Tool ব্যবহার:
.
.
.
.
* Mi Tool ওপেন হয়ে গেলে, আপনার প্রয়োজনীয় অপশনটি সিলেক্ট করে ব্যবহার করুন।
* Bootloader Unlock করার মতো অপশন গুলো ব্যবহার করে খুব সহজেই ফোনের রম ফ্ল্যাশ করা সম্ভব।
Bootloader Unlock-এর উপকারিতা:
* কাস্টম রম ইনস্টল করা যায়।
* রুট অ্যাক্সেস পাওয়া যায়।
* ফোনের পারফরম্যান্স কাস্টমাইজ করা যায়।
* অনেক বেশি এডভান্স ফিচার ব্যবহার করা যায়।
আজ এ পর্যন্তই:
যদি প্রতিটি অপশন কীভাবে ব্যবহার করতে হয়, অথবা এই টুল ব্যবহার করে কীভাবে ফোনে কাস্টম রিকভারি এবং কাস্টম রম ইন্সটল করবেন, সেটি জানতে চান, তাহলে কমেন্ট করুন। পরবর্তীতে এই টুলটির প্রতিটি ফিচার নিয়ে বিস্তারিত পোস্ট করা হবে।
পরবর্তী পোস্ট কাস্টম রম নিয়ে কার কি কাস্টম রম দরকার কমেন্ট করে বলতে পারেন পরবর্তী পোস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব
.
যে কোন প্রয়োজনে আমি:
.
.

..
The post Android এই Xiaomi Mi Flash Tool: পিসি ছাড়াই ফোন ফ্ল্যাশ করুন! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/tkJ7M5z
via IFTTT
No comments:
Post a Comment