• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, February 28, 2025

    New

    আসসালামু আলাইকুম

    চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক শীঘ্রই তাদের নতুন এআই মডেল ‘আর টু’ উন্মোচন করতে যাচ্ছে, যা বর্তমান ‘আর ওয়ান’ মডেলের চেয়ে আরও উন্নত ও কার্যকর।

    উন্নত ফিচার ও কার্যকারিতা

    নতুন মডেলটি উন্নতমানের কোডিং লেখার পাশাপাশি ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় উত্তর প্রদান করতে সক্ষম হবে। ফলে ডিপসিক চ্যাটবটের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

    প্রতিযোগিতায় নতুন মাত্রা

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘আর টু’ মডেলটি উন্মোচিত হলে ডিপসিক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

    সম্ভাব্য তারিখ

    যদিও ডিপসিক আনুষ্ঠানিকভাবে উন্মোচনের তারিখ ঘোষণা করেনি, তবে প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মে মাসের আগেই মডেলটি বাজারে আসতে পারে।

    বর্তমান ‘আর ওয়ান’ মডেলের অর্জন

    বর্তমান ‘আর ওয়ান’ মডেলটি তুলনামূলক কম শক্তিশালী এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও, এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর ব্যয়বহুল এআই মডেলের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করছে।

    বিশেষজ্ঞদের মতামত

    প্রযুক্তি প্রতিষ্ঠান জেনসারের প্রধান পরিচালনা কর্মকর্তা বিজয়সিমহা আলিলুঘট্টা মনে করেন, ‘আর টু’ মডেলের আগমনে বৈশ্বিক এআই খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, যা প্রযুক্তি খাতে আরও প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং এআই শিল্পে কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব কমাবে।

    The post ডিপসিকের নতুন এআই মডেল ‘আর টু’ appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/UeFJg8d
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel