• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, February 13, 2025

    New

    পিসি প্ল্যাটফর্মে রেগুলার ইউজারদের টপ চয়েজ উইন্ডোজ। অফিস অ্যাপ, গেমস, সার্ভার সবখানেই উইন্ডোজের একচ্ছত্র আধিপত্য।

    তবে সব সফটওয়্যারেরই কিছু ভালো দিক, আবার কিছু মন্দ দিক থাকে। উইন্ডোজও তার ব্যতিক্রম নয়। ডিসেন্ট্রালাইজড নেচারের কারনে উইন্ডোজের সফটওয়্যারগুলো ওয়েবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইউজারদের কাঙ্খিত সাইটে গিয়ে ওগুলো ডাউনলোড করতে হয়।

    আবার উইন্ডোজের সাথেও অনেক সফটওয়্যার প্রি-ইনস্টলড হয়ে আসে। এদের অনেক সফটওয়্যারই অধিকাংশের কাজে লাগে না, বা বেটার অল্টারনেটিভ পাওয়া যায়।

    আজ তেমনি কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যারের লিস্ট নিয়ে এসেছি যেগুলো ইউজ না করাই শ্রেয়।

    #1 CCleaner

    CCleaner ও এজাতীয় সব ক্লিনিং অ্যাপস থেকে দূরে থাকুন। কিছু বছর আগে হ্যাকাররা CCleaner হ্যাক করেছিলো, যদিও ওরা বলেছে তেমন কিছু চুরি হয় নি।

    যাই হোক। CCleaner এর কাজ পিসির জাঙ্ক ফাইল ক্লিন করে পিসি ফাস্ট করা। কিন্তু এখন উইন্ডোজের নেটিভ ক্লিনিং টুলই এর জন্য যথেষ্ট।

    উইন্ডোজ সার্চবার থেকে disk cleanup লিখে সার্চ দিন। তারপর যে ড্রাইভ ক্লিন করতে চান সেটা দিয়ে thumbnails, cache, delivery optimization files etc. সিলেক্ট করে ক্লিন করে ফেলুন। আমি মাসে একবার এভাবে ক্লিন করি।

    Storage settings এ গিয়ে Storage sense অন করে রাখুন। এটাও ভালো অপশন অটো ক্লিন করতে।

    আর যদি কোন সফটওয়্যার কত স্পেস খাচ্ছে তা দেখতেই চান তো TreeSize ইনস্টল দিতে পারেন। এখান থেকে বিভিন্ন অ্যাপসের ক্রিয়েট করা অপ্রয়োজনীয় ক্যাশ ফাইলস, টেম্পোরারী ফোল্ডার ডিলিট করতে পারবেন।

    আমি মাঝে মাঝে IDM এর জাঙ্ক ফাইলগুলো এভাবে ক্লিন করি।

    সতর্কতাঃ এটি একটু অ্যাডভান্সড লেভেলের কাজ তাই না বুঝে উল্টাপাল্টা ফাইল ডিলিট করলে কোনো সফটওয়্যার আর কাজ করবে না। তাই বুঝে শুনে ডিলিট করবেন।

    Read more: কিভাবে আপনার Slow কম্পিউটারের Speed বাড়াবেন?

    #2 uTorrent

    টরেন্টের দুনিয়ায় uTorrent বেশ পরিচিত নাম। শুরুর দিকে এটাই ছিল কিং। বাট ধীরে ধীরে লোভ ওদের গ্রাস করে আর ইউজারের পিসিতে uTorrent crypto mining চালানো শুরু করে।

    যদিও খুব দ্রুতই ওরা ঐ আপডেটরা সরিয়ে ফেলে, কিন্তু কোম্পানির যা ক্ষতি হওয়ার ততদিনে তা হয়েই গেছে। এরপর থেকে ওদের উপর মানুষের বিশ্বাস উঠে গেছে আর অনলাইন ফোরামগুলোয় আজও এই ক্লায়েন্ট থেকে দূরে থাকতে বলা হয়।

    এখন যদিও uTorrent সেইফ, কিন্তু রিস্ক নেয়ার দরকার কি?

    টরেন্টিং এর পরিপূর্ণ মজা নিতে এখন qBittorrent বেস্ট। টরেন্ট তেমন ইউজ করা হয় না বিধায় আমি qBittorrent portable version ইউজ করি।

    Read more: টরেন্ট ফাইল ডাউনলোড করতে uTorrent এর বিকল্প কিছু সফটওয়্যার।

    #3 WinRAR

    এই মিমসের কথা মনে আছে? 😂

    when someone accidentally buys winrar

    যদিও WinRAR টাকা চায়, বাট ওদের ফ্রি ট্রায়াল কখনোই ফুরোয় না। আহা, যদি অ্যাডোবির সফটওয়্যারগুলোও এমন হত…

    যাইহোক।

    দেখুন, আমি আপনাকে WinRAR ইউজ করতে বারণ করছি না। আপনি যদি FOSS এর ভক্ত হন, তবেই কেবল আমি বিকল্প ইউজ করতে বলবো।

    আমিও শুরুতে WinRAR চালাতাম। কিন্তু বার বার ট্রায়ালের পপআপটা খুবই বিরক্ত লাগছিলো। যদিও পরে ক্র্যাকে আরো কিছুদিন চললাম।

    তারপর একদিন শুনলাম 7-Zip compression ratio নাকি WinRAR থেকে বেটার। এখন, কতটা বেটার তা বলতে পারবো না।

    তবে 7-Zip ওপেনসোর্স, ২দিন পরপর টাকা নিয়ে ঘ্যানঘ্যান করে না, আর কনটেক্সট মেনু বেশ কাস্টমাইজ করা যায়। তাই এতেই লেগে আছি।

    আর এখন তো Windows 11 এ কোনো সফটওয়্যার ছাড়াই ফাইল কম্প্রেস করা যায় তাই এসব সফটওয়্যার লাগেও না।

    #4 OneDrive

    স্টোরেজ সলিউশন হিসেবে OneDrive খারাপ না মোটেও, ইন্টারফেসটা বেশ সুন্দর, সাজানো গোছানো। আমি নিজেও এটা ইউজ করি।

    তবে সব পিসিতে OneDrive software pre-installed হয়ে আসে। ভাই ডেইলি স্টোরেজে কয়জন ঢুকে? ওয়েব ভার্শনের ইন্টারফেসই যখন এত পারফেক্ট, তখন সফটওয়্যার রাখার কি দরকার?

    ব্যাকআপের কথা বলছেন? Mega, Google Drive, MediaFire etc. ইউজ করুন। আর উইন্ডোজে অলরেডি সেটিংস, অ্যাপস ব্যাকআপ রাখার অপশন আছে।

    Read more: ১৮টি ক্লাউড স্টোরেজ সেবা নিন একটি মাত্র অ্যাপে [File upload হবে আরও সহজ!]

    #5 Game Bar

    Game Bar মাইক্রোসফটের ডেভেলপ করা একটি স্ক্রিন রেকর্ডার। ক্রিন রেকর্ডিং ছাড়াও Xbox connect, resource monitoring ইত্যাদিও করা যায় এটা দিয়ে।

    টুকটাক রেকর্ডের জন্য Game Bar ঠিক আছে। তবে পিসির জন্য আরো কিছু ক্রিন রেকর্ডার আছে যেগুলো হতে পারে গেমবারের ভালো বিকল্প।

    আপনি যদি অ্যাডভান্সড ফিচার চান তাহলে OBS বেস্ট চয়েজ। এটা ওপেনসোর্স, ফ্রি, পাওয়ারফুল, ও অনেক ফিচারসমৃদ্ধ একটি স্ক্রিন রেকর্ডার।

    #6 Paint 3D

    Paint 3D একটি গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার যেটা ছবি আর্ট করতে ব্যবহার হতো। মাইক্রোসফট সম্প্রতি এটার ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছে।

    এখন থেকে নতুন সফটওয়্যার Paint দিয়ে আঁকাআঁকি করা যাবে। তাই পুরাতন ভার্শন Paint 3D ইউজের কোনো অর্থ নেই। যেহেতু ওটার আর নতুন ভার্শন রিলিজ হচ্ছে না, ওটা ইউজ করা এখন বরং সিকিউরিটি রিস্ক।

    উল্লেখ্য, আপনি যদি ড্রয়িং নিয়ে সিরিয়াস হন, তাহলে Krita, InkScape হতে পারে ভালো চয়েস। এগুলো ফ্রী, ও Paint থেকে অনেক ফিচারফুল।

    #7 Manufacturer bloat

    Manufacturer bloat বলতে পার্টস কোম্পানিদের বিভিন্ন সফটওয়্যারকে বুঝায়। এসব সফটওয়্যার দিয়ে পিসি কম্পোনেন্ট, যেমন ram, motherboard etc. কন্ট্রোল করা যায়।

    কিন্তু অনেক সময়ই এসব সফটওয়্যার সিস্টেমের অতিরিক্ত রিসোর্স খেয়ে বসে থাকে। Corsair iCue, NZXT Cam etc. র‍্যাম খাওয়ার জন্য কুখ্যাত। কম র‍্যামের পিসিতে এগুলো খুবই বাজে প্রভাব ফেলে।

    তার উপর একেক ব্র্যান্ডের জন্য একেক অ্যাপ। ধরুন আপনার মাদারবোর্ড আসুসের, আবার র‍্যাম করসেয়ারের, আর জিপিউ এমএসআইয়ের। ৩টার জন্য ৩ রকম অ্যাপস লাগবে।

    সৌভাগ্যবশত, এদের দারুন কিছু বিকল্প ব্যবস্থাও আছে।

    RGB control: পিসির আরজিবি কন্ট্রোলের জন্য SignalRGB অনেক জনপ্রিয় সফটওয়্যার। প্রায় সব ব্র্যান্ডের র‍্যাম, জিপিউ, বোর্ডের লাইটিং সাপোর্ট করে এটি। লাইটিং চেঞ্জ, ম্যাক্রো, গান ও গেমের সাথে লাইটিং সিঙ্ক — জোস সব ফিচার অ্যাকটিভ ডেভেলপমেন্টে থাকে সবসময়।

    Fan control: ফ্যানের স্পিড কমানো বাড়ানো, আর ফ্যান কার্ভ বানাতে আছে Fan Control. এটিও মেজর সব ব্র্যান্ডের প্রোডাক্ট সাপোর্ট করে। সাথে সম্পূর্ণ ফ্রী, ও ওপেনসোর্স। কেসিং, জিপিউ, সিপিউ সবকিছুর ফ্যান কন্ট্রোল করতে এই একটি সফটওয়্যারই এনাফ।

    Overclocking: আর থাকে ওভারক্লকিং। আমার মতে, এর জন্য MSI Afterburner বেস্ট ইউটিলিটি। ওদের ওয়েবসাইটে কিভাবে MSI Afterburner ইউজ করতে হয় তা নিয়ে সুন্দর গাইড দেয়া আছে। যদিও এটা এমএসআইয়ের তৈরি, কিন্তু এটা অন্য ব্র্যান্ডের জিপিউও সাপোর্ট করে আর সফটওয়্যারটা যথেষ্ট স্ট্যাবল।

    নোটঃ ওভারক্লকিং অ্যাডভান্সড টপিক। পিসি নিয়ে যথেষ্ট জানা না থাকলে এদিকে না এগোনোই উত্তম। মডার্ন সিস্টেম যথেষ্ট পাওয়ারফুল অটো অপটিমাইজেশন করে তাই ওভারক্লকিং অনেকটাই নিশ সাবজেক্ট।

    আজকের পোস্টে উল্লিখিত কোনো সফটওয়্যার কি আপনি এখনো ইউজ করছেন? ইউজের পেছনে আপনার যুক্তি কি? আমি কি আপনাকে ভালো সলিউশন নিতে মনস্থির করতে পেরেছি? কমেন্টে জানান!

    খোদা হাফেজ 💕

    The post ৭টি উইন্ডোজ অ্যাপস যেগুলো আজই আপনার আনইনস্টল করা উচিত + Better Alternatives appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/0M5aU3O
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel