• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, February 17, 2025

    New

    আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

    আমরা প্রায়ই পিসি তে উইন্ডোজ ইনস্টল দেয়ার পর যে ঝামেলায় পড়ি তা হলো এটা অ্যাক্টিভ করা। কিভাবে অ্যাক্টিভ করবো তা নিয়ে বিভিন্ন সফটওয়্যার থাকলেও প্রায়ই তা ভাইরাস বা ম্যালওয়ার হিসেবে ডিটেক্ট করে উইন্ডোজ সিকিউরিটি। এতে করে আপনার পিসি রিস্ক এর মুখে পড়ে যায়।

    এরকম Active Windows ওয়াটারমার্ক এর সম্মুখীন তো আপনারা অনেকেই হয়েছেন। তাই না? আর যারা একটু প্রো ইউজার তারা তো জানেনই কিভাবে এটা রিমুভ করা যায়। মানে উইন্ডোজ অ্যাক্টিভ করে নেয়া যায়!

    আজকে আমি দেখাবো কিভাবে আপনি PowerShell এর মাধ্যমে খুব সহজেই উইন্ডোজ ও মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করে নিতে পারেন তাও একদম ফ্রি তে। এতে কোনো ভাইরাস বা ম্যালওয়ার ডিটেক্ট করার সম্ভাবনা নেই। আপনার পিসি একদমই সুরক্ষিত থাকবে। তো চলুন শুরু করা যাক।

    প্রথমে Start বাটনে ক্লিক করুন। এরপর Powershell লিখে সার্চ করুন।

    এবার মাউসের রাইট বাটন ক্লিক করে উপরের মতো অপশন অর্থাৎ Run as administrator এ ক্লিক করুন।

    এরপরঃ

    এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে হুবহু নিচের লেখাটুকু কপি করে পেস্ট করুনঃ

    irm https://get.activated.win | iex

    এবার Enter প্রেস করুন।

    Enter প্রেস করার পর নিচের মতো একটা ইন্টারফেস আসবে।

    এবার আপনি যদি উইন্ডোজ অ্যাক্টিভ করতে চান তাহলে 1 প্রেস করুন।

    যদি মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করতে চান তাহলে 2 প্রেস করুন।

    উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ আছে কিনা তা চেক করতে 6 প্রেস করুন।

    আপনার কাঙ্ক্ষিত অপশনে প্রেস করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

    কিছু প্রোসেসিং এর পর আপনার উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেট হয়ে যাবে। আর মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন এর ক্ষেত্রে 2 প্রেস করার পর আরেকটা ইন্টারফেস আসবে। নিচের মতোঃ

    এখান থেকে 1 সিলেক্ট করলে কিছু প্রোসেসিং এর পর মাইক্রোসফট অফিস পারমানেন্টলি অ্যাক্টিভেট হয়ে যাবে।

    কোনো সমস্যা হলে অপশন 3, 4 বা 5 ট্রাই করে দেখতে পারেন। তবে আমি যতদূর দেখেছি অপশন 1, 2 তেই অ্যাক্টিভেট হয়ে যায় বেশিরভাগ এরই। আর হ্যাঁ, অ্যাক্টিভেট করার এই প্রোসেসে আপনার পিসি তে ডাটা কানেকশন অবশ্যই থাকতে হবে!

    তো আজকে এই পর্যন্ত।

    আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ

    যেকোনো প্রয়োজনেঃ ফেসবুকে আমি

    সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

     

    The post কোনো সফটওয়্যার ছাড়াই অ্যাক্টিভেট করে নিন Windows 10, 11 এবং Microsoft Office 365! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/ugTfOwj
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel